উইকিউক্তি:আলোচনাসভা

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
খাত্তাব হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:২৬, ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে সংশোধিত সংস্করণ (→‎লোগো: ফলাফল সম্পাদনা)
সম্প্রদায়ের প্রবেশদ্বার
স্বাগত!
তথ্যকেন্দ্র
ভুক্তি তৈরির অনুরোধ
আলোচনাসভা
সংগ্রহশালা
প্রশাসকদের আলোচনাসভা
ধ্বংসপ্রবণতা প্রতিবেদনঅপসারণ প্রস্তাবনা

ফরম্যাট প্রসঙ্গ

বিভিন্ন ভাষায় থাকা উইকিউক্তিতে তথ্যসূত্র প্রধানতঃ দুটি ভিন্ন ফরম্যাটে ব্যবহার হচ্ছে। যদিও বাংলা উইকিউক্তির অনেক পাতায় উৎসই নেই। তবুও কোন ফরম্যাটে উক্তিগুলো সাজালে সুন্দর হবে; সেটা নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি।

প্রথমতঃ ইংরেজি উইকিউক্তির ফরম্যাট। যেটার উদাহরণ নোম চম্‌স্কি পাতায় পাবেন। এছাড়া ইংরেজি উইকিউক্তির যেকোনও পাতাতে এই ফরম্যাট দেখতে পারেন। এই ফরম্যাটে <ref> ট্যাগ ব্যবহৃত হয়না। শুধুমাত্র একটি বুলেট বা * (তারকাচিহ্ন) দিয়ে উক্তি ও দুটি * চিহ্ন দিয়ে উদ্ধৃতি লেখা হয়।

দ্বিতীয়তঃ উইকিপিডিয়ার ফরম্যাট। এটাও অনেক উইকিউক্তিতে উপলব্ধ। আমি বোধহয় রুশ/বেলারুশ ও আরও একটা উইকিউক্তিতে দেখে থাকব। এটার উদাহরণ দেখতে ব্যবহারকারী:Tahmid/নোম চম্‌স্কি পাতায় যেতে পারেন।

আমার ব্যক্তিগত পছন্দ শেষোক্তটি। কারণ, আমার মত উইকিপিডিয়ানরা এতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।~ Khattab e. t. c... 16:07, 10 August 2022 (UTC)

আমি ১ম ফরম্যাটের সমর্থক। প্রতিটি উক্তির সাথেই সেই উক্তির উৎস যোগ করা প্রয়োজন। ref ট্যাগ ব্যবহার করে উৎস যোগ করলে দেখতে ভালো লাগে না। উইকিপিডিয়ার ব্যাপারটি আলাদা। কারণ উইকিপিডিয়ায় নিবন্ধ প্রতিটি বাক্যের সাথে তথ্যসূত্র যোগ করা যায় না/ ভালো দেখায় না। ফলে "তথ্যসূত্র" নামে অনুচ্ছেদ তৈরি করে সেখানে সব তথ্যসূত্র দেওয়া হয়। কিন্তু উইকিউক্তিতে প্রতিটি উক্তি স্বাধীন এবং প্রতিটি উক্তির সাথেই তার উৎস লেখাই যৌক্তিক মনে হচ্ছে। — T@hmid (T@lk) 00:32, 11 August 2022 (UTC)
জায়গা বাঁচাতে হলে ২য়টা আর সুন্দর করতে হলে ১ম টা। সময় বাঁচাতে ১মটা লিখছি পরে সাঁজানো যাবে। Greatder (talk) 09:52, 11 August 2022 (UTC)

@Aishik Rehman @Tahmid @খাত্তাব @MdsShakil @আফতাবুজ্জামান @Salil Kumar Mukherjee @Greatder এবং Yahya: উইকিউইক্তি এখন চালু হয়ে গেছে। তাই তথ্যসূত্রের ফরম্যাটের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। MS Sakib (আলাপ) ২০:৫২, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিটি উক্তির সাথে সেই উক্তির উৎস থাকলে পাঠকের সুবিধা হয়। তাই আমি প্রথম ফরম্যাটের সমর্থক।--Salil Kumar Mukherjee (আলাপ) ০৪:৫৩, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমটার সমর্থক।Greatder (আলাপ) ১১:৩৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Aishik Rehman, Tahmid, MdsShakil, আফতাবুজ্জামান, Salil Kumar Mukherjee, Greatder, Yahya: সাম্প্রতিক সময়ে ঐশিক ভাই হিরো আলম পাতায় নতুন ফরম্যাট ব্যবহার করেছেন। সকলের মন্তব্য ও সিদ্ধান্ত কামনা করছি। ‍‍― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৫:৫৭, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মতে সাধারণটাই থাক (উদা: নোম চম্‌স্কি পাতায় এখন যেমনভাবে দেওয়া)। অল্প কয়েকটা উক্তির জন্য সুন্দর লাগলেও, যখন ২০-৩০ বা ততোধিক উক্তি যোগ করা হবে তখন উক্ত উক্তির টেমপ্লেটটি প্রচুর জায়গা নেয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৮, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান জি। এই ক্ষেত্রে আমি একমত। তাহলে নোম চম্‌স্কি পাতার অনুসারে বিন্যাস করা হোক। @Aishik Rehman ভাই, বিষয়টা খেয়াল করলে উত্তম হয়। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৫:৩৪, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
একটি উৎস থেকে সব উক্তি একবারে লিখে নিচে তথ্যসূত্র দেওয়া যায়। Greatder (আলাপ) ১৬:৪১, ২৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অভিনন্দন

@Aishik Rehman @Tahmid @খাত্তাব @MdsShakil @আফতাবুজ্জামান @Salil Kumar Mukherjee @Greatder সকলের সম্মিলিত প্রচেষ্টায় উইকিউক্তি সাইট তৈরি হয়েছে। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ Salil Kumar Mukherjee কে। ইনকিউবেটরে তার অবদান ছিলো সবচেয়ে বেশি। আশা করি, ভবিষ্যতেও নিয়মিত অবদান রেখে আপনারা প্রকল্পটিকে সক্রিয় রাখবেন। Yahya (আলাপ) ১১:৩৮, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসকত্ব ও ইন্টারফেস প্রশাসকত্বের আবেদন

Bot policy

Hello. To facilitate steward granting of bot access, I suggest implementing the standard bot policy on this wiki. In particular, this policy allows stewards to automatically flag known interlanguage linking bots (if this page says that is acceptable) or bots that fix double redirects. The policy also enables global bots on this wiki (if this page says that is acceptable), which are trusted bots that will be given bot access on every wiki that allows global bots.

This policy makes bot access requesting much easier for local users, operators, and stewards. To implement it we only need to create a redirect to this page from Project:Bot policy, and add a line at the top noting that it is used here. If you use or prefer to use a dedicated project page for handling bot flag requests, that is also acceptable. Please read the text at Meta-Wiki before commenting. If you object, please say so; I hope to implement in two weeks if there is no objection, since it is particularly written to streamline bot requests on wikis with little or no community interested in bot access requests. Thank you for your consideration. --Rschen7754 ০৩:৩৪, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Rschen7754: Done. --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৭, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Thanks, a steward has done the implementation. --Rschen7754 ০১:০৯, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

খেলাঘর

আজকের উক্তির দায়িত্ব

প্রধান পাতার একটি অন্যতম অংশ হলো আজকের উক্তি। নীতি অনুযায়ী সকলে প্রস্তাব দিবে এবং একজন পরিচালক সেটা বাচাই করবেন এবং প্রধান পাতায় যুক্ত করবেন। ইংরেজি উইকিতে প্রত্যেকদিনের জন্য আজকের উক্তি তৈরি হলেও বাংলাতে আপাতত তা সম্ভব নয়। যাইহোক, আমি আপাতত উইকিউক্তি:আজকের উক্তি/অক্টোবর ২০২২ তৈরি করে দিয়েছি। কিন্তু পরবর্তী সেট তৈরিতে আমার অনুমতি প্রয়োজন। এজন্যে আমার প্রস্তাবনা হলো যেহেতু এই অংশ রক্ষনাবেক্ষনের কোনো লোক নেই তাই আমি এই অংশের দায়িত্ব নিতে আগ্রহী। এককথায়, টেমপ্লেট:প্রধান পাতা আজকের উক্তি সামলানোর জন্য সম্প্রদায়ের নিকট অনুমতি প্রার্থী।—MdaNoman (আলাপ) ০৯:৩৩, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত

@খাত্তাব হাসান: হুবহু সাজানো হলো কিভাবে? ঢেলে সাজানো বিষয়টা কি?—MdaNoman (আলাপ) ০১:১৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman আজকের উক্তির পরিবর্তে নির্বাচিত উক্তি ব্যবহার করা। ― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ০৩:০৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • স্বল্প লোকবলের বাংলা উইকিউক্তিতে প্রতিদিন রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়, কিছুদিন পর আপনার নিজেরও আগ্ৰহ থাকবে না। তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন উল্লেখ করার উল্লেখযোগ্য/গুরুত্বপূর্ণ ভুক্তি/উক্তিও নেই, আমার পরামর্শ হলো নির্দিষ্ট কিছু সেট তৈরি করে সেটা সময়ক্রম অনুযায়ী দেখোনোর ব্যবস্থা করার MdsShakil (আলাপ) ১৬:৪৯, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: বাল্যকালে রবীন্দ্রনাথের বিদ্যালয়ে যাওয়ায় মত এখানে আমার আগ্রহ নষ্ট করা হয়েছে। সে যাইহোক, আপনি কি প্রবেশদ্বার-এ ব্যবহৃত টেমপ্লেট ব্যবহারের কথা বলছেন? মানে বেশ কিছু সেট নির্দিষ্ট সময় পর পর প্রদর্শিত হয় তেমন?—MdaNoman (আলাপ) ০১:৪৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman আপনি আমার মন্তব্যকে কীভাবে নিচ্ছেন সেটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার, আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার মতামত জানিয়েছি MdsShakil (আলাপ) ১৭:০৮, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil জ্বী, আমিও তাই বললাম। বিষয়টা খারাপভাবে নেওয়ার প্রশ্ন নেই। নির্দিষ্ট সেট তৈরি করা যেতে পারে, তবে প্রধান পাতায় একই জিনিস বারবার খারাপ দেখাবে না?—MdaNoman (আলাপ) ১৭:১৭, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman. চক্রাকারে দেখালে খারাপ লাগার মতো কিছু আসার কথা নয়; বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় নির্বাচিত নিবন্ধ, ভালো নিবন্ধ, আজাকি এভাবেই দেখানো হয় MdsShakil (আলাপ) ১৭:২৩, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: কেউ যদি নিজে থেকেই নিয়মিত নির্বাচিত উক্তি নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তো খুবই ভালো বিষয়। কিছুদিন পর প্রস্তাবকের আগ্রহ থাকবে কিনা, সেটা আপনার জানার কথা না। এটা একান্তই তার বিষয়। প্রস্তাবক যেহেতু নিয়মিত কাজ করতে আগ্রহী, সেক্ষেত্রে তাকে পরোক্ষভাবে নিষেধ করার কোনও যৌক্তিকতা দেখি না। যদি তিনি নিষ্ক্রিয় হয়ে যান, তাহলেই বরং আপনার প্রস্তাব যৌক্তিক হবে। ≈ MS Sakib  «আলাপ» ১১:৪৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি কাজ করতে নিষেধ করিনি প্রস্তাবনা নিয়ে বলেছি, এইরকম প্রস্তাবনা উইকিউক্তির জন্য বাস্তবসম্মত নয় তাছাড়া রিয়াজ ভাই নিচে যেমনটা বলেছেন এগুলো নিজের ইচ্ছেমতোও করা যাবে না (অপরদিকে ভুক্তি যাচাই করার জন্য অতিরিক্ত লোক পাওয়াও যাবেনা) আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টও আমি উল্লেখ করেছি, তা হলো প্রতিদিন দেখানোর মতো যথেষ্ট উক্তি বা সেগুলোর ভুক্তিও আমাদের নেই। —MdsShakil (আলাপ) ১৭:০৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • যেহেতু এটা উক্তি সম্পর্কিত বিষয় তাই কারও একার দায়িত্ব নেওয়াটা উচিত হবে না। নিজের ইচ্ছেমত উক্তি যুক্ত করে দিলে বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসতে পারে। তাই আজকের উক্তির পরিবর্তে সম্প্রদায়ের মতামত অনুসারে কতগুলো উক্তিকে নির্বাচিত উক্তি হিসেবে উত্তীর্ণ করে সেগুলো থেকেই বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের মতো স্বয়ংক্রিয়ভাবে একেকেদিন একেকটা দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। Al Riaz Uddin Ripon (আলাপ) ১৬:৫৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon নিজের ইচ্ছা মত কেনো হবে? মনোনয়ন দেওয়া হবে তারপর সেটা থেকে বাঁচায় করা হবে।—MdaNoman (আলাপ) ১৭:১৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
মনোনয়ন দিলেও যাচাই-বাছাইয়ের কাজ তো একজনই করতে চাচ্ছেন তাই না? তাছাড়া, বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোতে স্বেচ্ছাসেবক কম। তাই অল্প কাজের মাধ্যমে প্রকল্প এগিয়ে নিতে পারলে ভালো হয়। প্রয়োজনে প্রথমদিকে ৩০-৫০টা নির্বাচিত উক্তি তৈরি করে সেখান থেকে প্রধান পাতায় দেখানো হোক। তাছাড়া, কিছুদিন পর আপনার নিজের আগ্রহ হারাবেনা এমনটাও বলা যাচ্ছে না, কারণ বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞতা থেকেই বলছি অনেকগুলো উইকিপ্রকল্প ও অন্যান্য কাজ কয়েকজনে শুরু করলেও কিছুদিন পর এসবের মানোন্নয়নে কাউকে পাওয়া যায় না। Al Riaz Uddin Ripon (আলাপ) ১৭:৩২, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

একটি উক্তি যোগ প্রকল্প

‌উইকিউক্তি শুরু হলেও এতে আগ্রহীদের সংখ্যা অনেকটাই কম। আর যেহেতু উইকিপিডিয়ার সাথে এর কিছু অমিল রয়েছে; তাই আগ্রহী পাওয়াটা সবসময় সহজ হবেনা বলেই মনে হয়। সেজন্য একটি নতুন ধারায় কাজ শুরু করার চিন্তা করছি। প্রস্তাবনাটি হচ্ছে- একটি উক্তি যোগ নামে প্রকল্প পাতায় কাজ করা। সেখানে যে কারুর উক্তি যোগ করার সুযোগ থাকবে। সেটা উইকিউক্তির নীতিমালায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট পাতায় অভিজ্ঞ ব্যবহারকারী কর্তৃক নিয়ে যাওয়া হবে অথবা আলোচনা করা হবে। ― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৫:৪৫, ২২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া অনলাইন আড্ডা, অক্টোবর ২০২২

আজ রাত ৯টায় উইকিপিডিয়া অনলাইন আড্ডা, অক্টোবর ২০২২ শীর্ষক অনলাইন আড্ডার আয়োজন করা হয়েছে। সাধারণত মাসের শেষ শুক্রবারে আড্ডার আয়োজনটি করা হয়ে থাকে, সে হিসেবে আজই অক্টোবরের শেষ দিন। একারণে পূর্বপরিকল্পনা না থাকায় আকস্মিকভাবেই ঘোষণাটি দিতে হচ্ছে। আড্ডাটি সঞ্চালিত হবে গুগল মিটের মাধ্যমে।

আজকের আড্ডার আলোচ্যসূচী

  • নতুন প্রকল্প উইকিউক্তি: প্রত্যাশা ও ভবিষ্যৎ
  • চলমান উইকিবই লিখন প্রতিযোগিতার অর্জন ও প্রভাব
  • চলমান উইকি লাভস মনুমেন্টস ২০২২ প্রতিযোগিতার হালনাগাদ
  • আসন্ন উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ -এর আগমনী বার্তা
  • এছাড়াও অন্যান্য যেকোন বিষয় আলোচনার জন্য উন্মুক্ত

যুক্ত হওয়ার তথ্যাবলী

  • প্ল্যাটফর্ম: গুগল মিট (Google Meet)
  • লিঙ্ক: meet.google.com/yry-wfwy-bfc
  • মিটিং আইডি: yry-wfwy-bfc

-- Aishik Rehman (আলাপ) ১৪:২৮, ২৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি শিরোনাম নিষিদ্ধ করার অনুরোধ

বর্তমানে ইংরেজি শিরোনাম কম আছে। তার পরিমান বৃদ্ধি হওয়ার আগেই এই অপ্রয়োজনীয় ব্যাপারটা বন্ধ করা উচিত। Greatder (আলাপ) ১৬:৩০, ২৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি শিরোনাম কোথায় দেখলেন ভাই? ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৬:১৮, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Greatder ভাই, আপনি কি সক্রিয় আছেন? ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৫:৩৫, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সম্ভবত উনি ইংরেজি শিরোনামের পুনর্নিদেশের ব্যাপারে বলছেন। Mehediabedin (আলাপ) ০৭:৩২, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান: এখানে দেখুন। [১]Greatder (আলাপ) ১৫:২৪, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপারটা অপসারণ প্রস্তাবনায় দিয়েছি।Greatder (আলাপ) ১৫:১৫, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার প্রপাতাকার সুরক্ষা সাময়িক প্রত্যাহারের প্রস্তাব

বিষয়শ্রেণী

লোগো

নিবন্ধের উল্লেখযোগ্যতা সম্পর্কে নীতিমালা

এটা সত্যি যে বাংলা উইকিউক্তি মাত্র যাত্রা শুরু করেছে। তবে বাংলা উইকিউক্তির স্বার্থে এর গুণগত মান বজায় রাখতে কোন পাতা অপসারণ করা হবে নাকি হবেনা সেজন্য একটি নীতিমালা প্রণয়ন করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আমি নিম্নে একটি নীতিমালা প্রস্তাব করছি।

১। উইকিউক্তিতে যাকে নিয়ে বা যা নিয়ে নিবন্ধ তৈরি করা হয়েছে তাকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হতে হবে।

২। উইকিউক্তিতে কোন নিবন্ধ অপসারণ করা হবেনা যদি সেই নিবন্ধে অন্তত ১০টি উক্তি থেকে থাকে। তবে পাতাটি অন্য কোন ভাষার উইকিউক্তি থেকে অনুবাদ করা হলে এই নিয়মটি প্রযোজ্য হবেনা বরং শুধু একটি উক্তি থাকলেও সেই নিবন্ধ রাখা যাবে।

৩। নিবন্ধের মোট উক্তির অন্তত অর্ধেক উক্তির তথ্যসূত্র থাকতে হবে। অর্থাৎ অর্ধেকের বেশি উক্তির তথ্যসূত্র না থাকলে পাতাটি অপসারণ করা যাবে। তবে অন্য ভাষার উইকিউক্তি থেকে অনূদিত পাতার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবেনা। এছাড়াও নাটক, চলচ্চিত্র ও সাহিত্যের জন্য এটা প্রযোজ্য হবেনা।

৪। এই নীতিমালা কার্যকর করার আগে তৈরি নিবন্ধগুলোর জন্য প্রযোজ্য হবেনা।

আপনারা চাইলে নীতিমালায় আরো যুক্ত করতে পারেন। Mehediabedin (আলাপ) ১৩:৫৮, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin: এটা কীভাবে আমার চোখ এড়াল, বলতে পারছিনা। তবে ব্যস্ততা বেড়ে গেছে আমার, সেটা সত্য। যাইহোক, উইকিউক্তি:উক্তিযোগ্যতা পাতায় সামান্য অংশ আছে। এটাকে সম্প্রসারণ করুন। প্রয়োজনে অন্য ভাষার সাহায্য নিন। কোনও বিদেশি ভাষার নীতি সম্প্রদায়ের সাথে না গেলে আলাপ করা যাবে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ২১:১২, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin চাইলে Wikiquote:Quotability থেকে সাহায্য নিতে পারেন। ‍মোহাম্মদ মারুফ (আলাপ) ০২:৪২, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin, @কাপুদান পাশা ৩য় নীতিটি আসলে কতটুকু সঠিক সে বিষয়ে আমার সন্দেহ আছে। কারণ শুধুমাত্র তথ্যসূত্রের উপর ভিত্তি করে একটা নিবন্ধের উল্লেখযোগ্যতা নির্ণয় করা কি উচিৎ হবে?

@মোহাম্মদ মারুফ: হ্যাঁ, কারণ সূত্র না থাকলে উক্তিটি যে সেই ব্যক্তি বলেছেন তা যাচাই করা যায়না৷ আর কেউ নতুন পাতা তৈরির সময় অধিকাংশ উক্তির তথ্যসূত্র না থাকলে তার উল্লেখযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে অনুবাদ করা পাতার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবেনা। Mehediabedin (আলাপ) ০২:৪৮, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin এভাবে হিসাব করলে তো উইকিপিডিয়ার তথ্যসূত্রবিহীন সকল নিবন্ধই অপসারিত হয়ে যেত। এমনিকি বিদেশী ভাষার উইকিউক্তি গুলো থেকেও অসংখ্য পাতা অপসারিত হতো। কারণ অর্ধেক উক্তিতে তথ্যসূত্র তো দূরের কথা, এমন অনেক নিবন্ধ রয়েছে যেগুলোতে তথ্যসূত্রই নেই। আমার মনে হয় না শুধু তথ্যসূত্রের ভিত্তিতে নিবন্ধ অপসারণ করা উচিৎ। তবে একটিও তথ্যসূত্র না থাকলে অপসারণ প্রস্তাবনা দেওয়া যেতে পারে। মোহাম্মদ মারুফ (আলাপ) ০৭:২৪, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ মারুফ: ইংরেজি উইকিউক্তিতে আজকাল তথ্যসূত্রহীন পাতা রাখা হয়না। তথ্যসূত্রহীন পাতা তারা অতীতে প্রথমদিকে রাখতো। এমনকি কোন পাতায় যদি তথ্যসূত্রহীন উক্তি লেখা হয় সেগুলো তারা আলাপ পাতায় সরিয়ে রাখে। তথ্যসূত্রের ভিত্তিতেই নিবন্ধ অপসারণ করা উচিত। তবে ব্যক্তি বা প্রসঙ্গ খুব জনপ্রিয় বা খুবই গুরুত্বপূর্ণ হলে হয়তো বিবেচনা করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে উইকিউক্তিতে উল্লেখযোগ্যতা পেলেও সবার গুরুত্ব সমান নাও হতে পারে। Mehediabedin (আলাপ) ০৭:৩১, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিউক্তি উক্তি যোগ নীতিমালা প্রস্তাবনা

আমি উইকিউক্তিতে উক্তি যোগ ও সংশোধন সম্পর্কিত এটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব করছি। অন্যান্য ব্যবহারকারীগণও নীতিমালা যোগ করতে পারেন। নিচে একটি খসড়া দেওয়া হলো:

  1. কোনো বিষয় সম্পর্কে উক্তি যোগ করার পূর্বে ভূমিকাংশে সে সম্পর্কে ছোট একটি বর্ণনা যোগ করতে হবে।
  2. উইকিউক্তি যেহেতু বিভিন্ন বিখ্যাত ব্যাক্তির উক্তি নিয়ে তৈরি করা হয়েছে, সেহেতু এতে অনুলিপি প্রতিলেপন নিয়মটি প্রযোজ্য হবে না। বরং বাংলা ভাষায় বলা কোনো উক্তি যোগ করতে চাইলে হুবহু উক্তিটি উল্লেখ করতে হবে। তবে কোনো উৎস হতে সকল লেখা (যেমন: ভূমিকাংশ, উক্তি প্রদানের ক্রম ইত্যাদি) হুবহু অনুলিপি প্রতিলেপন করা যাবে না। তবে নাটক, চলচ্চিত্র ও সাহিত্যের জন্য এটা প্রযোজ্য হবেনা।
  3. অন্য ভাষা থেকে উক্তি অনুবাদ করে যোগ করার সময় মূল উক্তি কোন ভাষায় রয়েছে এবং অনুবাদকারীর নাম যোগ করতে হবে। অন্য ভাষার উইকিউক্তি থেকে অনূদিত পাতার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবেনা। - ০৭:২৩, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
  4. নাটক, চলচিত্র, টিভি বা ওয়েব সিরিজ বা এ জাতীয় নিবন্ধের ক্ষেত্রে শ্রেষ্ঠাংশ বা অংক বা পর্ব সংখ্যা উল্লেখন পূর্বক নিবন্ধের শেষে যোগ করতে হবে।
  5. উক্তিসমূহ প্রতিটি অভিনেতার নাম, অংক বা পর্বানুসারে উপশিরোনাম হিসাবে উল্লেখন পূর্বক অনুচ্ছেদে ভাগ করতে হবে।
  6. অনুবাদের ক্ষেত্রে কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে তা উল্লেখ করতে হবে। একটি ভাষা থেকে অনুবাদ করা হলে তা উক্তিগুলোর উপরে একবার উল্লেখ করলেই হবে। তবে অন্য ভাষার উইকিউক্তি থেকে অনুবাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। - ১২:৩০, ১২ নভেম্বর ২০২২ (ইউটিসি)

প্রস্তাবক: মোহাম্মদ মারুফ (আলাপ)

মন্তব্য

@মোহাম্মদ মারুফ: এটা কি একটি উক্তি যোগ নীতিমালা নাকি উইকিউক্তিতে নিবন্ধ যুক্ত করার নীতিমালা? আর অনুলিপি প্রতিলেপন অর্থ কি? Mehediabedin (আলাপ) ০৮:৩৬, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin উইকিউক্তি তে কি নিবন্ধ হয়, মূল নামস্থান হতে পারে! মোহাম্মদ মারুফ (আলাপ) ১১:১১, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ মারুফ: হ্যাঁ হয়। ইংরেজি উইকিউক্তিতে নিবন্ধই বলা হয়ে থাকে। Mehediabedin (আলাপ) ১১:১৫, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin যাইহোক আমি মূল নামস্থানই বুঝিয়েছি! মোহাম্মদ মারুফ (আলাপ) ১১:১৬, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ মারুফ: আর অনুলিপি প্রতিলেপন? Mehediabedin (আলাপ) ১১:১৮, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin এটিতো উইকির ভাষা, একটু খুঁজে নিন! মোহাম্মদ মারুফ (আলাপ) ১১:২৫, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন ব্যবহারকারী দল ও অনুমতি

উইকিউক্তিতে নতুন ব্যবহারকারী দল ও অনুমতির প্রয়োজন বোধ করছি। নিচে দুইটি ব্যবহারকারী দলের বিবরণ দিচ্ছি ও আপনাদের মন্তব্য কামনা করছি।

১. স্বয়ংক্রিয় পরীক্ষক
অধিকার :
  • কারো নিজের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হিসেবে চিহ্নিত হবে (autopatrol)
২. পর্যবেক্ষক
অধিকার :
  • অন্যের সম্পাদনা পরীক্ষিত বলে চিহ্নিত করো (patrol)
  • একটি নির্দিষ্ট পাতার সর্বশেষ ব্যবহারকারীর সম্পদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন (rollback)
  • পাতা স্থানান্তরের সময় মূল পাতা থেকে পুনর্নির্দেশ তৈরী করছে না (suppressredirect)
অনুমতি পরিবর্তন

উভয় দলকে যোগ ও অপসারণ করতে পারবেন- প্রশাসক, ব্যুরোক্র্যাট ও স্টুয়ার্ড।


অন্য কোনও দল সম্পর্কে প্রস্তাবনা থাকলেও দিতে পারেন। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৭:১৫, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য

@খাত্তাব হাসান: রোলব্যাকের জন্য কোন স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে। যেহেতু এই প্রকল্পে সম্পাদনা কম হচ্ছে তাই আপাতত প্রশাসকই করতে পারবে। Mehediabedin (আলাপ) ০৯:৩০, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সম্প্রদায়ের নিকট KanikBot অনুমোদন বিষয়ে

উইকিউক্তি:বট/অনুমোদনের অনুরোধে স্থানান্তরিত Ahmad Kanik (আলাপ) ০৪:৪০, ১৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

টুইংকল সংক্রান্ত আলোচনা

আমরা উইকিউক্তিতে টুইংকল আমদানির (অফউইকি) প্রস্তাবনা পেয়েছি। তবে বাংলা উইকিপিডিয়ার ন্যায় এত বেশি টেমপ্লেট ও বিকল্পে না গিয়ে ছোটোখাটোভাবে কাজটা করার চিন্তা করেছি। সেজন্য কোন কোন টেমপ্লেট বা বিকল্প একেবারে জরুরি; সেই বিষয়ে আপনাদের মন্তব্য কামনা করছি। এছাড়াও টুইংকল সংক্রান্ত যেকোনও মন্তব্য বা প্রস্তাব আপনি এখানে করতে পারেন। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০১:৪৫, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন মোহাম্মদ মারুফ (আলাপ) ০৬:৪৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মোহাম্মদ মারুফ কাজে সাহায্য করেন। কী কী টেমপ্লেট বা অপশন একেবারেই জরুরি। যাতে শুধুশুধু ব্যাকলগও না বাড়ে আবার সব কাজও হয়ে যায়। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৬:৫০, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
টুইংকল গ্লোবাল মডিফাই করে ব্যবহার করার কথা ভাবতে পারেন, এটা বেশ দ্রুত কাজ করে। বাংলা উইকিপিডিয়ার টুইংকল নিয়ে কাজ করার সময় আমরা সহপ্রকল্পগুলোর জন্য একটা মডিফাইড সংস্করণ তৈরির চিন্তা করেছিলাম তবে সেটা আর করা হয়নি আর নিকট ভবিষ্যতে মনে হয় না আবার শুরু করা হবে। —MdsShakil (আলাপ) ০৭:৫১, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil, @মোহাম্মদ মারুফ টুইংকল স্টার্টার কেমন হয়? মনে হয়, এটা দিয়ে শুরু করা যায়। পরে প্রয়োজন অনুসারে টেমপ্লেট ও বিকল্প যোগ করতে থাকলাম। কী বলেন? ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৮:০৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান আপনি যেটির কথা বলছেন এটি সম্ভবত টুইংকেল না! টুইংকল স্টার্টার। ২টা আলাদা। তার চেয়ে বরং আপনি টুইংকেলের XFD মডিউল আর ট্যাগ অংশটা অবশ্যই লাগবে এখানে! টুইংকল স্টার্টার এর কাজ আলাদা বলে আমার মনে হয়েছে। মোহাম্মদ মারুফ (আলাপ) ০৮:৩৬, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান: যেকোন একটি স্বাগত টেমপ্লেট থাকলেই হবে। আর পরিষ্করণ টেমপ্লেট বর্তমানে একটিই আছে। অপসারণের ধারা অনুযায়ী দেওয়ার দরকার নেই। শুধু একটি বাক্স থাকবে সেখানে আমরা অপসারণের কারণ লিখতে পারবো। Mehediabedin (আলাপ) ১৫:৩৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান: পরিষ্কারকরণ টেম্পলেটের আরও রকমফের প্রয়োজন। যেমন এই ক্যাটাগরিতে:
  1. অনুবাদ
  2. তথ্যসূত্র
  3. রচনাশৈলী
  4. কাজ চলছে
  5. বিষয়শ্রেণী ইত্যাদি ক্যাটাগরির একটা করে তো লাগবেই।

বরং দ্রুত অপসারণ এর জন্য "অপসারণের কারণ" একই টেম্পলেট যুক্ত করে দিলে চলতো মনে হয়। মোহাম্মদ মারুফ (আলাপ) ১৬:৪৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ মারুফ: তথ্যসূত্রের জন্য উৎসহীন টেমপ্লেট ইতিমধ্যে আছে। ওটা দিলেই চলবে। Mehediabedin (আলাপ) ১৯:০৮, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin আমি বলতে চেয়েছি উক্ত ৫ টি বিষয়ের কমপক্ষে একটি করে টেমপ্লেট অবশ্যই টুইংকেলে থাকতে হবে। আর এর কোনোটা আগে থেকেই বিদ্যমান থাকলে তো কনো অসুবিধা নেই। কিন্তু এগুলোর একটিও বাদ পড়া চলবে না। মোহাম্মদ মারুফ (আলাপ) ০২:০৩, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বিন্যাস সংক্রান্ত প্রস্তাবনা

  1. {{সূত্র তালিকা}} টেমপ্লেটটি বাংলা উইকিউক্তিতে কাজের নয়। এটি বারবার অপসারণে সময় ক্ষেপণ হচ্ছে। আমি টেমপ্লেটটি অপসারণের প্রস্তাবনা দিব। অথবা বাংলা উইকিপিডিয়ার সংক্ষিপ্ত বিবরণ টেমপ্লেটের ন্যায় লাল রঙে মানা করা যেতে পারে। একান্ত প্রয়োজনে <references/> ব্যবহার করা যেতে পারে।
  2. বিভিন্ন উক্তি টেমপ্লেট ইত্যাদি দিয়ে মূল নামস্থানের মূল উক্তিতে বিন্যাস না করা। দৃশ্যমান সম্পাদনায় উক্তিগুলো সম্পাদনা করতে টেমপ্লেটে যেতে হয়। এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে।
দৃষ্টি আকর্ষণ

উইকিউক্তিতে চিত্র যোগ করে তাতে চিত্রের বিবরণ দিবেন না। বরঞ্চ নিচে একটি উক্তি যোগ করে দিবেন, অশ্রু পাতার ন্যায়। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৫:০৩, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র টেমপ্লেট কোনটি? {{reflist}}? Mehediabedin (আলাপ) ০৫:১০, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin জি। সম্পাদনা করছি। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৫:১৩, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত

ওহ বুঝতে পারিনি৷ {{উক্তি}} ও এর সঙ্গী টেমপ্লেটগুলোর জন্য সম্পাদনায় অসুবিধা হলে এগুলো বাদ দেওয়াই ভালো। Mehediabedin (আলাপ) ০৫:৩০, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত উক্তি সংক্রান্ত প্রস্তাবনা

নির্বাচিত উক্তি হচ্ছে সেসব উক্তি; যেগুলো উইকিউক্তির অবদানকারী সম্প্রদায়ের মতে সেরা হিসেবে ধার্য করা হয়েছে। এই পাতায় যুক্ত হওয়ার পূর্বে প্রস্তাবনা ও বিশ্লেষণের মাধ্যমে এসব উক্তির মান, নির্ভরযোগ্যতা, উদ্ধৃতিযোগ্যতা, পরিপূর্ণতা এবং তথ্যসূত্র যাচাই করা হয়।

নির্বাচিত উক্তিগুলোকে নিম্নের গুণাবলীর অন্তর্ভুক্ত হতে হবে:
  • সুলিখিত, নিরপেক্ষ, সঠিক তথ্যসূত্র যুক্তযাচাইযোগ্য হতে হবে।
    • সুলিখিত দ্বারা বুঝানো হয়েছে, উক্তিটি যথাযথভাবে এখানে আনীত হতে হবে। যদি অন্যভাষার উক্তি হয় তাহলে সুন্দরতম অনুবাদে হতে হবে।
    • নিরপেক্ষ অর্থ হল, অনেক উক্তি পক্ষপাতী বা আক্রমণাত্মক হবার পরও নির্দিষ্ট নীতিমালার কারণে উইকিউক্তিতে রাখা হতে পারে। কিন্তু সম্প্রদায় ও পাঠকদের মানসিকতার দিকে লক্ষ্য রেখে এসব উক্তি নির্বাচিত উক্তি হিসেবে গণ্য হবেনা।
  • চিত্র। উক্তিটির সাথে যোগ করার মত সঠিক চিত্র যোগ করতে হবে।


আপনাদের মন্তব্য কামনা করছি। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৯:৪৬, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য

@খাত্তাব হাসান: কারাগার (ওয়েব ধারাবাহিক) Mehediabedin (আলাপ) ১৮:২০, ১১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin উক্তি টানার কথা বলেছিলাম। আমিই টেনে দিচ্ছি: জালাল, এইডা (গলায় ফাঁস দেওয়ার দড়ি) আমার বালিশের নিচে রাখবি। এই, মোম কই? অহ, দড়িতে মোম লাগা। ফাঁসির দড়িতে মোম লাগে ক্যান? হুম? মোম ক্যান লাগায়? ফাঁসির দড়ি মাক্করের মতন তেলতেলা না হইলে গলার চামড়া কাইট্টা রক্তারক্তি হয়ে যাইতে পারে–মাথাটা খুইলাও পইড়া যাইতে পারে। মইরা যখন যাইবো এত কষ্ট দিয়া কি লাভ! এটার প্রাসঙ্গিক চিত্র হতে পারে:
‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৮:২৮, ১১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Community Wishlist Survey 2023 opens in January

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

(There is a translatable version of this message on MetaWiki)

হ্যালো

The Community Wishlist Survey (CWS) 2023, which lets contributors propose and vote for tools and improvements, starts next month on Monday, 23 January 2023, at 18:00 UTC and will continue annually.

We are inviting you to share your ideas for technical improvements to our tools and platforms. Long experience in editing or technical skills is not required. If you have ever used our software and thought of an idea to improve it, this is the place to come share those ideas!

The dates for the phases of the Survey will be as follows:

  • Phase 1: Submit, discuss, and revise proposals – Monday, Jan 23, 2023 to Sunday, Feb 6, 2023
  • Phase 2: WMF/Community Tech reviews and organizes proposals – Monday, Jan 30, 2023 to Friday, Feb 10, 2023
  • Phase 3: Vote on proposals – Friday, Feb 10, 2023 to Friday, Feb 24, 2023
  • Phase 4: Results posted – Tuesday, Feb 28, 2023

If you want to start writing out your ideas ahead of the Survey, you can start thinking about your proposals and draft them in the CWS sandbox.

We are grateful to all who participated last year. See you in January 2023!

আপনাকে ধন্যবাদ! Community Tech, STei (WMF) ১৬:৪৪, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]