আলাপ:টেস্ট ক্রিকেট অভিষেকে শতরান করার তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প তালিকা
এই নিবন্ধটি উইকিপ্রকল্প তালিকার অংশ, যা উইকিপিডিয়ায় তালিকা সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

একটু বুঝিয়ে দিবেন কি[সম্পাদনা]

@Suvray: একজন ব্যাটসম্যানের তো অভিষেক একবারই হয়। তাহলে ১০৮ শতরানের মধ্যে ২জন দুই ইনিংসেই শতরান করে থাকেলে শতরানকারী ব্যক্তি কেন ১০২। কেন সেটা ১০৬ হল না। বুঝতে পারছি না।  কুউ  পুলক  ২২:০৪, ১১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনার আগ্রহের জন্যে! সংশোধন করে দেয়া হয়েছে। আপনি কিন্তু নিজেই সংশোধন করতে পারতেন তা-ই না! চশমাগত দৃষ্টিবিভ্রম, ব্যবহারকারীর সংখ্যা কম, আগ্রহীর অভাবে অনেকগুলো নিবন্ধের হালনাগাদকরণ প্রয়োজন। আপনাকে উইকিপ্রকল্প ক্রিকেটের সদস্য হবার জন্যে আমন্ত্রণ জানানো হলো। সাড়া দেবেন নিশ্চয়ই! - Suvray (আলাপ) ০৭:৩২, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Suvray: আপনাকে অনেক ধন্যবাদ। আমি পারতাম কিন্তু আমার আত্মবিশ্বাস কম ছিল।  কুউ  পুলক  ২০:২৭, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]