উইকিপিডিয়া:চিত্রলেখা ঢাকা ২০২৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্রলেখা ঢাকা ২০২৩

কিংবদন্তির শহর শতবর্ষী ঢাকা। কালের পরিক্রমায় ঢাকা শহর হয় একটি বৈচিত্র্যময় নগরীর, একটি সংস্কৃতির প্রাণকেন্দ্র। বৈচিত্র্যময় এই নগরীকে নিয়ে বাংলা উইকিপিডিয়ায় প্রজেক্ট কড়িকাঠের চিত্রলেখা ঢাকা ২০২৩। ঢাকা শহরের অবকাঠামো, বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারাকে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা।

চিত্রলেখা ঢাকা ২০২৩ আয়োজনটি দুইটি অংশে অনুষ্ঠিত হবে: নিবন্ধ প্রতিযোগিতা ও উইকিপিডিয়া পাতায় চিত্র যোগ। ১০ এপ্রিল ২০২৩ মধ্যরাত ০০:০১ থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল ২০২৩ মধ্যরাত ২৩:৫৯ (বাংলাদেশ সময়) এই পর্যন্ত ঢাকা শহর এবং এর অবকাঠামো ও সংস্কৃতি সম্পর্কে যেকোনো নতুন নিবন্ধ লেখা যাবে এবং উইকিমিডিয়া কমন্স থেকে ঢাকা সম্পর্কিত যেকোনো চিত্র যুক্ত করা যাবে। বিস্তারিত নিয়মাবলি নিচে দ্রষ্টব্য।

প্রতিযোগিতায় সাহায্যের জন্য নবীনেরা আলাপ পাতায় উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একটি বার্তা পাবেন, যাতে নিবন্ধ তৈরির প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। (নিবন্ধ তৈরিতে সুবিধার জন্য বার্তাটি ভালো করে পড়ুন ও লিংকগুলোতে গিয়ে বিস্তারিত জানুন।) এছাড়া নতুন অবদানকারীগণ, আপনারা নিবন্ধ তৈরির জন্য এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এছাড়াও যে কোনো প্রকার সাহায্যের জন্য চিত্রলেখা ঢাকা ২০২৩-এর উইকিপিডিয়া আলাপ পাতামেটাপাতায় বার্তা দিতে পারেন অথবা মেইল করতে পারেন contact@korikath.org এই ঠিকানায়।

  • নিবন্ধ প্রতিযোগিতা
  1. প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনাকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট ব্যতীত আইপি ঠিকানা থেকে করা কোনো সম্পাদনা গ্রহণযোগ্য হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রবেশ করুন অথবা অ্যাকাউন্ট তৈরি করুন
  2. প্রতিযোগিতার জন্য এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি, এমন যেকোনো নিবন্ধ তৈরি করতে পারেন।
    (প্রথমে অ্যাকাউন্টে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘‘বাংলা নাম’’ অংশ থেকে লাল লিংক যুক্ত যে-কোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন।)
  3. তালিকাটি কেবলমাত্র উদাহরণ হিসেবে দেওয়া। এর বাইরেও যেকোনো নিবন্ধ তৈরি করে জমা দেওয়া যাবে। তবে নিবন্ধটিকে অবশ্যই ঢাকা সম্পর্কিত হতে হবে।
  4. নিবন্ধ শুরুর পর {{কাজ চলছে}} টেমপ্লেটটি যোগ করতে পারেন এবং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা রাখতে পারেন।
  5. ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ এবং অনুবাদ ব্যতীত অন্যান্য নিবন্ধের ক্ষেত্রে আকার ন্যূনতম ১০০ শব্দ হতে হবে।
  6. নিবন্ধ তৈরির পর ফাউন্টেন টুলের মাধ্যমে এখানে জমা দেবেন।
  7. তালিকা থেকে একসাথে তিনটির বেশি নিবন্ধ হাতে রাখা যাবে না। একসাথে তিনটি নিবন্ধ হাতে থাকলে একটি জমা দিয়ে এরপর চতুর্থ নিবন্ধটি হাতে নেওয়া যাবে।
  8. নিবন্ধ অবশ্যই বোধগম্য হতে হবে। যান্ত্রিক অনুবাদ অথবা অবোধগম্য লেখা থাকলে নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। কোনো তালিকা নিবন্ধ গ্রহণযোগ্য হবে না।
  9. প্রতিযোগিতা চলাকালীন একজন প্রতিযোগী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
  10. অনুবাদ নিবন্ধের ক্ষেত্রে প্রতিটি নিবন্ধের জন্য ১ পয়েন্ট এবং এর সাথে প্রতি ১০০ শব্দে ১ পয়েন্ট হিসেবে যুক্ত হবে। অনুবাদ ব্যতীত অন্য নিবন্ধের ক্ষেত্রে প্রতি নিবন্ধের জন্য ৩ পয়েন্ট এবং এর সাথে প্রতি ১০০ শব্দের জন্য ১ পয়েন্ট যুক্ত হবে। অর্থাৎ কেউ ৩০০ শব্দের অনুবাদ নিবন্ধ লিখলে তার পয়েন্ট হবে (১ + ৩) = ৪।
  11. নিবন্ধ তালিকায় থাকা নিবন্ধ অনুবাদের পর ২০০ শব্দ পূর্ণ না হলে সেগুলো সম্প্রসারণ করে পূর্ণ করুন। ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধ রয়েছে, কিন্তু নিবন্ধ তৈরির পর অনুবাদের বাইরেও যথেষ্ট পরিমাণে নতুন তথ্য যুক্ত করে প্রকাশ করলে, সেটি অনুবাদ-ব্যতীত অন্যান্য নিবন্ধের মধ্যে গণ্য হবে; অর্থাৎ এরকম প্রতিটি নিবন্ধের জন্য ৩ পয়েন্ট যুক্ত হবে।
  • উইকিপিডিয়া পাতায় চিত্র যোগ
  1. প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনাকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট ব্যতীত আইপি ঠিকানা থেকে করা কোনো সম্পাদনা গ্রহণযোগ্য হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রবেশ করুন অথবা অ্যাকাউন্ট তৈরি করুন
  2. উইকিপিডিয়ার চিত্র যোগের নীতি অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ পাতায় চিত্র যোগ করা যাবে। এক্ষেত্রে নিবন্ধটি এবং চিত্রটির অন্তত যেকোনো একটিকে ঢাকা-সম্পর্কিত হতে হবে।
  3. কমন্সে একটি উপযুক্ত চিত্র খুঁজে বের করুন। যথাযথ শিরোনাম বা বিষয়শ্রেণী ব্যবহার করে চিত্র অনুসন্ধান করুন। এটি করার বেশ কয়েকটি উপায় আছে। এই নির্দেশিকাটি পড়ুন।
  4. চিত্র যোগের ক্ষেত্রে প্রজেক্ট কড়িকাঠের বাংলাদেশ অংশে আপনি ঢাকার অনেক ছবি পাবেন। সেগুলো যোগের কথা বিবেচনা করতে পারেন।
  5. চিত্র যোগের জন্য এই কোডের মতো করে লিখতে হবে: [[চিত্র:<চিত্রের শিরোনাম>.<এক্সটেনশন>|থাম্ব|<ক্যাপশন>]]
    আগারগাঁও মেট্রো স্টেশনে প্রবেশরত একটি ট্রেন

    উদাহরণ হিসেবে এই চিত্রটি ব্যবহারের জন্য নিচের কোডটি লেখা হয়েছে: [[চিত্র:Train entering at Agargaon metro station Platform.jpg|থাম্ব|আগারগাঁও মেট্রো স্টেশনে প্রবেশরত একটি ট্রেন]]
    • চিত্র:<চিত্রের শিরোনাম>.<এক্সটেনশন> অংশে ফাইলের (চিত্র) নাম অবশ্যই হুবহু হতে হবে (বড়-ছোট হাতের অক্ষর, যতিচিহ্ন এবং স্পেসিং সহ) এবং .jpg, .png বা অন্য কোনো এক্সটেনশন থাকতে হবে। (দ্রষ্টব্য: চিত্র:, Image: এবং File: একই কাজ করে) উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া কমন্স উভয় স্থানে যদি ভিন্ন নামের একটি চিত্র থাকে, তবে নিবন্ধে উইকিপিডিয়ার নামের সংস্করণটি প্রদর্শিত হবে।
    • অধিকাংশ ক্ষেত্রেই থাম্ব কোডটি অন্তর্ভুক্ত করতে হয়।
    • সবশেষে আসে <ক্যাপশন>, যা চিত্রকে অর্থবহ দান করে।
  6. ছবি নিবন্ধের সূচনা অনুচ্ছেদের উপরে যোগ করুন। মানে একদম শুরুতে, প্রথম লাইনেরও আগে যোগ করুন। (উদাহরণ)
    • যদি নিবন্ধে তথ্যছক থাকে, তাহলে একদম শুরুতে কিন্তু তথ্যছকের নিচে ছবি যোগ করুন। (উদাহরণ)
  7. ছবির ক্যাপশন অবশ্যই বাংলায় দিতে হবে।
  8. চিত্র যোগ করে প্রকাশের সময় সম্পাদনা সারাংশ থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে সম্পাদনা সারাংশে চিত্র যোগ #Chitrolekha23 অথবা চিত্র যোগ #CD23 লিখুন (হ্যাশট্যাগটি অবশ্যই অন্তর্ভুক্ত করুন)। পরিশেষে "পরিবর্তন প্রকাশ করুন" বোতাম এ ক্লিক করুন। সম্পাদনা সারাংশ ব্যবহার না করলে আপনার সম্পাদনাটি আমাদের গণনার বাইরে থেকে যাবে।
  9. একটি নিবন্ধে সর্বোচ্চ দুইটি চিত্র যোগ করা যাবে। নিবন্ধে পূর্বে থেকে ভালো মানের চিত্র থাকলে সেখানে চিত্র যুক্ত করা যাবে না।
  10. গ্যালারি বা চিত্রশালায় ছবি যোগ করা হলে, তা প্রতিযোগিতার জন্য গণ্য হবে না।
  11. নিবন্ধ প্রতিযোগিতায় নিবন্ধ তৈরি করে চিত্র যোগ করা হলে, সেটিও আলাদাভাবে চিত্র যোগ প্রতিযোগিতায় গণ্য হবে।
  12. নিবন্ধে ব্যবহারের জন্য যথাযথ চিত্র পাওয়া না গেলে নিজের তোলা ছবি কমন্সে আপলোড করতে পারবেন। এজন্য এই লিংকটিতে ক্লিক করুন। এই ভিত্তিতে প্রতিযোগিতায় ব্যবহারের জন্য কোনো ছবি বা গ্রাফিক্স আপলোড হলে তা প্রজেক্ট কড়িকাঠের আওতায় প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে।
  13. প্রতিযোগিতা চলাকালীন এই লিংক অনুসরণ করে পর্যালোচনা করা হবে।
  14. প্রতিযোগিতায় প্রতিটি ছবি যোগের জন্য এক পয়েন্ট করে যুক্ত হবে।
  • পুরস্কার
  • উভয় প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে একটি উইকিপদক ও ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া,
  • উভয় প্রতিযোগিতায় পৃথকভাবে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে মুদ্রিত সনদপত্র প্রদান করা হবে।
  • নিবন্ধ প্রতিযোগিতায় (সব নিবন্ধ মিলিয়ে) অন্তত ২০ পয়েন্ট পেলে ডাকযোগে একটি পোস্টকার্ড প্রেরণ করা হবে।
  • চিত্র যোগ প্রতিযোগিতায় অন্তত ২৫ পয়েন্ট পেলে ডাকযোগে একটি পোস্টকার্ড প্রেরণ করা হবে।
  • বাংলাদেশ থেকে ভারতে ডাকব্যবস্থার জটিলতা বিবেচনায় ভারতে অবস্থানকারী অংশগ্রহণকারীদের জন্য মুদ্রিত সনদ ও পুরস্কার পাঠানোর যথাসম্ভব চেষ্টা করা হবে এবং কোনো সমস্যায় আমরা অগ্রিম ক্ষমাপ্রার্থী। তবে তাঁরা ডিজিটাল সার্টিফিকেট এবং উইকিপদক পাবেন।
আয়োজক ও পর্যালোচক

ছোট মুদ্রণ

এই প্রতিযোগিতা মূলত প্রজেক্ট কড়িকাঠ কর্তৃক আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে প্রজেক্ট কড়িকাঠের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়। প্রতিযোগিতা চলাকালীন সময়ে আয়োজক দল ছবি যেকোনো বিষয়ে সক্রিয়ভাবে নির্দেশনা প্রদান করে যাবে, প্রতিযোগী ও অন্যান্যদের সেই নির্দেশনা মেনে চলায় আন্তরিক হতে হবে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে ছবি যুক্ত করা বিষয়ে আয়োজকদলের নির্দেশনা মেনে চলতে গুরুতর অনীহা দেখা গেলে আয়োজক দল প্রয়োজনবোধে যেকোন প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করার অধিকার রাখে।