আলাপ পাতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Nahian (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:১৬, ২ আগস্ট ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

সংগ্রহশালা
২০২০-২১ ২০২২ ২০২৩ ২০২৪  

জুলাই 2020

থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৪৯, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Nahian (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

আমায় আবার কেন বাঁধা দেওয়া হলো, বুঝতে পারিনি। ~ নাহিয়ান আলাপ ০৫:১৬, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:


আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।


@NahidSultan: এটি আমার সক নয়, আমি একাধিক কোনো অ্যাকাউন্ট ব্যবহার করিনা; আপনার কোথাও ভুল হচ্ছে। আমি প্রায়শই বিভিন্নজনের নাম পরিবর্তন করতে মহীন ভাই/আপনাকে পিং করে থাকি, আগেও করেছি। তা আমার নিজের অ্যাকাউন্টের জন্য হোক, বা অন্যের। বর্তমানে আমি উইকিছুটিতে আছি, তবু ইমেইলে এক লক্ষ নিবন্ধের লক্ষ্যে পৌছাবার বার্তা পেয়ে নিবন্ধ তৈরি করতে এসেছিলাম। তাছাড়া নাম পরিবর্তনের আবেদন পাতায় আমি নিয়মিতই টহল দিই। আপনি ২০২০-এর সংগ্রহশালায় তা দেখতে পারবেন। কারোও অধিগ্রহণ প্রয়োজন হলে তা করে দিই, কারোও নাম পরিবর্তনের আবেদনের সময় মাসপূর্তি হলেও মহীন ভাই/আপনাকে পিং করে জানিয়ে দিই। (যেমন: https://w.wiki/Xzm) আমি আমার একটাই অ্যাকাউন্ট নিয়েই অবদানের চেষ্টা করছি, নীতিমালা পূর্বে না বোঝায় অনেক ভুল করতাম। এখন সেই ভুলগুলো আমি শুধরে নিয়েছি। এখন শুধু নিবন্ধ তৈরি ও উন্নতিতে মনোযোগ দিচ্ছি। অনুগ্রহ করে আমায় বাধাপ্রদান করে সেই পথটা বন্ধ করে দিবেননা। ~ নাহিয়ান আলাপ ০৫:৫৭, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
তবে উল্লেখ্য যে: সে আমার পরিচিত। তাকে ছাড়াও আমি উইকিতে যোগদানের জন্য অনেককেই আমন্ত্রণ জানিয়ে থাকি, এখনো জানাই। এমনকি আমার ছোট খালাত ভাই থেকে সমবয়সী ক্লাসমেট - সবাইকেই উইকিতে আমন্ত্রণ জানাই এবং বলে থাকি আমি তাদের হেল্প করবো শুরু থেকেই। অপরিচিত নতুক কাওকেও আমি প্রথম থেকেই প্রায়ই হেল্প করি অন-উইকি / সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আমি কোনো একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করিনা/করছিনা। ~ নাহিয়ান আলাপ ০৬:১৫, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমে বললেন এক রকম কথা আবার ১৮ মিনিট পর নতুন বার্তায় বললেন সে আপনার পরিচিত। সুতরাং আমি যে কোথাও ভুল করছি না সেটি আপনার দ্বিতীয় মন্তব্যে প্রমাণিত। এটি ব্যবহারকারী পরীক্ষণেও প্রমাণিত। বধা অপসারণ করা হলো না, যুক্তিসংগত কোন কারণ নেই।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৪, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: নাহিদ ভাই, দুইদিন আগে সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহল দেওয়ার সময় ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে নাহিয়ানের দুটি মন্তব্য সন্দেহজনক হওয়ায় তাকে ব্যক্তিগতভাবে দুইদিন আগেই বার্তা দিই৷ এবং জানতে চাইলাম, [অপসারিত ~ নাহিয়ান আলাপ ১২:৫৮, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)] নামের ব্যবহারকারীকে চিনে কিনা এবং একাউন্টটি সে চালায় কিনা? গত দুইদিন ধরে সে আমার বার্তাটি দেখে নি তাই উত্তর ও দেয় নি। আজকে যখন তাকে বাধা দেওয়া হয়েছে দেখলাম তখন তাকে ইমেইলে বলি যে, তাকে দুইদিন আগে একটি বার্তা দিয়েছি এবং এটির উত্তর যেন দেয়। সে আজকে ব্যক্তিগত বার্তায় স্বীকার করে বললো যে, একাউন্টটি তার পরিচিত একজনের। সে নাকি উইকিতে সম্পাদনার বিষয়ে অনেককে সহযোগিতা করে থাকে৷ সে হিসেবে [অপসারিত ~ নাহিয়ান আলাপ ১২:৫৮, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)] নামের ব্যবহারকারীকেও নাকি সে সহযোগিতা করেছে৷ সে যেহেতু নিজের দোষ স্বীকার করেছে এবং পরবর্তীতে এমন না করার জন্য বলেছে তাই তার বাধা অপসারণের বিষয়ে অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনি বিষয়টি বিবেচনায় নিবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৫৬, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: রিয়াজ ভাইয়ের মন্তব্যের পর মনে হলো নাহিয়ান ভাই হয়তো অন্য কাওকে সহায়তা করছেন। আই আপনাকে বাধাদানের ব্যপারটি পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। ধন্যবাদ।≈ MS Sakib  «আলাপ» ০৭:০৯, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: নাহিদ ভাই, আমার ব্যবহারকারী পাতা সহ সকল উপপাতা অপসারণ/মুছে ফেলবেন। ~ নাহিয়ান আলাপ ০৮:০৭, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon: খুবই ভালো কথা। এটি কি ব্যবহারকারী আপনাকে বলতে অনুরোধ করেছেন তার হয়ে? কারণ নাহিয়ানের আলাপ পাতা উন্মুক্ত এবং সে নিজেইতো ব্যাখ্যা দিতে পারে। আপনি কেন ব্যাখ্যা দিচ্ছেন? যেখানে আপনি নিজেই নিশ্চিত না কারণ সব উদ্বৃতি দিচ্ছেন নাহিয়ানেরই। নাহিয়ান নীতিমালা জানে না তা নয়। এরপূর্বে একাধিক অ্যাকাউন্ট নিয়ে তার সাথে বিভিন্নভাবে আলাপ হয়েছে। একই বিষয়ে পূর্বে একাধিক অ্যাকাউন্টের ব্যাবহার করার পর আপনাকে যখন সুযোগ দেওয়া হবে, তারপর পুনরায় আপনি একই কাজ করে প্রমাণিত হলেন। এরপর প্রথমে ব্যাখ্যা দিলেন এক রকম করে, পরে আবার বললেন অ্যাকাউন্ট আপনার পরিচিত একজনের। সেক্ষেত্রে এই ব্যাখ্যা কিভাবে গ্রহণ করা উচিত? রিয়াজ এবং MS Sakib ভাই, আপনারা দুজন অনুমানের উপর ভিত্তি না করে যুক্তিসংগতভাবে কনভিন্স করুন। অথবা যদি আপনাদের দুজনের অনুরোধে বাধা অপসারণ করা হয় তাহলে এটা নিশ্চয়তা দিন যে, ব্যবহারকারীর পরবর্তী যে কোন সমস্যার দ্বায়ভার আপনাদের দুজনের? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৩, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: নাহিদ ভাই, আমি কাওকেই কিছু বলিনি বলতে। তাই ভুল বুঝবেননা। রিয়াজ ভাই এবং সাকিব আমায় চেনেন বলেই হয়তো চাচ্ছেন যে আমি উইকিতে থাকি। তবে আমি আপনাকে বলছি, আমার আর কোনো অ্যাকাউন্ট নেই। বাধা অপসারণ করতে হবেনা, শুধু আমার কিছু অনুরোধ রাখবেন। ~ নাহিয়ান আলাপ ০৮:৫৬, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: ভাই, নাহিয়ান আমাকে তার হয়ে বলার জন্য অনুরোধ করে নি, আপনি হয়তো ভুল বুঝছেন। আমি চাইছি বাংলা উইকিপিডিয়া থেকে আরও একজন ভালো ব্যবহারকারী যাতে না কমে। তাছাড়া তার সাথে উক্ত একাউন্টের বিষয়ে ব্যক্তিগতভাবে যে আলোচনা হয়েছে সেটা তুলে ধরে সত্যটা বলেছি। তবে, আমি এটাও জানি, সে পূর্বেও একাধিক একাউন্টের ব্যবহারের বিষয়ে বাধাপ্রাপ্ত হয়েছিল। তবে, এখন যেটা হয়েছে সে মূলত অন্য একজন তার পরিচিত ব্যবহারকারীকে উইকিতে আনার চেষ্টা করেছে, ফলে সে হয়তো আবেদনের পাতায় [অপসারিত ~ নাহিয়ান আলাপ ১২:৫৮, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)] একাউন্টের হয়ে কথা বলেছে। তবে, এমনও হতে পারে ব্যক্তিটি যেহেতু তার পরিচিত তাই সে তার একাউন্টে লগিন করেও কিছু কাজ করতে পারে। কিন্তু আপনাকে এটার নিশ্চয়তা দিতে পারি, সে উক্ত একাউন্ট উইকিতে ধ্বংসপ্রবণ কাজে ব্যবহার করার জন্য বা অনৈতিক কাজ করার জন্য [অপসারিত ~ নাহিয়ান আলাপ ১২:৫৮, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)]'র হয়ে ব্যবহার করে নি। সব মিলিয়ে, আমি চাইছি বাংলা উইকিপিডিয়ায় সে ভালো অবদান রাখুক। আশা করি কাউকে ভুল বুঝবেন না। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:৩০, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: ভাইয়া, নাহিয়ান ভাইয়ের সাথে এই ব্যপারে আমার কোন কথাই হয়নি। নাহিয়ান ভাই একজন নিবেদিত প্রাণ উইকিপিডিয়ান। এবং গত কয়েকমাস ধরে বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে সক্রিয় অবদানকারীদের একজন। এরকম একজন অবদানকারী বাধাপ্রাপ্ত হওয়া খুবই দুঃখজনক। তাই তাকে আরেকবার সুযোগ দেওয়ার অনুরোধ করছি। (অথবা অসীম সময়ের জন্য বাধা না দিয়ে ১ সপ্তাহ কিংবা ১ মাসের জন্য বাধা প্রদান করার অনুরোধ করছি)। আরকখনও এরকম করলেতো বাধা প্রদানের সুযোগ থাকছেই। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১১:২২, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি যাঁর বাধা তাঁকে যুক্তিসহ উপস্থাপন করতে হবে। আপনারা দুজনে আবারও একই অনুরোধ করছেন অথচ আমার প্রশ্নের উত্তর দেননি। এছাড়া, এটাও ব্যাখ্যা করুন ব্যবহারকারী পরীক্ষণের বাধা কেন আবেগ দিয়ে বিবেচনা করতে হবে? এছাড়া, ব্যবহারকারী নিজেই বাধা অপসারণে আগ্রহী নয়। সুতরাং পরবর্তী সময় নষ্ট না করে আলোচনা বন্ধ করা হলো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫০, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: এখানে আমার ব্যক্তিগত বিষয় জড়িত থাকায় আমি আলোচনা বাড়াচ্ছিনা। উইকিপিডিয়ায় একজন স্বেচ্ছাসেবক হিসাবে বরাবরই ভালো অবদান রাখার চেষ্টা করেছি, এর অপব্যবহার করিনি কখনো। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার আমি করছিনা, এটাই বলে যাবো আমি; তা আমায় বাধাপ্রাপ্ত রাখা হোক বা না হোক। নাহিদ ভাই, আপনি আলোচনা বন্ধ করে দিন। আইপি থেকে আমি আমার উপপাতাগুলি অপসারণের আবেদন করেছি, অনুগ্রহ করে সেগুলি-সহ সকল উপপাতা অপসারণ করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ; ইদ মোবারক। :) ~ নাহিয়ান আলাপ ১২:৫৮, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: বন্ধ আলোচনা আবারো চালু করতে হলো। পূর্বে ব্যক্তিগত কারণবশত আমি আলোচনায় বলিনি কিছু এবং বাধা মেনে নিই, কেননা উন্মুক্ত উইকিতে আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছিলাম না। আপনি যেটিকে আমার সক ভাবছেন, সেটি আমার বান্ধবীর অ্যাকাউন্ট। আমিই তাকে উইকির কথা বলি এবং তার সম্পূর্ণ নাম পছন্দ না হওয়ায় অ্যাকাউন্টের নাম পরিবর্তনের আবেদন করি; আবেদনের জন্যে আমি আমার ফোন ব্যবহার করে অ্যাকাউন্টটিতে লগিন করি। তবে কখনো সেই অ্যাকাউন্ট দিয়ে আমি কোন সম্পাদনাকার্য চালাইনি। এছাড়াও আমরা দু'জন থাকি একই এলাকায় এবং আইপি প্রায়শই মিলে যেতে পারে; তাছাড়া আমি ময়মনসিংহ এবং ওয়াকিম ভাই কিশোরগঞ্জে থাকা সত্ত্বেও আমাদের আইপি হারহামেশাই মিলে যায়। আমি আমার বান্ধবীকেও উইকিতে যোগদানের উৎসাহ পাই মেরাজ ভাইয়ের ব্যবহারকারী পাতা দেখে। যদিও এটি অদরকারী কথা, তবুও কথাটি বলার কারণ হলো আমি কি উদ্দেশ্যে তাকে যোগদান করাতে চাচ্ছিলাম তা জানানো। কিন্তু আপনি বারবারই বলবো, আমি অকাধিক অ্যাকাউন্ট ব্যবহার করিনা। আমায় বাধাপ্রদান অবস্থায় রাখা হবে কিনা বিবেচনা করবেন, কেননা উইকিপিডিয়াকে অপব্যবহারের উদ্দেশ্য আমার নেই। ~ নাহিয়ান আলাপ ১৭:০২, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
হুমম। প্রথমত পরিষ্কার করি। আমি অ্যাকাউন্ট থেকে বাধা তুলে নেওয়ার জন্য প্রস্তুত তবে একটি শর্ত আছে যা নিচে ব্যাখ্যা করছি। প্রথমত, আপনি যাঁর নামেই অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, যদি সেটি আপনি নিজে ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা সক/মিট বা একাধিক অ্যাকাউন্টের অপব্যাবহার, ফুল স্টপ (আপনি যে অন্য অ্যাকাউন্ট থেকে নিজেই সম্পাদনাগুলো করেছেন সেটাতে কোন সন্দেহ নাই, ব্যবহারকারী পরীক্ষক সরঞ্জামে শুধু আইপি মিলে যাওয়ার কারণে কাউকে বাধা দেওয়া হয় না। অন্য ব্যবহারকারী পরীক্ষক চাইলে তাকে ব্যাখ্যা দিতে পারি, সে যাই হোক)। এই বিষয়টি উইকিপিডিয়া:সক পাপেট্রি (বাংলিশ বাদে আপনি ইংরেজি পাতায়ও দেখতে পারেন) পাতায় পরিষ্কারভাবে উল্লেখ আছে। দ্বিতীয়ত, যদি ধরে নেই যে দুটি অ্যাকাউন্ট একই আইপি শেয়ার করছে, সেক্ষেত্রেও সক পাপেট্রি পাতায় পরিষ্কারভাবে বলা আছে (Sharing an IP address দেখুন) এরকম ক্ষেত্রে অ্যাকাউন্টে দাবিত্যাগ যুক্ত করতে হবে (যা আপনি মেরাজের যে উদাহরণ দিয়েছেন সেখানে তাঁর ব্যবহারকারী পাতায় প্রথম লাইনেই লেখা আছে)। এটার কারণ, উইকিতে আমরা অ্যাকশন নেই আমাদের হাতে যে প্রমাণ আছে তার উপর, কোন ব্যবহারকারী সম্পর্কে ব্যক্তিগতভাবে আগে থেকে খোঁজ নিয়ে তারপর অ্যাকশন নেওয়া সম্ভব নয়। এছাড়া, ধরুন, আপনি প্রশাসক অধিকারের জন্য আবেদন করলেন এবং সমর্থন ও বিরোধীতা দুই স্থানেই মতামতদানকারীর সংখ্যা সমান কিন্তু সেখানে সমর্থনে একটি ভোট বেশি থাকার কারণে আপনি অধিকারটি পেলেন। আর ভোটটি ধরুন, দেওয়া হলো আপনার পরিচিতজনের অ্যাকাউন্ট থেকে। এখন সম্প্রদায় যদি আগে থেকে না জানে অ্যাকাউন্টটি আপনার পরিচিত জনের এবং সেখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে সেক্ষেত্রে এখানে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এসব কারণে এধরণের ক্ষেত্রে অ্যাকাউন্টে দাবিত্যাগ যুক্ত করতে হয় যে, উক্ত অ্যাকাউন্টটির সাথে অমুক অ্যাকাউন্ট আইপি বা কম্পিউটার শেয়ার করে। এগুলো সবই সক পাপেট্রি পাতায় লেখা আছে। তৃতীয়ত, এবার আসি আমার শর্তে। আপনার সাথে অনেকবার সক পাপেট্রি নিয়ে আলাপ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহারকারীর সাথে। তারপরও আপনি এখন এই সমস্যায় পড়লেন। অর্থাৎ আপনি মুখে বললেও নীতিমালা পাতাটি যে পুরো পড়ে দেখেননি কখনোই সেটি বুঝাই যাচ্ছে। সুতরাং বাধা অপসারণের শর্ত হলো- আপনি দয়া করে পুরো পাতাটি পর্যালোচনা করে আপনার ব্যবহারকারী উপপাতায় একটি সারাংশ তৈরি করবেন ওখানে যা যা আছে এবং আপনি যা যা বুঝতে পেরেছেন। তাহলে বুঝতে পারবো আপনি পুনরায় একই কাজ করবেন না বা সমস্যায় পড়বেন না। আপনার সারাংশ শেষ হলে এখানে জানান, আমি বাধা তুলে নেব দুই অ্যাকাউন্ট থেকেই। আপনি দু/একদিন সময় নিয়ে করুন, সমস্যা নেই। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৫৭, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
(সম্পাদনা দ্বন্দ্ব) আমি নাহিয়ানের কথা বিশ্বাস করি। যদিও এটি ব্যবহারকারী পরীক্ষণের বাধা, তারপরেও আমিও এই বাধা উঠাতে অনুরোধ জানাচ্ছি। উইকিতে তার শুরু থেকে তাঁকে আমি দেখেছি, বিভিন্ন উপদেশ দিয়ে এসেছি, সে ভালো সম্পাদনা করে এসেছে, তার এই অ্যাকাউন্ট দিয়ে কোন ধ্বংসাত্মক সম্পাদনা করতে দেখি নাই। যে কারণে এই বাধা অর্থাৎ অপর অ্যাকাউন্টটি থেকেও কোন ধ্বংসাত্মক সম্পাদনা হয়নি (এটি বলার উদ্দেশ্য অপর অ্যাকাউন্ট ধ্বংসাত্মক বা অপব্যবহার বা সকের উদ্দেশ্যে তৈরি হয়নি)। নাহিয়ান তার বান্ধবীকে সাহায্য করতেই, সে তার মোবাইল ব্যবহার করেছে, যার কারণে আইপি, UA মিলেছে। ইতিপূর্বে সে আমার কাছে সবসময় সত্য বলে এসেছে, এখানেও আমি তাঁকে বিশ্বাস করছি যে এটি তার সক নয়। তার উপর আমার আস্থা রয়েছে। তাঁকে সুযোগ দেওয়ার সুপারিশ করছি নাহিদ ভাইকে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৭, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমিও বাধা অপসারণ করবো বলেছি। তুমি খুব সম্ভবত (আমি ভুলে গেছি নাও হতে পারে) এরপূর্বেও এই ব্যাবহারকারীর ব্যাপারে সুপারিশ করেছিলে। কিন্তু তারপরও আমাদের এতো আলোচনা করতে হলো। সুতরাং নীতিমালা পাতা ব্যবহারকারী বুঝেছেন, সেটা না নিশ্চিত হওয়া পর্যন্ত (মানে তিনি পর্যালোচনা করে একটি সারাংশ নিজের মত করে তৈরি উপরে যেমনটি উল্লেখ করেছি) আমি বাধা তুলে নেওয়ার পক্ষে না। তোমার খুব বেশি বিশ্বাস থাকলে নিজের মত করে তুলে নিতে পারো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৪, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে আরো একটি বিষয় উল্লেখ করি, ব্যবহারকারী বাধা দেওয়ার পর থেকেই আইপি ঠিকানা থেকে সম্পাদনা করছেন। উপরে বলেছেন যে, তার উপপাতা সম্পাদনা করবেন কিন্তু চিত্র:ডাব্লিউডাব্লিউই ভিনটেজ.jpg-ইতিহাস দেখুন। বিষয়বস্তুয় সম্পাদনা করছেন। এটা যে বাধার লঙ্ঘন সেটা নীতিমালা পড়লে তিনি নিশ্চয়ই বুঝতে পারতেন। সুতরাং ভবিষ্যতে যে তাকে নিয়ে আরও সমস্যা হবে এখন নীতিমালা না পড়লে ও বুঝলে তাতে কোন সন্দেই নাই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩৬, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: যে সারাংশ লিখতে বলেছেন, তাই হোক। আর যদি আমি ভুল না জানি, বাধা থাকা অবস্থায় কেবল এই (আলাপ) পাতাটি ছাড়া অন্য ব্যবহারকারী নামস্থানে সম্পাদনা করতে পারবে না। উপপাতায় তার সারাংশ তৈরির কাজের জন্য আমি ব্যবহারকারী নামস্থান থেকে বাধা সরিয়ে দিলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪২, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: নাহিদ ভাই, আমি সম্পূর্ণ নীতিমালা পাতাটিই পড়েছি, বরাবরই আমি যে ভুলগুলি করে থাকি তার আলোকে কিছু নীতিমালা সংক্ষেপে এখানে যোগ করেছি। যদি কোন ভুল থাকে/আরো কোন নীতি আমায় অনুসরণ করতে হয়, তবে অনুগ্রহ করে তা সংশোধনে সাহায্য/উল্লেখ করবেন। ~ নাহিয়ান আলাপ ০৭:১৬, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: নাহিদ ভাই, বাধামুক্ত করে দিলে ভালো হতো। সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহলে প্রতিনিয়ত ধ্বংসপ্রবণতামূলক সম্পাদনা দেখেও কিছু করতে পারছিনা। আগামীতে আমার দ্বারাও কোন ভুল হবেনা, তাই অনুগ্রহ করে বাধামুক্ত করে দিলে ভালো হয়। ~ নাহিয়ান আলাপ ০৫:৪০, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধৈর্য ধর একটু। উনি অনলাইনে নাই সম্ভবত, আমি ওনাকে বলেছি। এই ফাঁকে খেলাঘরে সম্পাদনা কর। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৩, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জানানোর আবেদন

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আস সালামু আলাইকুম।উইকিপিডিয়াতে কিভাবে কোন ছবির ভেতর লেখা যায়? SH Mahfooz tell me ০৬:২৫, ২৯ জুলাই ২০২০ (ইউটিসি) [উত্তর দিন]

@SH Mahfooz: প্রশ্নটি বুঝতে একটু সমস্যা হচ্ছে। বোধগম্যভাবে প্রশ্নটি বললে উত্তর প্রদানে সহজ হতো। ~ নাহিয়ান আলাপ ০৬:৩৬, ২৯ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
অর্থাৎ, উইকিমিডিয়ায় আপলোডকৃত ছবির ভেতরে লেখা যায়। যেমন, ব্যবহারকারী:Moheen এর নিজের পাতার ছবির ভেতর লেখা। আর একটি বিষয়, সম্পূর্ণ ঝামেলামুক্ত ভাবে , সুষ্ঠু ভাবে কিভাবে আপলোড করা যায়?। আর ছবি কপিরাইটের ব্যাপারটি বুঝতে পারছিনা। SH Mahfooz tell me ০৯:০৮, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@SH Mahfooz: মহীন ভাইয়ের ব্যবহারকারী পাতাটির সদৃশ কোড আমি এখানে দিচ্ছি, কপি করে নাও তুমি। সরাসরি উনার মতোই পাতা ব্যবহার করা উচিৎ নয় বলে লেখা ও ছবি কিছুটা পরিবর্তন করে দিলাম; তুমিও তোমার ইচ্ছে-মতো পরে সেগুলি পরিবর্তন করে নিতে পারবে।
আর চিত্র আপলোড নিয়ে তোমার প্রশ্নগুলির উত্তর উইকিপিডিয়া:ছবি ব্যবহারের নীতি-এ পাবে। :) ~ নাহিয়ান আলাপ ০৯:৪২, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সমস্যাটা জানান

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@Nahian: জনাব, সেরিন মারে নিবন্ধের সমস্যা দয়া করে জানান। — Kupulak (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Kupulak: সমস্যা নেই কোন, ভুলবশত "অগৃহীত" হয়ে গিয়েছিল, ঠিক করেছি; ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ১৮:৪২, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian: অনেক ধন্যবাদ।  কুউ  পুলক  ১৮:৪৬, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বন্ধু আছে, আর কী লাগে?

বন্ধু দিবসের শুভেচ্ছা

“বন্ধুত্ব তখনই জন্ম নেয়, যখন একজন আরেকজনকে বলে, ‘কী! তুমিও? আমি ভেবেছিলাম আমি এখানে একাই আছি।’”

—সি. এস. লেউইস

উইকিপিডিয়ার পদযাত্রায় আমরা সহযোগী, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী; আমরা বন্ধু।

বিশ্ব বন্ধু দিবসের মহালগ্নে তোমাকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।

আদিভাই, ২ আগস্ট ২০২০, রবিবার
@Meghmollar2017: অসংখ্য ধন্যবাদ তোমায়। ~ নাহিয়ান আলাপ ০৪:১৬, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]