উইকিপিডিয়া:আলোচনাসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা RakibHossain (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৩৩, ১২ জুন ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎অপসারণ প্রস্তাবনা ব্যাতিত “তৌসিফ” নামের নিবন্ধন অপসারণ প্রসংঙ্গে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • আলোচনা শুরু করতে চাইলে প্রথমেই সংগ্রহশালায় খুঁজে দেখুন যে আগে এ বিষয়ে কোনো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কি না, করা হয়ে থাকলে নতুন আলোচনা করার সময় সেই আলোচনার সূত্র উল্লেখ করুন।
  • চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

  • অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার পরিভাষা, অনুবাদ, ও প্রতিবর্ণীকরণ সম্পর্কে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ ব্যবহার করুন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না
  • আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


আকীদা নিবন্ধের ব্যাপারে

সম্মানিত সুধী, সম্প্রতি আমি আকীদা নিবন্ধের আলাপ পাতায় একটি আলোচনা শুরু করেছি। সকলের মতামত আশা করছি, এখানে-Nahian (আলাপ) ১৩:৫৩, ১৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


লোগোর ফন্ট পরিবর্তন? আগেরটা থেকে ভালো?

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



লক্ষ্য করলাম বাংলা উইকির মোবাইলের লোগোর ফন্ট পাল্টানো হয়েছে যা সুন্দর লাগছে না আমার কাছে। তার উপর য়-এর নিচের নুকতা ঠিক নেই।

  1. আগের লোগো: https://web.archive.org/web/20190330143423/https://bn.m.wikipedia.org/wiki/প্রধান_পাতা
  2. বর্তমান লোগো: https://bn.m.wikipedia.org/

আপনাদের কাছে কেমন লাগে? আগের লোগোর ফন্টে ফেরত যাওয়া উচিত? আমি কি এ লক্ষ্যে phabricator.wikimedia.org এ জানাবো? --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৬, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য ধন্যবাদ আপনাদেরকে। এটির করার আগে নিচের সম্পর্কিত প্রস্তাবটি দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ১৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  •  সমর্থন আগের লোগোর ফন্টের কম্পোজিশন যথার্থ ছিল,বর্তমানের লোগোর ফন্ট অনেকটা খাপছাড়া এবং বিকৃত মনে হয় যা নান্দনিক তো বলা যায়না বরং আনাড়ি মনে হয়। --ব্যবহারকারী:Dr.SunBD (আলাপ) ৪:১০, ৪ জুন ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বাংলা উইকিপিডিয়ার লোগোর "য়" ও অন্যান্য ত্রুটি ঠিক করে তা ব্যবহারের প্রস্তাব

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আপনারা অনেকে (হয়ত) জেনে থাকবেন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েব দল গত ১ বছর হবে ডেক্সটপের উন্নতি নিয়ে কাজ করছে এবং আমরা শিঘ্রই তার ফলাফল দেখতে পাব। প্রাথমিক নমুনা: অফিস উইকি, বাংলা উইকি। যেহেতু সামনে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, আমাদের বাংলা উইকির লোগোর ত্রুটিগুলি ঠিক করে নেয়া উচিত।

য়-এর নিচের বিন্দু যথাস্থানে নেই
  • খেয়াল করে থাকবেন, বাংলা উইকির লোগোর ওয়ার্ডমার্কের "য়"-এর নিচের বিন্দু/ফোঁটা সঠিক স্থানে নেই। তা বেশ নিচে নামানো। আমি যদি ভুল না জানি, লোগোটি একজন বিদেশি বানিয়েছিলেন, ফলে এই সমস্যা সেই সময় তার উপলব্ধি না করাই স্বাভাবিক। এতদিন আমরা png ব্যবহার করতাম, কিন্তু সামনে এই রকম svg ব্যবহার করা হবে। ফলে এটি আরও চোখে লাগবে। বাংলা ভাষা নিয়ে কাজ করা ওয়েবসাইটের লোগোতে এই ত্রুটি মোটেও কাম্য নয়। কখনো না ঠিক করার চেয়ে দেরি হলেও ঠিক করে নেয়া উচিত।
  • এছাড়া লোগো ফন্টটি সুন্দর নয়। ঠিক এই ফন্টের মত দেখতে কিন্তু এটির চেয়ে বহু সুন্দর ফন্ট রয়েছে। এমনকি আমরা যখন ১০ বছর পূর্তি ও ৫০ হাজার নিবন্ধ পূর্তি উদযাপন করেছিল তখন আমরা আরও সুন্দর ফন্ট ব্যবহার করেছিম: চিত্র:Bnwiki10 anniversory logo.pngচিত্র:বাংলা-উইকি ৫০ হাজার নিবন্ধ লোগো ২.svg

এই দুটি বিষয় ঠিক করে, আমি নিচের প্রস্তাবিত লোগো (২য় চিত্র) গ্রহণ ও ব্যবহার করার প্রস্তাব করছি (মোবাইল ও ডেক্সটপ উভয়তে)।

বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে (চিত্র)
প্রস্তাবিত (চিত্র)
বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে (চিত্র)
প্রস্তাবিত (চিত্র)

লোগো দুটির লেখার দৈঘ্য ও উচ্চতা একদম এক, এমনকি ফন্টের অক্ষরের গঠনও ৯০% এক। এছাড়া সবকিছু হুবহু আগের মত। লোগোটি দুটি ভালো করে দেখে আপনাদের মতামত দিন (বিঃদ্রঃ চিত্র দুটির পাতায় গেলে লোগো দুটি ২০০ পিক্সেল, ৫০০ পিক্সেলসহ আরও বিভিন্ন আকারে দেখা যাবে)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন

@FaysaLBinDaruL, হ্যাঁ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৬, ১৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বিরোধিতা

 বিরোধিতা :: এটা ঠিকই আছে। নাইম (আলাপ) ২২:০০, ১৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য @ইফতেখার নাইম: ভাই, উইকিপিডিয়া হচ্ছে শুদ্ধতা চর্চার স্থান। কিন্তু যদি উইকির লোগোতেই ছোটখাটো ভুল থাকে তাহলে ব্যাপারটা খাপছাড়া হয়ে যায় না? ফন্ট নিয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে; কিন্তু যেখানে 'উইকিপিডিয়া' লেখাটাই লিখা হয়েছে ভুল ভাবে ('য়') সেখানেতো ভাই পছন্দ-অপছন্দ খুবই দূরের ব্যাপার। ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ২২:৫৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত

তথ্যসূত্র:


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

[Small wiki toolkits – Indic workshop series 2020] Register now!

Greetings, hope this message finds you all in the best of your health, and you are staying safe amid the ongoing crisis.

Firstly, to give you context, Small wiki toolkits (SWT) is an initiative to support small wiki communities, to learn and share technical and semi-technical skills to support, maintain, and grow. We are happy to inform you that the SWT group has planned a series of four online workshops for Indic Wikimedia community members during June & July 2020. These workshops have been specifically designed and curated for Indic communities, based on a survey conducted early this year. The four workshops planned in this regard are;

  • Understanding the technical challenges of Indic language wikis (by Birgit): Brainstorming about technical challenges faced by contributors to Indic language Wikimedia projects.
  • Writing user scripts & gadgets (by Jayprakash12345): Basics to intermediate-level training on writing user scripts (Javascript and jQuery fundamentals are prerequisites).
  • Using project management & bug reporting tool Phabricator (by Andre): Introduction to Phabricator, a tool used for project management and software bug reporting.
  • Writing Wikidata queries (by Mahir256): Introduction to the Wikidata Query Service, from writing simple queries to constructing complex visualizations of structured data.
You can read more about these workshops at: SWT Indic Workshop Series 2020/Workshops -- exact dates and timings will be informed later to selected participants.

Registration is open until 24 May 2020, and you can register yourself by visiting this page! These workshops will be quite helpful for Indic communities to expand their technical bandwidth, and further iterations will be conducted based on the response to the current series. Looking forward to your participation! If you have any questions, please contact us on the talk page here. MediaWiki message delivery (আলাপ) ১৭:৩৮, ১৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


ঘূর্ণিঝড় আম্পান

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



ঘূর্ণিঝড় আম্পান নামটি পুনর্নিদেশ করার পর আমি যে তথ্যছক যোগ করেছিলাম এবং টেমপ্লেট তৈরি করে যোগ করলাম সেই সম্পাদনাগুলো ইতিহাসে দেখতে পাচ্ছি না কেন? এই পদ্ধতিটি বেশ নিরুতসাহিত করবে সম্পাদককে, বিশেষ যখন লকডাউনে মধ্যরাত অব্ধি জেগে সে কাজ করা হয়ে থাকে। কিভাবে মুছে দেওয়া সেটা এখানে দেখুন ---সুমিতা রায় দত্ত (আলাপ) ১৫:৪৮, ১৯ মে ২০২০ (ইউটিসি)![উত্তর দিন]

@Sumita Roy Dutta: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪০, ১৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: অনেক অনেক ধন্যবাদ। --সুমিতা রায় দত্ত (আলাপ) ১১:৪৬, ২০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সকল নিবন্ধ প্রতিযোগিতার পুরস্কার সম্পর্কে

জনাব,

গত বছর চট্টগ্রাম - মিউনিখ অনুবাদ প্রতিযোগিতার পুরস্কারটি আমার কাছে সব পুরস্কারের সেরা বলে মনে হয়েছে!! প্রথমত, পুরস্কারটি ছিলো বইয়ের কুপন যা মেইলে ১সেকেন্ডেই চলে আসে। যার কারণে অন্যান্য পুরস্কারের মতো কয়েক মাস অপেক্ষা করতে হয়না।

দ্বিতীয়ত, কুপনটি বইয়ের হওয়ায় ছাত্র হিসেবে আমার খুবই কাজে লেগেছে। আমি প্রয়োজনীয় কিছু বই নিতে পেরেছি। আর উইকিপিডিয়ার মতো একটি প্লাটফর্ম থেকে হয়তো মানুষ বই-ই সেরা পুরস্কার হিসেবে আশা করে। 

আমি চাই যদি পুরস্কার দিয়ে কোন প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে এই ধরনের পুরস্কার দেয়া ঠিক ও সবচেয়ে সেরা হবে।

আপনাদের মতামত চাই। -- টেকনিসিয়াম 📨 ২২:১৪, ১৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কোন আপত্তি নেই। তবে এটি আয়োজকদের উপর নির্ভর করবে। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৬, ২০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: হ্যাঁ, সেটাতো অবশ্যই। তবে আপনি ও @NahidSultan: ভাইয়ের মতো যারা আয়োজকদের সাথে আলোচনা করেন তাঁরা আমার এই মতামত ও পুরস্কার সম্পর্কে তাদেরকে বললে তারা ভেবে দেখতে পারে। - টেকনিসিয়াম 📨 ০৮:৪৮, ৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Research participation opportunity

হ্যালো,

উইকিপিডিয়ার ব্যবহার উন্নত করার উদ্দেশ্যে আমরা কয়েকটি গবেষণার প্রস্তুতি নিচ্ছি। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কয়েকটি প্রশ্নের জবাব দিন। আপনাদের জবাবের ভিত্তিতে আমরা যথাযত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে, আলোচনার সময় নির্ধারণ করে নেব।

আপনার জ্ঞানত, এই উইকিপিডিয়ার অন্য কোনো ব্যবহারকারী যদি এই ধরনের গবেষণা সম্পর্কে উৎসাহী থাকেন, তাহলে অনুগ্রহ করে তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন।

ধন্যবাদ! EAsikingarmager (WMF) (আলাপ) ২১:০৯, ২১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একটি বহিরাগত সংস্থা দ্বারা এই জরিপটি সঞ্চালন করা হবে, এবং এই কারণে অতিরিক্ত কিছু শর্তাবলী প্রযোজ্য হতে পারে। জরিপের গোপনীয়তার বিবৃতি পড়ে আপনি গোপনীয়তা ও তথ্য-সঞ্চালন সম্পর্কে অধিক তথ্য জানতে পারবেন।

ধংসপ্রবনতা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


প্রশাসক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি 2A03:2880:12FF:70:0:0:FACE:B00C এই আইপিকে বাধা দিন ইনি একই নিবন্ধন বার বার তৈরি করছে যতবার অপসারণ এর ট্যাগ লাগাচ্ছি নতুন করে আবার তৈরি করছে। এছাড়া এনাকে আমি অনেক বার সতর্ক বার্তা দিয়েছি,ধন্যবাদ।পরস (আলাপ) ০৫:৫৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অজানা আইপিকে আপনার বার্তা দেওয়া লাগবে না। আপনি এমনিতেই অনেক ত্রুটিপূর্ণ নিবন্ধ যোগ করেছেন। আমার মনে হয় এখানে কেউ সিস্টেম নিয়ে খেলছে। ধরা পড়লে...--অর্ণব (আলাপ | অবদান) ০৬:০২, ২৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আন্তঃউইকি সংযোগ না দিলে সতর্ক বার্তা

কোন নিবন্ধ তৈরির পর আন্তঃউইকি সংযোগ দেওয়া খুবই জরুরি। কিন্তু কেউ কেউ (বিশেষ করে নতুন ব্যবহারকারীরা) আন্তঃউইকি সংযোগ দিতে ভুলে যান কিংবা নিয়ম জানেন না (আমিও এই ভুল করেছিলাম)। ফলে কেউ কেউ পূর্বে তৈরি হওয়া নিবন্ধ তৈরি করে ফেলে। এতে তার পরিশ্রম বৃথা যায়। তাই এই সমস্যা দূরীকরণে কোন ব্যবস্থা নিলে ভালো হতো।

তাই, উইকিতে এমন কোন বৈশিষ্ট্য (ফিচার) যুক্ত করা যায় কি, যেটার মাধ্যমে নতুন নিবন্ধ তৈরির পর আন্তঃউইকি সংযোগ না দেওয়া পর্যন্ত নিবন্ধে এবং ব্যবহারকারী আলাপ পাতায় অস্থায়ী বার্তা প্রদর্শিত হবে?

এই বার্তায় আন্তঃউইকি সংযোগ দেওয়ার টিউটোরিয়াল রাখলে আরো ভালো।

সকলের মতামত কামনা করছি। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৯:০০, ২৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  •  মন্তব্য নিবন্ধ প্রণেতার আলাপ পাতায় যদি বট দ্বারা এরকম কোনো বার্তা দেওয়ার প্রক্রিয়া চালু করা যায় তাহলে প্রণেতার আলাপ পাতায় এরকম একটি বার্তা দিয়ে রাখতে পারেন। উদাহরণস্বরূপ, সুধী, আপনার অনুবাদকৃত উদাহরণ নিবন্ধটিতে এখনো আন্তঃউইকি সংযোগ দেওয়া হয় নি। অনুগ্রহ করে নিবন্ধের শেষে [[ভাষা কোড:উক্ত ভাষায় নিবন্ধটির শিরোনাম]], যেমন: ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদকৃত নিবন্ধ হলে [[en:Example]] যোগ লেখাটি যোগ করে দিন। তাহলে বাকি সংযোগগুলো EmausBotবট স্বয়ংক্রিয়ভাবে করে দিবে। আরও জানুন, উইকিপিডিয়ায় কিভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন (লিংক)

উল্লেখ্য, উপরোক্ত বার্তাটি শুধুমাত্র অনুবাদকৃত নিবন্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:৫৭, ২৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মূলত আন্তঃউইকি সংযোগ প্রদানের উক্ত সহজ নিয়মটি নতুন ও অনভিজ্ঞ ব্যবহারকারীদের শেখানো এবং তা ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারলেই আমার মতে একই নিবন্ধ একাধিক ব্যবহারকারী কর্তৃক তৈরির প্রবণতা কিছুটা কমে আসবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০১:২৭, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ইফতেখার নাইম ভাই, এক্ষেত্রে আমার অনুমতি প্রয়োজন। সাম্প্রতিক পরিবর্তনে টহল দেয়ার সময়ে (এখানে দেখুন) এটি করা যেতে পারে। নকীব সরকার বলুন... ১০:০৭, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এই কাজ করা সম্ভব হলে, একটি বিষয় লক্ষ্য রাখা দরকার। বাংলা উইকিতে সকল নিবন্ধ অনুবাদ করে করা হয় না। অনেকে নিজ থেকেও করে, যেগুলি অন্য উইকিতে নেই। ফলে তাঁদের আন্তঃসংযোগ দেয়ার বার্তা দেয়ার দরকার নেই বা মানে হয় না। যদি করা সম্ভব হয় তবে, এই রকম করা দরকার: আন্তঃসংযোগহীন নিবন্ধের ক্ষেত্রে বট নিবন্ধের সারাংশ দেখবে, যদি সারাংশে এটি লেখা থাকে "পাতাটি অনুবাদ করে তৈরি", "অনুবাদ" তাহলে ধরে নেয়া যেতে ঐ নিবন্ধ অন্য উইকিতে আছে ও কেবল তখনি বট বার্তা দিতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫১, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় আফতাবুজ্জামান, ইফতেখার নাইমআল রিয়াজ উদ্দীন ভাই, আমার সাজানো অ্যালগরিদম নিম্নরূপঃ

  1. শুরু
  2. প্রতি ৪৮ ঘন্টা পর পর (কারণ নতুন টহল নীতিমালা অনুযায়ী ৪৮ ঘন্টার পূর্বে কোনোরূপ ট্যাগ লাগানো যাবে না) সাম্প্রতিক পরিবর্তন থেকে নতুন নিবন্ধগুলো ছেঁকে বের করে
    1. নিবন্ধ সারাংশে অনুবাদ/ভাষান্তর থাকলে
      1. যদি নিবন্ধ সারাংশে-ই আন্তঃউইকি সংযোগ খুঁজে পাওয়া যায় (যেমন অমুক হতে অনুবাদ)
        1. বট নিবন্ধের শেষে আন্তঃউইকি সংযোগটি যোগ করে দেবে
        2. নিবন্ধটির আলাপ পাতায় {{অনূদিত}} যোগ করবে
      2. অন্যথায়
        1. নিবন্ধের উপরে {{আন্তঃউইকিসংযোগ প্রয়োজন}} ট্যাগ যুক্ত করে দেবে
    2. নিবন্ধে কোনো </ref> (তথ্যসূত্র) না থাকলে
      1. {{উৎসহীন}} যুক্ত করবে
    3. নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}} না থাকলে
      1. {{আলাপ পাতা}} যোগ (এই আলোচনা অনুসারে)
  3. শেষ

কোনোরূপ সংশোধনের প্রয়োজন হলে অবশ্যই বলবেন। ধন্যবাদ - নকীব সরকার বলুন... ১১:৫৬, ২৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

১.নিবন্ধ সারাংশে অনুবাদ/ভাষান্তর/বঙ্গানুবাদ থাকলে।

@Nokib Sarkar:। জরিপ/নজরদারী করে দেখে নিয়েন। ম্যানুয়ালী ভাবে নিবন্ধ অনুবাদ করে তৈরীর সময়; সম্পাদনা সারাংশে ঐ ২ শব্দ ব্যতিত আর কোন শব্দ ব্যবহার করে কি না? পেলে 'অ্যালগরিদমে' যুক্ত করে নিয়েন।--মহামতি মাসুম (আলাপ) ১৪:৪৫, ৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বিকল্প মতামত

হ্যাঁ, বিষয়টি আমিও লক্ষ্য করেছি। এমনকি আমিও একই ধরনের কাজ (ভুল) করে থাকি। তবে এটির কারণ হলো আমি "ফ্রি বেসিকস" ব্যবহারকারী। আর ফ্রি বেসিকসে জাভাস্ক্রিপ্ট সমর্থন করেনা। যার কারণে আমি আন্ত:উইকি সংযোগ দিতে ব্যার্থ।

তাই এই বিষয়ে কোন বিকল্প পন্থা বের করা প্রয়োজন। যাতে ফ্রি বেসিকস ব্যাবহারকারীরাও আন্ত:উইকি সংযোগ দিতে পারেন।

আশা করি বিষয়টি নিয়ে কাজ করবেন - টেকনিসিয়াম 📨 ০৫:১৮, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় MD Abu Siyam, ফ্রী বেসিক্স থেকেও দেয়া সম্ভব। আপনি শুধুমাত্র নিবন্ধের যেকোনো এক জায়গায় [[ISO অনুযায়ী ভাষার কোড:উক্ত উইকিপিডিয়ায় নিবন্ধের শিরোনাম]] দিলেই হবে। যেমন বাতি নিবন্ধের সঙ্গে যদি ইংরেজি Lamp নিবন্ধের আন্তঃউইকিসংযোগ দিতে চান, তবে বাতি নিবন্ধে [[en:Lamp]] লিখুন। তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ১৬:৩৩, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: এই বিষয়টি আমার জানা ছিলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই - টেকনিসিয়াম 📨 ০৩:০৭, ২৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MD Abu Siyam: ফ্রি বেসিক্স থেকেও খুব সহজে উইকি ডাটার মাধ্যমে আন্তঃউইকি সংযোগ দেওয়া যায়। আপনি প্রথমে ইংরেজি নিবন্ধের ডেক্সটপ মোডে যাবেন। নিবন্ধের বামপাশে বিভিন্ন ভাষার নিচে ধূসর রঙের আন্তঃউইকিসংযোগ সম্পাদনায় ক্লিক করুন। এটি আপনাকে সরাসরি ওই নিবন্ধের উইকিডাটার পেইজে নিয়ে যাবে। নিচের দিকে সাইট লিংক (উইকিপিডিয়া) এইট পাশের সম্পাদনায় ক্লিক করুন। তারপর সাইট আইডি:তে bnwiki এবং সাইট লিংক: এ নিবন্ধের নাম লিখুন। সবশেষে সাইট সংযোগ নির্ধারণ করুন এ ক্লিক করুন। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১০:৩২, ৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একটি দেশের নাম প্রসঙ্গে

Tuvalu দেশের নাম বাংলা উইকিতে এখানে তুভালু আবার এখানেএখানে টুভালু। একটা দেশের নাম একরকম হওয়াই বাঞ্চনীয়।  কুউ  পুলক  ০৯:১৫, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

স্থানীয় তুভালু ভাষাতে T বর্ণ বাংলা দন্ত্য ব্যঞ্জনধ্বনি "ত"-এর মতো শোনায়, দন্তমূলীয় ধ্বনি "ট"-এর মতো নয়। তাই যদি স্থানীয় উচ্চারণের সাথে সর্বোচ্চ মিল রেখে বাংলা প্রতিবর্ণীকরণ করা হয়, তাহলে দেশটির নাম "তুভালু" হওয়া উচিত। আমি স্থানীয় উচ্চারণকেই গুরুত্ব দেবার পক্ষপাতী। তবে বাকীরা কি মনে করেন, সেটাও শোনা উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১০:২৪, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: @Zaheen: সার্বজনীন স্বকৃত কোন উচ্চরণ আছে নাকি? যদি থাকে তবে আমি সেটাই পরামর্শ দেব। যদি থাকে তবে মনেহয় সেটা ব্যবহার করাই উচিৎ। নাইম (আলাপ) ১০:৩৪, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলায় কেবলমাত্র ভৌগোলিক বিষয়ে সার্বজনীন স্বীকৃত কোনও রেফারেন্স গ্রন্থ সম্ভবত নেই। তবে বিভিন্ন গ্রন্থে কিছু বানান হয়তো বেশি প্রচলিত। কিন্তু এগুলি যারা লিখেছে, তারা নিজের মনমতোই লিখেছে, বিদেশী নামের প্রতিবর্ণীকরণের ব্যাপারে কোনও মূলনীতি অনুসরণ করে লিখেছে বলে মনে হয় না। ৭০-এর দশকে ঢাকার এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ও খ্যাতনামা অধ্যাপকদের (যাদেরকে আমরা ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মরণ করি) দ্বারা সম্পাদিত বাংলা বিশ্বকোষে "তুভালু" ব্যবহৃত হয়েছে। আমি যতদূর সম্ভব মূল উচ্চারণের কাছাকাছি প্রতিবর্ণীকরণের পক্ষপাতী। তবে অতি-আলোচিত দেশের প্রচলিত নামের ক্ষেত্রে হয়ত তা সবসময় সম্ভব নয়। এক্ষেত্রে তুভালু/টুভালু কোনটাও অতিপ্রচলিত নাম না, কেননা বাংলা সংবাদমাধ্যমে এই দেশের ব্যাপারে তথ্য খুবই বিরল। তাই এক্ষেত্রে উইকির সম্পাদকেরা যদি মনে করেন যে প্রতিবর্ণীকরণের ব্যাপারে উপরের মূল উচ্চারণের কাছাকাছি যাওয়ার মূলনীতি মানবেন, তাহলে তুভালু-ই হওয়া উচিত। তুভালু রাখলে কোনও মহাভারত অশুদ্ধ হবে না, আর বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে দ্বীপটা আর কয়েক দশকের মধ্যে সমুদ্রগর্ভে বিলীন হবার ঝুঁকিও আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৪৬, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: যেহেতু আর কেউ কোন মন্তব্য করেনি, তারমানে সকলেই আমাদের সাথে একমত। তাহলে Tuvalu-এর সমস্ত বাংলা নাম একরকম বানানের করে দেবার অনুরোধ জানাচ্ছি।  কুউ  পুলক  ১৬:০৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যবহারকারী:Kupulak আমি আরেকটু ঘেঁটে দেখি। একটু সময় নিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৩১, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ পাতায় টেমপ্লেট যোগ

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সম্প্রতি দেখলাম যেসব নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}} টেমপ্লেটটি নেই, সেসব আলাপ পাতায় কিছু ব্যবহারকারী টেমপ্লেটটি যোগ করছে। আচ্ছা আমার প্রশ্ন হল, এই টেমপ্লেটটি কি খুব বেশি প্রয়োজনীয়? যদি প্রয়োজনীয় হয় তবে হাতে যোগ করার বদলে কি কোনো বট দ্বারা প্রতিনিয়ত যোগ করা যায় না? - নকীব সরকার বলুন... ১৫:০৯, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিজের সৃষ্ট নিবন্ধের আলাপ পাতায় এই টেমপ্লেট যুক্ত করার কোন যুক্তি আমার জানা না থাকলেও অন্যদের দেখাদেখি এই কাজটা আমিও করি। পাছে অন্য ব্যবহারকারী আমার তৈরি নিবন্ধের আলাপ পাতা তৈরি করে ফেলে এই ভেবে। এর যদি কোন প্রয়োজনীয়তা নাই থাকে তবে আমরা সবাই কেন অযথা এই কাজ করি। আলোচনা সত্যিই দরকার। ধন্যবাদ মিঃ নকীব আলোচনা উত্থাপন করার জন্য।  কুউ  পুলক  ১৬:০৮, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫২, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিবন্ধ অপসারণ প্রসঙ্গে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আমি আত্মশুদ্ধি নামে একটি নিবন্ধ তৈরি করেছিলাম। কিন্তু নিবন্ধটি এখন আর খুঁজে পাচ্ছিনা। প্রশাসকগণ বিষয়টা একটু দেখবেন কি? 43.245.120.93 (আলাপ) ১৫:৪৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ ২২ মে তৈরি করা ছিল ও এতে মাত্র ৮টি শব্দ ছিল। অনুগ্রহ করে এক-দুই অনুচ্ছেদ লিখে তৈরি করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩১, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাব ভাই, নিবন্ধটি ফিরিয়ে আনলে আমি এখনই দুটি অনুচ্ছেদ বাড়িয়ে দিতাম। 43.245.120.93 (আলাপ) ১৬:৪০, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
অনুগ্রহ করে আইপি থেকে নিবন্ধ তৈরি না করে উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করে খেলাঘরে নিবন্ধটি তৈরি ও সম্প্রসারণ করুন। ~ নাহিয়ান আলাপ ১৬:৪৩, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে এইটুকু লেখা ছিল "আত্মশুদ্ধি হল আত্মার পরিশুদ্ধি অর্জনের বা পবিত্র হওয়ার প্রক্রিয়া"। আমি জানি না ফেরত এনে লাভ কি হবে। আপনি নতুন করে করুন। আর অনুগ্রহ করে নিবন্ধের ভিতর <!-- ---> দ্বারা ইংরেজি লেখা যোগ করবেন না। এক অনুচ্ছেদের লেখা এনে তা পূর্ণ অনুবাদ করে নিবন্ধ সংরক্ষণ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যবহারকারী:43.245.120.93/আত্মশুদ্ধি এখানে দ্রুত অপসারণ ট্যাগ লাগানো কি যৌক্তিক? 43.245.120.93 (আলাপ) ১৮:১২, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি ট্যাগটি ভালো করে পড়ে দেখুন। দয়া করে প্রথমে একাউন্ট তৈরি করুন এবং তারপর ব্যবহারকারী উপপাতা তৈরি করে তা ব্যবহার করুন।এফ আর শুভ(বার্তা দিন) ১৮:১৮, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিবন্ধ অপসারন করার জন্য ধন্যবাদ

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আমার তৈরি তোকেলাউয়ের সংবাদপত্রের তালিকা নিবন্ধটি অপসারিত হয়েছে। যিনি অপসারণ করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। তোকেলাউ একটি ছোট্ট দেশ সেদেশে মাত্র একটি সংবাদপত্রই রয়েছে। তাই লাইন বাড়ানো সম্ভব হয় নি। আমি যে ইংরেজি নিবন্ধের অনুবাদ করেছি সেটা দেখবেন আমার বাংলা নিবন্ধের চেয়ে আরো ছোট। আমি বলতে চাচ্ছি এই নিবন্ধটা একটা বিচ্ছিন্ন নিবন্ধ নয়। এটা উইকিপ্রকল্প:সংবাদপত্রের একটা আবশ্যকীয় নিবন্ধ। এটা এই রকম সকল সার্বভৌম ও নির্ভলশীল দেশের সংবাদপত্রের তালিকা সম্বলিত নিবন্ধগুলোর একটা। আপনারা যদি ওশেনিয়া অঞ্চলের সংবাদপত্রর টেমপ্লেট দেখেন দেখবেন সবগুলো দেশের সংবাদপত্রের তালিকা নীল কেবল তোকেলাউয়েরটা কেবল লাল।

অপসারণ করে ভালোই করেছেন। যিনি ট্যাগ লাগিয়েছিলেন তাকে বলছি আপনি ইংরেজি নিবন্ধটাতেও অপসারনের ট্যাগ লাগান। সকল উইকির নিবন্ধ অপসারণ বিচারধারা তো একই। ওটা অপসারিত হতে দেখে নিজের কষ্টটা কমবে।  কুউ  পুলক  ১৭:১৯, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমাদের নিবন্ধের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মান বাড়ানো অতীব জরুরি।

আপনার নিবন্ধের শিরোনামের সঙ্গে নিবন্ধের বিষয়বস্তুর কোন সামঞ্জস্যতা ছিলোনা। নিবন্ধের শিরোনামে তালিকা অথচ নিবন্ধে একটি মাত্র সংবাদ পত্রের নাম দেয়া হয়েছে। এটা কি একটি তালিকার নিবন্ধ হতে পারে?

আর ইংরেজি উইকিপিডিয়া আমাদের মানদণ্ড নয়। ইংরেজি উইকিপিডিয়ায় থাকলেই তা বাংলা উইকিপিডিয়ায় থাকতে পারবে ব্যাপারটা এত সরল নয়। ধন্যবাদ। ফেরদৌস১৭:৩৯, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: তোকেলাউয়ের সংবাদপত্রের তালিকা নিবন্ধটি আমি (আইপি থেকে) পুনরায় তৈরি করেছি। আপনি বললেন তে ভাকাই সে দেশের একমাত্র পত্রিকা, আপনার সুবিধার্থে জানিয়ে দিই যে তে ভাকাই একটি সাময়িকী পত্রিকা (ম্যাগাজিন) এবং এটিই সে দেশের একমাত্র পত্রিকা নয়। নিবন্ধে দেশটির আরো পত্রিকাগুলির নাম আমি রেফারেন্সসহ যুক্ত করেছি, দেখতে পারেন। নিশ্চই পত্রিকাগুলি আমি নিজে তৈরি করিনি এবং গুগল থেকেই খুঁজে পেয়েছি, যা আপনি করেননি। enwiki থেকে আমিও নিবন্ধ তৈরি করি, কিন্তু তাই বলে সেখান থেকে সবকিছু অনুলিপি করতে হবে, তা জরুরি নয় আপনাকে আগেও বলেছিলাম। তাই কথা বাড়িয়ে লাভ নেই, ধন্যবাদ জানাই আপনাকেও। ~ নাহিয়ান আলাপ ১৮:৩০, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে ধন্যবাদ  কুউ  পুলক  ০৬:০১, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: হ্যাঁ, ইংরেজি উইকি বাংলা উইকি থেকে বেশি সমৃদ্ধ। কিন্তু তাই বলে সেখানের প্রতিটি নিবন্ধই যে মান সম্মত হবে তা কিন্তু নয়। তাছাড়া, বাংলা উইকিপিডিয়ার কিছু নিয়মও রয়েছে। আমাদের লক্ষ্য হলো বাংলা উইকিপিডিয়াকে ভালো মান সম্মত নিবন্ধ দিয়ে সমৃদ্ধ করা। অন্য কোন উইকিপিডিয়াতে যে নিবন্ধ রয়েছে বাংলাতেও সেই নিবন্ধ থাকতে হবে তা কিন্তু নয়। আশা করি পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবেন ও অন্য উইকিপিডিয়ার সাথে তুলনা করবেন না, ধন্যবাদ। - টেকনিসিয়াম 📨 ০৫:১০, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MD Abu Siyam: যেখানে বাংলা উইকির সমস্ত নীতিমালা ইংরেজি উইকিকে আদর্শ ধরে তৈরি সেখানে কিভাবে ইংরেজি উইকি আমাদের মানদন্ড নয়, ঠিক বুঝলাম না। বুঝিয়ে বললে আমি অবশ্যই বুঝব। আর আপনি মানসম্মত নিবন্ধ তৈরির কথা বলেছেন, সেটা তো কোন একক প্রচেষ্টা নয়। ধরুন আমার যে নিবন্ধ অপসারিত হয়েছে সেটাতে যিনি অপসারণ ট্যাগ লাগিয়েছিলেন তিনি কিন্তু নিবন্ধটাকে মান সম্মত করার কোন চেষ্টা করেন নি। শুধু ট্যাগটা লাগিয়েছেন (পরে তা করেছেন স্বীকার করছি)। কয়েক ঘন্টাপর আবার যিনি অপসারণ করেছিলেন তিনিও নিবন্ধটাকে বাঁচাবার জন্য কোন চেষ্টা করেন নি। নি১ বিচারধারায় কিন্তু আছে সম্প্রসারণ ও সম্পাদনার সম্ভাবনা থাকলে এই বিচারধারা প্রযোজ্য নয়। তাও তিনি অপসারণ করেই দিলেন। (ইংরেজি উইকির তুলনা করতে মানা করেছেন কিন্তু করতেই হচ্ছে) সেখানে দেখবেন অনেকগুন বেশি ব্যবহারকারী রয়েছে তারা সম্মিলিত প্রচেষ্টায় একটা নিবন্ধকে মানসম্মত বানিয়ে ফেলে। এই জন্যই আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু অনুবাদ করে যাই। নতুনকরে গুগলসার্চ দেই না। আলোচনায় অংশ নেবার জন্য ধন্যবাদ।  কুউ  পুলক  ০৬:০১, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

পেশাদারি কুস্তি এডিটাথন ২০২০ শুরু করা প্রসঙ্গ

প্রিয় সুধী, আশা করছি ভালোই আছেন। বাংলা উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। যেকোনো বিষয়ে যথেষ্ট পরিমাণ বিশ্বকোষীয় তথ্য থাকা একটি মানসম্পন্ন বিশ্বকোষ হওয়ার প্রধান শর্ত। বাংলা উইকিপিডিয়াও সেদিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হল অন্যান্য বিষয়ে উইকিপিডিয়া মোটামুটি এগিয়ে থাকলেও "পেশাদারি কুস্তি" বিষয়ে বাংলা উইকিপিডিয়া একেবারেই পিছিয়ে রয়েছে। পেশাদারি কুস্তি বিষয়ে বিভিন্ন মানসম্পন্ন নিবন্ধ সৃষ্টি ও মানোন্নয়নের লক্ষ্যে আমি একটি এডিটাথনের প্রস্তাব রাখছি। যা উইকি বছর ষাণ্মাসিক অর্থাৎ জুন মাসে শুরু করার ইচ্ছা পোষণ করছি।এফ আর শুভ(বার্তা দিন) ১৬:৫১, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী,
আপনারা নিশ্চয়ই জানেন যে, একটি প্রকল্পের কাজ কারো একার পক্ষে কখনোই করা সম্ভব নয়। সম্প্রতি আমি উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সংবাদপত্র -এর শুরুটা করেছি। এখন আপনাদের সকলের সহায়তা চাচ্ছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে অন্ততপক্ষে ‘কয়েকটি নিবন্ধ তৈরি করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। যিনি বেশি পারবেন বেশি করবেন। বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: উইকিপ্রকল্প সংবাদপত্রে। ধন্যবাদ।  কুউ  পুলক  ১৮:২১, ২৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: আমার মতে প্রকল্প তৈরি না করে প্রবেশদ্বার:সাংবাদিকতায় অবদান রাখতে পারেন। যেহেতু উইকিপ্রকল্প একটি সমন্বিত কাজ এবং এখানে প্রায়শই ব্যবহারকারী না থাকায় একসময় উৎসাহ দমে যেতে পারে। প্রকল্পের কাজও সবর্দা অসমাপ্তই থাকে, তাই বর্তমানে নিবন্ধের আলাপ পাতায় টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন ব্যবহার করা হচ্ছে। ~মহীন (আলাপ) ১৭:২৪, ৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: প্রথমেই আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। একা একা কাজ করলে উৎসাহ দমে যায়। 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে' - নীতিতে দেখি কতটুকু যেতে পারি। পাশাপাশি প্রবেশদ্বার:সাংবাদিকতা ছাড়াও অন্যত্রও কাজ করার ইচ্ছে আছে। সময় সময় আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন। ধন্যবাদ।  কুউ  পুলক  ০৫:২০, ৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধে মোট শব্দের পরিমাণ জানা

কোন নিবন্ধের আকার ও নিবন্ধে থাকা শব্দের সংখ্যা নির্ণয়ের জন্য আলাদা কোন টুল রয়েছে কি? (তথ্যসূত্র, টেম্পলেট ও তথ্যছক ছাড়া) - টেকনিসিয়াম 📨 ১০:৫১, ৩০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@MD Abu Siyam: হ্যা, আছে। XTools এর অন্তর্গত 'Page History' ব্যবহার করে এসব তথ্য জানতে পারবেন। এখানে গিয়ে নিবন্ধটির নাম বসিয়ে Submit বাটনে ক্লিক করুন, পেয়ে যাবেন।--মহামতি মাসুম (আলাপ) ১৯:৩১, ৩০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বট প্রসঙ্গে

RozarioBot কি উইকিপিডিয়াতে বাধা ছাড়াই থাকতে পারবে? যদিও কয়েক ঘণ্টা আগে বট একাউন্ট খোলা হয়েছে। এর পরিচালক আমাকে এর কাজ সম্পর্কে কিছু বলতে পারছেন না। নাইম (আলাপ) ১৫:৪৬, ১ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম: কেউ যদি বট চালাতে যান, তবে চালাতে পারেন ও বট অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে অনুমোদন ছাড়া বটটি এর ও এর পরিচালকের ব্যবহারকারী পাতা, আলাপ পাতা বা উপপাতা ব্যতীত অন্য কোনো পাতায় সম্পাদনার জন্য প্রযোজ্য নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৪, ১ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথনের প্রস্তাব

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুধী, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে ৫ জুন দিনব্যাপী একটি অনলাইন এডিটাথন করলে কেমন হয়? যেখানে বিভিন্ন পাখি বিষয়ক নিবন্ধ তৈরি করা যেতে পারে। আপনাদের মতামত জানাবেন।--Dolon Prova (আলাপ) ১৭:০৬, ২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন

বিরোধিতা

মতামত

একদিন হলে সমর্থন। কারণ একের পর এক এডিটাথন লেগে থাকলে এডিটাথন তার গুরুত্ব হারিয়ে না ফেলে! বিষয়বস্তু হিসেবে পাখি চমৎকার। তবে পরিবেশ সম্পর্কিত নিবন্ধ গুলোকেও সংযুক্ত করা যেতে পারে। সময় খুব কাছেই। তাই সক্রিয়দের উচিত দ্রুত মতামত জানানো। ফেরদৌস০৫:২৩, ৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
একদিনের এডিটাথন হলে আমার  সমর্থন আছে। ফেরদৌস ভাই এর সাথে আমিও একমত। --NahidHossain (আলাপ) ০৭:৫৭, ৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ইংরেজি "Genre" শব্দের বঙ্গানুবাদ কী হওয়া উচিৎ?

এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে।

জানার প্রয়োজন

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


কোন ব্যাবহারকারী কোন নিবন্ধন তৈরির জন্য নিবন্ধন সূচনা করে কাজ চলছে টেমপ্লেট লাগানো ও উইকিউপাত্ত এর সংযোগ করার পরও অন্য ব্যাবহারকারী বুজে হওক বা না বুজে হওক দ্রুত অপসারন ট্যাগ লাগালে সেটি কে কোন দৃষ্টি কোন হতে বিবেচনা করা হবে?মোঃ আরিফ

জানার জন্য হলেও নিবন্ধ এর নাম উল্লেখ করে মন্তব্য করুন। ব্যাপার টা বুঝতে সুবিধা হবে। --NahidHossain (আলাপ) ০৮:২৬, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
দ্রুত অপসারণের জন্য বিচারধারার আলোকে আলোচনা করুন, তাতে বুঝতে সুবিধা হবে। কেউ যদি নীতিমালা ভঙ্গ করে কোন নিবন্ধ মুছে দেয় বা দ্রুত অপসারন ট্যাগ যুক্ত করে তবে সেই নির্দিস্ট নীতিমালার আলোকে আলোচনা করুন। তাতে বুঝতে সুবিধা হবে যে বুঝেই কাজটি করা হয়েছে নাকি না বুঝে? কাজ চলছে টেমপ্লেট লাগানো বা উইকিউপাত্ত এর সংযোগ দিলাম কিন্তু এক লাইনও লিখলাম না এমনটা হলে সেই নিবন্ধ টিকে থাকার কোন যৌক্তিকতা নেই। --মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:৫১, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রায়শই দেখা যায় উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তি'র নিবন্ধ বিভিন্ন আইপি/নতুন অ্যাকাউন্ট থেকে তৈরি করা হয়ে থাকে, যেগুলোতে {{কাজ চলছে}} ট্যাগও হয়তো যুক্ত থাকে। আমার মতে সেগুলো দ্রুত অপসারণের জন্য মনোনয়ন করা যেতে পারে, যেগুলোতে স্পষ্টতই বোঝা যায় নিবন্ধ প্রণেতার উদ্দেশ্য কী। (এটি আমার ব্যক্তিগত মতামত) ~ নাহিয়ান (আলাপ) ০৯:০৩, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
কাজ চলছে ট্যাগ লাগানো থাকলে আমি সেই নিবন্ধ অপসারণের বিপক্ষে। সময় দিয়ে দেখা যেতে পারে তিনি নিবন্ধের মানোন্নয়ে অন্তত কাজ করছেন। কাজ চলছে ট্যাগ লাগালে বোঝা যায় যে কেউ কাজ করছে। তবে অতীতে প্রচুর নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগানো দেখেছি যা পরবর্তীতে প্রণেতাগণ ট্যাগটাও অপসারণ করে না। সম্প্রতি কিছু নিবন্ধে প্রণেতাদের কৌশল লক্ষ্য করেছি। তাদের নিবন্ধ দ্রুত অপসারণযোগ্য থাকে। তাও তারা ট্যাগ লাগিয়ে রাখে। এটা বুঝতে হবে কাজ চলছে ট্যাগ কোন রক্ষা কবচ নয়, সাময়িক সুরক্ষা মাত্র। তাই নিবন্ধের উল্লেখ যোগ্যতার ব্যাপারে নিশ্চিত না হয়ে শুধুমাত্র কাজ চলছে ট্যাগ লাগিয়ে পন্ডশ্রম না করতে অন্যদেরকে আহবান জানাই। ::::: মায়া লিপি নিবন্ধটিকে দেখুন ২০১৮ সাল থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। দাখিল দরওয়াজা নিবন্ধে ১৭ এপ্রিল থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। দেব্রা মেসিং নিবন্ধে ফেব্রুয়ারি মাস থেকে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। এরকম ১৭৮ টি নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগানো আছে। কিন্তু পরবর্তীতে প্রণেতাগণ কাজ করেননি এবং ট্যাগ অপসারণ করেননি। তাই অহেতুক কাজ চলছে ট্যাগ না লাগানোর অনুরোধ রইলো। ফেরদৌস১০:০৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ফেরদৌস ভাই. দাখিল দরওয়াজা এর কথা মনে করিয়ে দেওয়ার জন্য। পরে আর সম্পাদনা করা হয়নি। কাজ চলছে ট্যাগ লাগিয়েছিলাম বিশেষ এডিটাথনের নির্দেশনা অনুযায়ী। পরে নিবন্ধতে নিয়মানুসারে পর্যাপ্ত পরিমানে কোন লিখা না থাকায় জমা দেইনি। আর ঘুরে গিয়ে দেখাও হয়নি। --NahidHossain (আলাপ) ১০:২০, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

NahidHossain ভাই ছোট হলদেকুড়ালি এই নিবন্ধনটি ছিল।

মাসুম-আল-হাসান ভাই টিকে থাকার জন্যই আমি সম্প্রসারন এর জন্য কাজ চলছে ট্যাগ লাগিয়েছিলাম। ফেলে রাখার উদেশ্য নয়। আমার আলাপ পাতায় বার্তা রাখা যেত। আবহাওয়া খারাপ এর জন্য বিদ্যুৎ না থাকার ফলে ফোনের চার্জ না থাকায়, আমি সেটি সম্প্রসারন করতে পারিনি তখন।সকালে এসে দেখি সেটি অপসারন করা হয়েছে।


~ নাহিয়ান ভাই আমি নতুন কিংবা আইপি ছিলাম না।

ফেরদৌস ভাই নিবন্ধনটি সম্পাসারন এর লক্ষ্যেই ট্যাগ লাগিয়েছিলাম এখন পর্যন্ত যত গুলা তে ট্যাগ লাগিয়েছি কাজ সমাপ্ত করেছি এবং যেগুলা বাকি আছে কাজ করছি। মোঃ আরিফ

কাজ চলছে ট্যাগ কোন নিবন্ধ ধরে রাখা বা কেউ যেন সেটি অপসারণ করতে পারে সে জন্য না। এই ট্যাগ মূলত সম্পাদনা দ্বন্দ্ব এড়ানোর জন্য। আর এটি দিনের পর দিন লাগিয়ে রাখারও কোন মানে হয় না। যেটি যে কাজের জন্য সেটি সেই কাজেই ব্যবহার করা উচিত।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:১২, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Md Arif bd: সাম্প্রতিককালে আপনার প্রণীত নিবন্ধগুলির মাঝে ছোট হলদেকুড়ালি নিবন্ধটি অপসারণ করা হয়েছে, বিস্ময়ের বিষয় এই যে নিবন্ধটি পুনরায় তৈরি যিনি করেছেন, সে ব্যক্তি হলাম আমি! তবে আপনার প্রণীত নিবন্ধটিতে আমি অপসারণ প্রস্তাবণা জানাইনি, সেটা কে জানিয়েছিল তাও আমার জানা নেই (আমার দ্রুত অপসারণ লগ পাতায়'ও তা আপনি দেখতে পারেন)। সাম্প্রতিক পরিবর্তন পাতায় এডিট-এ-থন শুরু হয়ে গেছে দেখে নামযুক্ত করে আমিও নতুন করে নিবন্ধটি তৈরি করি, তখন নিবন্ধটির বাংলা নামে লাল লিংক যুক্ত ছিল। তাই যিনি অপসারণ করেছিলেন, উনার সাথে আপনার কথা বলা উচিৎ বলে আমি মনে করি। ~ নাহিয়ান আলাপ ১৪:৩১, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
খালি নিবন্ধ হিসাবে আমি নিবন্ধটি অপসারণ করেছিলাম। এর ব্যাখ্যা উপরে দেয়া আছে।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৩৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
— তবে একই কাজ আমার সাথেও হয়েছিল, যখন বিশেষ এডিটাথন চলছিল। রাতে আমি অর্ধেন্দুশেখর মুস্তফি নিবন্ধটি তৈরি করে {{কাজ চলছে}} ট্যাগ যুক্ত করে রেখেছিলাম, সকালে উইকিতে এসে দেখি নিবন্ধটি মুছে ফেলা হয়েছিল! অতঃপর নিবন্ধটি আমায় আবার নতুন করে তৈরি করতে হয়েছিল। ~ নাহিয়ান আলাপ ১৪:৩৮, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ সকলকে। নিবন্ধনটি সম্প্রসারন এর জন্যই ট্যাগটি লাগিয়েছিলাম।অনেক দিন ফেলে রাখার জন্য না। মোঃ আরিফ


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথন

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আজ ৫ মে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথন চলছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান 'প্রকৃতির জন্য সময়'। প্রায় ৩০ টির মতো পাখির নিবন্ধ, কিছু সাপ, সরিসৃপ এবং প্রচলিত প্রায় ১০ টি গাছের নাম তালিকাভুক্ত করা হয়েছে। একদিনের এই এডিটাথনে সবাইকে 'প্রকৃতির জন্য একটু সময়' দেওয়ার আমন্ত্রন জানাই। --NahidHossain (আলাপ) ১১:২৬, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

গুজরাট না গুজরাত

Gujrat ভারতের একটি রাজ্য। বাংলা উইকিতে Gujrat শব্দের বাংলা কোথাও গুজরাট আবার কোথাও গুজরাত। সর্বসম্মতভাবে বাংলা উইকিপিডিয়ানদের একটা বেছে নেয়া উচিত। আসুন আলোচনা করি।

গুজরাট লেখা থাকা নিবন্ধ গুজরাত লেখা থাকা নিবন্ধ গুজরাট লেখে যেসব সংবাদপত্র গুজরাত লেখে যেসব সংবাদপত্র
গুজরাটি ভাষা গুজরাত ইন্ডিয়ান এক্সপ্রেস ইকোনমিক টাইমস
গুজরাটের জেলাসমূহের তালিকা গুজরাত সালতানাত এই সময় ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি
গুজরাট জেলা গুজরাত (পাকিস্তান) এনডিটিভি আনন্দবাজার
গুজরাট লায়ন্স গুজরাতি উইকিপিডিয়া ডেইলি স্টার বিবিসি বাংলা
গুজরাটি লিপি এশিয়ানেটনিউজ
গুজরাট এক্সপ্রেস জিনিউজ
যুগান্তর
এই বিষয়ে গুজরাত নিবন্ধের আলাপ পাতায় আলোচনা আছে। গুজরাত লেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর স্থানীয় উচ্চারণ অনুসারে এটা গুজরাত হবে কারণ হিন্দীতে गुजरात এবং গুজরাতিতে ગુજરાત লেখে। ফেরদৌস২৩:৫৮, ৬ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ভারতের অঞ্চলগুলির নামের উচ্চারণ নিয়ে প্রায়শই সংশয় সৃষ্টি হয়। যেমন:- কর্ণাটক আর কন্নড় একই অঞ্চল, পুদুচেরি আর পণ্ডিচেরি একই অঞ্চলের নাম। তেমনি বানানে/উচ্চারণে/অঞ্চলভেদের কারণে এগুলোর নামে বিভিন্নতা দেখা যায়। ~ নাহিয়ান আলাপ ০৩:৩২, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ প্রস্তাবনা ব্যাতিত “তৌসিফ” নামের নিবন্ধন অপসারণ প্রসংঙ্গে

তৌসিফ নামে (২০১৪-১২-০৩ ২১:৫৬) তারিখে তথ্যসুত্র সহকারে নিবন্দনটি সৃস্টি করেছিলাম যা ছিল জনপ্রিয় কন্ঠশিল্পী তৌসিফ এর উইকি নিবন্ধন। তৌসিফ একজন বাংলাদেশী সুরকার গীতিকার ও সঙ্গীতশিল্পী। অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন।

তৌসিফ :(উৎস খুঁজুন: "কণ্ঠশিল্পী তৌসিফ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র) WP:ENT, WP:ARTIST এবং WP:সৃজনশীল শর্তগুলো পুরণ করে সত্বেও কেন নিবন্ধনটি কোন অপসারণ প্রস্তাবনা ব্যাতিত এতদিন পরে অর্থ্যা প্রায় ছয় বছর তিন মাস অতিক্রান্ত হওয়ার পরে এটি অপসারণ করা হল। তা জানার আগ্রহ থেকে আলোচনায় অংশগ্রহন করেছি।

তাছাড়া নিজের শ্রমিত সৃস্ট নিবন্ধন অপসারণ প্রস্তাবনার মাধ্যমে অপসারণের যোগ্য বিবেচনা করিয়া, ব্যাতিত অপসারন করা হলে। নিবন্ধন সৃস্টি করা থেকে নিরুৎসাহী করা হয়।

ভুলবসত অপসারিত হয়ে থাকলে পুনরায় প্রতিস্থাপন করা যায় কি না। বা কিভাবে?--রাকিব (আলাপ) ০২:৪৬, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • ২০১৫ সালে ইব্রাহিম হোসেন মিরাজ নিবন্ধটিতে কিছু ট্যাগ লাগিয়েছিলেন। তার মধ্যে বিজ্ঞাপনী এবং ব্যক্তির উল্লেখযোগ্যতা ট্যাগ ছিলো। কিন্তু রাকিব হোসেইন কোন সারাংশ প্রদান ব্যতিরেকে ট্যাগ গুলো অপসারণ করেন। যা কোন অর্থেই সমর্থনযোগ্য নয়। দেখুুনঃ [১] তবে তখন মিরাজ নিবন্ধে দ্রুত অপসারণ কিংবা অপসারণ প্রস্তাবনা না দিয়ে শুধু ট্যাগ লাগিয়েছেন। আজ এতদিন পরে এসে কেন মনে হচ্ছে এই নিবন্ধ কেন উল্লেখযোগ্য নয় আশা করি তার একটা ব্যাখ্যা আমরা তার কাছ থেকে পাবো। ফেরদৌস১৯:০৫, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  • ধন্যবাদ সবাইকে। নিবন্ধের বর্তমান অবস্থায় তা দ্রুত অপসারণ যোগ্য। জীবিত ব্যক্তির নিবন্ধ একটিমাত্র সূত্রের উপর ভিত্তি করে কিভাবে এতোদিন ছিলো, সেটাই অবাক করা বিষয়। আর কিছু সূত্রও ছিলো যা নিচে তালিকা আকারে ছিলো, যা একটিও যাচাইযোগ্য নয়। এমতাবস্থায় প্রণেতার অনুরোধক্রমে আমি নিবন্ধটিকে খসড়া পাতায় স্থানান্তর করেছি। আশা করি আরোও সূত্র সহকারে মান সম্মত অবস্থায় তা মূল নামস্থানে স্থানান্তর করবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৪:২২, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনায় অংশ নেয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। নিবন্ধটিকে খসড়া পাতায় স্থানান্তর করার জন্য মেরাজ আপনার প্রতি কৃতজ্ঞতার সহিত আন্তরিক ধন্যবাদ রইল।--রাকিব (আলাপ) ০৫:৩২, ১২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিগ্যাপ নিবন্ধ প্রতিযোগিতা

উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯ বা উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯ এর মতো করে এ বছরও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন। যেখানে সাধারণত ইংরেজি উইকি থেকে বাছাই করে ভালো নিবন্ধ ও গুরুত্ব বিবেচনায় বড় ধরনের নিবন্ধ তালিকায় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হতো। যেহেতু বছরের মাঝামাঝি সময়ে চলে আসছে আর এ ধরনের প্রতিযোগিতা সাধারণত উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজন করে থাকে। তাই আশা করি এ বছরও এমন একটি আয়োজন বাস্তবায়ন হবে। চলমান পরিস্থিতিতে এ ধরনের আয়োজন করা যায় কিনা এ বিষয়ে আপনাদের সবার মতামত আশা করছি। --দেলোয়ার () • ০৬:২১, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমি এই ব্যাপারে কিছুটা  বিরোধিতা করছি। কারণ সাম্প্রতিক সময়ে টানা একাধিক এডিটাথন হয়েছে। ফলে এখন যদি আরো এডিটাথনের আয়োজন করা হয় তবে "এডিটাথন" তার আভিজাত্য ও গুরুত্ব হারাবে। তাই আমি এই ব্যাপারে বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৯:৩৫, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন পাতা তৈরির যথার্থতা নিরূপন

নটর ডেম কলেজ নিবন্ধটির উল্লেখযোগ্য শিক্ষার্থী অনুচ্ছেদে ৫৪ টিরও বেশি নাম রয়েছে। এবং প্রত্যেকেই যথেষ্ট উল্লেখযোগ্য। তাই আমার মনে হয় নটর ডেম কলেজের উল্লেখযোগ্য শিক্ষার্থী নামে নতুন একটি পাতা তৈরি করে সেখানে এ তালিকা স্থানান্তর করে এখানে অল্প কয়েকটি নাম রাখলে ভালো হতো। সকলের মতামত চাইছি।

- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪০, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের তালিকা আছে উইকিপিডিয়াতে। এরকম করে করা যায়। প্রাচীন প্রায় সব কলেজেই বিশেষ করে শতবর্ষী কলেজ সমূহে তালিকা করার মতো নোটেবল শিক্ষার্থী আছে। আপনি শুরু করে দিন। সমস্যা হলে নিবন্ধে আলোচনা করা যাবে তখন। --NahidHossain (আলাপ) ১৩:৫৬, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ তৈরি করো। তবে যাদের নাম যোগ করবে তারা যে ঐ কলেজে পড়েছে তা যেন যাচাইযোগ্য তথ্যসূত্রসহ যোগ করা হয় নিবন্ধে।ফেরদৌস১৯:০৮, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ । আমি শুরু করছি।

- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৭, ৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ফেরদৌস ভাইয়ের বলা যাচাইযোগ্য তথ্যসূত্র যোগের কথাটিতে গুরুত্বারোপ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের তালিকাতে বেশ কয়েকজনের নামের পাশে "নোবেল পুরষ্কারের জন্য মনোনীত" দেখাচ্ছে। একটি মাত্র যাচাই করে দেখলাম, ব্যক্তির নিজের সিভিকে তথ্যসূত্র হিসেবে দেয়া-তাও আবার সম্পূর্ণ ভুল তথ্য! কোন ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে তাকে এভাবে অসম্মান করার কোনো মানে হয় না! Nasrin (আলাপ) ২০:২৬, ১০ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা

প্রিয় সবাই, বাংলা উইকিপিডিয়ার আগ্রহী ব্যবহারকারীদের নিয়ে অনলাইনে একটি সাধারণ আড্ডা আয়োজন করতে চাচ্ছি। প্রাথমিকভাবে আগামী ১২ জুন, শুক্রবার, রাত ৮ ঘটিকা থেকে ১০টা পর্যন্ত আড্ডার সময় নির্ধারণ করেছি। সময় আলোচনাযোগ্য কিন্তু সবার হয়ত সময়ের সাথে মিলবে না। এক্ষেত্রে নিয়মিতভাবে এক মাস পরপর আয়োজন করা যেতে পারে। আড্ডাটি গুগল মিটে অনুষ্ঠিত হবে (আগ্রহীগণ মন্তব্য করুন আমি লিংক পাঠিয়ে দেব)। আমরা মূলত বাংলা উইকিপিডিয়া অবদানকারীদের সাথে সাধারণ কুশল বিনিময়সহ, উইকিপিডিয়ার বর্তমান আবস্থা, কিভাবে অবদান রাখা যায়, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন বা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী যে কাউকে স্বাগতম :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৩, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

করোনা এর সময়ে এটা একটা দারুন উদ্যগ। অফলাইন মিটাপ এর মতো করে অনলাইন মিটাপেও নিয়মিত নতুনতের আনাগোনায় মুখর থাকবে আশা করি। আমাকে লিংক পাঠিয়েন। --NahidHossain (আলাপ) ১৬:২১, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
উদ্যোগটিকে সাধুবাদ জানাই, আমিও আগ্রহী, আমাকেও ইমেইলে লিংক পাঠাবেন। ~ নাহিয়ান আলাপ ১৬:৪১, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian: আপনার অ্যাকাউন্টে কোন ইমেইল যুক্ত করা নেই। বিশেষ:পছন্দসমূহ-এ যেয়ে একটি ইমেইল যুক্ত করে নিন অন্যথায় যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৯, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: অ্যাকাউন্টে ইমেইল পূর্ব থেকেই যুক্ত করা ছিল, তবে কোনো ব্যবহারকারী আমায় যেন ইমেইল পাঠাতে না পারেন, সেজন্য সেটিংসটি বন্ধ ছিল। অনুগ্রহ করে আরেকবার দেখুন ইমেইল পাঠানো যাচ্ছে কিনা। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৭, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian: আপনি বাংলা উইকিপিডিয়া এবং অন্যান্য বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পগুলির জন্য মেইলিং লিস্ট এ যুক্ত থাকলে এ সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন সময়মতো। এটাই আপাতত সহজ সমাধান। --NahidHossain (আলাপ) ০৩:৪৪, ১০ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
দারুন উদ্যোগ। আমাকে লিংক পাঠিয়েন।--মহামতি মাসুম (আলাপ) ২৩:৩৯, ১১ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]