উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Skh sourav halder

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Skh sourav halder

Skh sourav halder (আলাপ+ · ট্যাগ করুন · অবদান · অপসারিত অবদান · লগ · ছাঁকন লগ · বাধা দিন · spi বাধা দিন · বাধাদান লগ · কেন্দ্রীয় প্রমাণী · ব্যবহারকারী পরীক্ষা করুন (লগ· তদন্ত করুন)

১৯ সেপ্টেম্বর ২০১৯[সম্পাদনা]

দুইটি উইকিপিডিয়া একাউন্টের ব্যবহারকারী পাতা দেখে আমার মনে হয়েছে এরা একা অন্যের সক পাপেট। S. M. Nazmus Shakib (আলাপ) ১০:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

৩ জানুয়ারি ২০২০[সম্পাদনা]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।


ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

উক্ত ব্যবহারকারী ফেসবুক গ্রুপে স্বীকার করেছেন (যা অন্য প্রশাসকরাও দেখেছেন)। ব্যবহারকারী বলেছেন যে তিনি জানতেন না ও নতুন হওয়ায় মূল অ্যাকাউন্ট বাধা দেয়া হল না ও ব্যবহারকারীকে সতর্ক করে দেয়া হয়েছে। আর অতিরিক্ত অ্যাকাউন্টগুলিকে ইতিমধ্যে বাধা দেয়া হয়েছে।। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৮, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  •  মন্তব্য সংক্ষেপে ভবিষ্যত টীকা: যখন এই আবেদন খোলা হয় তখন ব্যবহারকারীকে সুযোগ প্রদান করে এই আবেদনটি বন্ধ করা হয়। মূল অ্যাকাউন্ট ১৪ অক্টোবর বৈশ্বিকভাবে অবরোদ্ধ করা হয় সপ্তাখানেক আলোচনার পর। এর পূর্বে মাস ছয়েক ধরে বাংলা সম্প্রদায়ের প্রায় অধিকাংশ নিয়মিত ব্যবহারকারী ইমেইল, উইকিপিডিয়া, ফেসবুক বিভিন্ন স্থানে যেখানে যেখানে ব্যবহারকারী আগ্রহ দেখিয়েছে সব স্থানে তাকে উইকিপিডিয়া কীভাবে কাজ করে ও কীভাবে অবদান রাখতে হবে বিশেষ করে নির্দিষ্টভাবে কি কি করা যাবে না সে সম্পর্কে নিয়মিত তাকে বোঝানো হয়। এরমধ্যে বাংলা ব্যতীত তাকে অন্য বিভিন্ন প্রকল্পে বাধা দেওয়া হয়। তারপর ব্যবহারকারী ইংরেজি, মেটা ও কমন্সের প্রশাসকদের গণহারে মেইল করা শুরু করে। কয়েকজন বাংলা সম্প্রদায়ের ব্যবহারকারীকে মোবাইলেও নাম্বার সংগ্রহ করে ফোন করে। তারপর ব্যবহারকারীকে এগুলো করতে নিষেধ করা হয়। শেষ পর্যন্ত মেটাতে অন্য প্রকল্পের ব্যবহারকারীগণ তাকে বৈশ্বিক অবরুদ্ধের অনুরোধ করে। পরবর্তীতে ব্যবহারকারী আরো কয়েকটি অ্যাকাউন্ট তৈরি করে একই কাজ অব্যহত রাখে। সর্বশেষ WikiSouravhalder অ্যাকাউন্টে ব্যবহারকারীকে আবার সুযোগ দেওয়া হয়। সাথে সাথে তাকে বোঝানোর ব্যাপারটাও চলতে থাকে। তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় এটাতেও বৈশ্বিক বাধা দেওয়া হয়। ব্যবহারকারীর বাধার পর সে মেইল করে, মেইলে উত্তরে তাকে পুনরায় বিস্তারিত তার বাধাদানের কারণ ও কি কি করা যাবে না এবং ছয় মাস বা এক বছর পূর্বে আর নতুন অ্যাকাউন্ট তৈরি না করতে অনুরোধ করা হয়। ব্যবহারকারী এতো এতো ব্যবহারকারীর বিভিন্ন পরামর্শ, অনুরোধ সবকিছু উপেক্ষা করে পুনরায় এই মন্তব্য লেখা পর্যন্ত ‘কাব্য রায় চৌধুরী’ নামের নতুন অ্যাকাউন্ট তৈরি করে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪১, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ফেব্রুয়ারি ২০২০[সম্পাদনা]

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

মার্চ ২০২০[সম্পাদনা]

এপ্রিল ২০২০[সম্পাদনা]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

 করা হয়নি কোন ধরণের কারণ ও যুক্তি ছাড়া ব্যবহারকারীকে পরীক্ষা করা যায় না। এছাড়া, এই ব্যবহারকারীর অবদান অনুসারে তাকে পরীক্ষা করার কোন কারণ নেই।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩০, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এগুলো ইতোমধ্যে বৈশ্বিকবাধাপ্রাপ্ত। ধন্যবাদ, এখানে নথিবদ্ধ করার জন্য।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩০, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

মে ২০২০[সম্পাদনা]

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

  • ব্যবহারকারী গত কয়েকদিন আগেও আমাকে মোবাইলে ফোন করেছিল এবং মেইল করেছিলো। সেখানে আমি এতা কিছুর পরও তাকে আবারও বলেছিলাম যে, সে এ ধরণের কাজ থেকে এক বছর বিরত থাকলে তাহলে তাকে আবারো! সুযোগ দেওয়া যেতে পারে। আগেও অবশ্য অনেকবারই বলেছি একই কথা। কিন্তু আবারও নতুন অ্যাকাউন্ট, নতুন মেইল দিয়ে জ্বালাতন এবং সেই অভ্যাসগত আচরণ। অ্যাকাউন্ট নিশ্চিত এবং বাধা দেওয়া হল। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫২, ৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  • ব্যবহারকারী:পরস নিয়ে কিছু মন্তব্য: এবার এই ব্যবহারকারী পরশ নামে অ্যাকাউন্ট খুলে ও শুধু তাই নয় ফেসবুকে বিভিন্ন প্রশাসকে বার্তা দেয়। যেন কেউ না মিলাতে পারে ইতি হাওলাদার, সে জন্য তিনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে যোগাযোগ করে। তবে মেটাতে তার স্বীকারোক্তির পর তিনি এখন বৈশ্বিকভাবে বাধাপ্রাপ্ত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৫, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নভেম্বর ২০২০[সম্পাদনা]

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

  • ব্যবহারকারী তার অপব্যবহার চালু রেখেছেন। সেই প্রথম যে কারণসমূহের জন্য তাকে বাধা দেওয়া হয়েছিলো তা তিনি এখনো করে যাচ্ছেন। মে মাসের পরও তিনি বেশ কয়েকবার উইকিমিডিয়া বাংলাদেশের নাম্বারে কল করেন, এরসাথে নিয়মিত বিরতিতে মেইলতো রয়েছেই। মাহির মেটাতে ব্যবহারকারীকে বাধাপ্রদানের জন্য আবেদন করেছিলেন। এখানে, এখানে তার মন্তব্য নিশ্চিতভাবেই প্রতিশোধপ্রবণ হিসেবেই বলা চলে। সক অ্যাকাউন্ট খুলেই নিয়ম করে অধিকারের আবেদন। Mcepy অ্যাকাউন্টটিও পরীক্ষণে প্রমাণিত এবং বৈশ্বিকভাবে বাধা দেওয়া হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১১, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

১৫ মার্চ ২০২৩[সম্পাদনা]

ব্যবহারকারী পূর্ববর্তী অ্যাকাউন্টগুলোর ন্যায় অ্যাকাউন্ট খুলেই বিভিন্ন উইকিতে বিভিন্ন অধিকারের আবেদন করেছেন। (যেমন simplewiki [১], 10.12. meta [২][৩] [৪] [৫], 13.12. bnwiki [৬], 20.12. meta [৭], 26.12. simplewiki [৮], 26.12. meta [৯], 29.12. mediawiki [১০]) এছাড়া বাংলা উইকিতে [১১] অন্য অ্যাকাউন্টগুলির ন্যায় যান্ত্রিক অনুবাদ সহ নিবন্ধও তৈরি করেছে, মেটায়ও যান্ত্রিক অনুবাদ করার অভিযোগ উঠেছিলো। এই কাজগুলো একজন নতুন ব্যবহারকারীর পক্ষে কোনভাবেই করা সম্ভব নয়। আমার অনুমান সম্ভবত অ্যাকাউন্টটি Sourav Halder পরিচালনা করছে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩৪, ১৫ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

২৮ মার্চ ২০২৩[সম্পাদনা]

ব্যবহারকারী পূর্ববতী অ্যাকাউন্টগুলোর ন্যায় যান্ত্রিক অনুবাদের সাহায্য নিবন্ধ তৈরী করছেন। 2409:4060:2E8D:D2B9:0:0:ADC8:1202 (আলাপ) ১২:১২, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

কারো নিবন্ধে যান্ত্রিক অনুবাদ থাকলেই সে সৌরভ হালদার হবে কেন? অনুগ্রহ করে বিস্তারিত তথ্যপ্রমাণ দিন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:০৭, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

২৮ আগস্ট ২০২৩[সম্পাদনা]

পূর্বের একাউন্টগুলোর ন্যায় আচরণগত মিল বিদ্যমান। যেমন: শুরুতেই আইপি বাধার আবেদন করা (টেলিগ্রাম গ্রুপে), নিরীক্ষক অধিকারের আবেদন, যান্ত্রিক অনুবাদ, বানানজনিত সমস্যা। এছাড়া, আরও কিছু তথ্য প্রাইভেট উইকির সংশ্লিষ্ট পাতায় সংরক্ষণ করা হয়েছে। তদন্ত ও নথি রাখার স্বার্থে সক একাউন্টটি এখানে যোগ করা হলো। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২১, ২৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]