উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/পেট্রোল অধিকারের পুনর্বন্টন ও নতুন ব্যবহারকারী দল সৃষ্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মন্তব্যের জন্য নিম্নলিখিত অনুরোধ বন্ধ করা হয়েছে। স্বয়ংনিশ্চিতকৃত অ্যাকাউন্ট থেকে পেট্রোল অধিকার অপসারণ করে নতুন পর্যবেক্ষক দল সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৫৫, ২৩ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মনোনয়ন[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ার বর্তমান সেটিংস অনুযায়ী সকল স্বয়ংনিশ্চিতকৃত অ্যাকাউন্ট পূর্বনির্ধারিতভাবে পেট্রোল (patrol) [১][২] দেওয়ার সুবিধা পেয়ে থাকে। এতে করে দেখা যায় যে অনেক সময় এর অপব্যবহার হয় (নতুন নিবন্ধগুলো পরীক্ষা করার ক্ষেত্রে) আবার দেখা যায় যে এই অধিকারের যথাযথ ব্যবহারও হয় না বা কোন কারণে সম্পাদকরা সম্পাদনা পরীক্ষা করতে আগ্ৰহী হন না যার কারণে বিভিন্ন নিবন্ধে ধ্বংসাত্মক সম্পাদনা থেকে যায়। এস এম নুরুজ্জামান নিবন্ধটির কথা ধরা যেতে পারে, এখানে ২০২১ সালে ধ্বংসপ্রবণতা হয়েছিলো, যা আজকে বাতিল করা হয়েছে, এমন আরও উদাহরণ পাওয়া যেতে পারে। আমি অন্যান উইকিমিডিয়া প্রকল্পগুলোর ন্যায় সকল‌ স্বয়ংনিশ্চিতকৃত অ্যাকাউন্ট থেকে পেট্রোল অধিকার অপসারণ এবং পেট্রোল (patrol) অধিকার সহ পর্যবেক্ষক নামে নতুন ব্যবহারকারী দল তৈরি করার প্রস্তাবনা দিচ্ছি। আমি মনে করি, নতুন ব্যবহারকারী দল তৈরি করা হলে সম্পাদনা পরীক্ষা করার হার বৃদ্ধি পাবে, ব্যবহারকারীগণ সম্পাদনা পরীক্ষা করতে আগ্ৰহী হবেন এবং সর্বোপরি ধ্বংসাত্মক সম্পাদনা রোধে এটি কার্যকর ভূমিকা পালন করবে। প্রস্তাবিত অধিকার প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করা যেতে পারে,

  • ব্যবহারকারীকে এই অধিকার পাওয়ার জন্য নির্দিষ্ট পাতায় আবেদন করতে হবে।
  • মূল নামস্থানে কমপক্ষে ১০০০ সম্পাদনা সহ, অ্যাকাউন্টের বয়স ৩০ দিন হতে হবে।
  • প্রশাসকগণ আবেদনের ভিত্তিতে এই অধিকার প্রদান করবেন ও কোন অপব্যবহার প্রমাণিত হলে তা প্রত্যাহার করবেন।

প্রস্তাবনার ব্যাপারে সম্প্রদায়ের সবার যোক্তিক‌ মতামত আশা করছি —শাকিল (আলাপ · অবদান) ২১:১০, ১৬ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য[সম্পাদনা]

  • বাংলা উইকিপিডিয়ায় কি এতোটা লোকবল আছে যে, পৃথক একটি দল পেট্রোল দিবে? এর উপর এই অধিকার দেওয়া-নেওয়ার কাজ সামাল দেয়া। আরবি, পোলিশ, জার্মান উইকিপিডিয়া ঘুরে দেখলাম- প্রশাসকরাই কেবল অন্যের সম্পাদনা পরীক্ষা করতে পারেন। বাংলা উইকিপিডিয়ায় এই কাজও প্রশাসকদের সংখ্যা ও সক্রিয়তার হার ধ্বংসপ্রবণতার অনুপাতে কঠিন। অন্য কোনও দলকে এই কাজটা দেওয়া যায় কিনা দেখা যাক। আরেকটা দল তৈরি হলে যে সম্পাদনা পরীক্ষার হার বৃদ্ধি পাবে- সেটা কিন্তু সঠিক নয়। প্রাথমিক দিকে সবারই একটা আগ্রহ থাকে, পরে যেটা কেমন যেন মিলিয়ে যায়। আর কেবলই একটা-দুইটা ঘটনাকে ধ্বংস বলা যায়না, কিন্তু এটা সত্য যে- এটা একটা লুপহোল; চাইলে ধ্বংসপ্রবণতাকারীরা সুযোগ নিতে পারত বা পারে। ~ খাত্তাব ( | | ) ২২:২৪, ১৬ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @খাত্তাব হাসান পৃথক একটি দল বলতে আমাদের যে নতুন করে লোকজন রিক্রুট করতে হবে সেটা কিন্তু বোঝাইনি বা সেটা করা সম্ভবও নয়, কনিক ভাই যেমন বললেন স্বয়ংনিশ্চিতকৃত অ্যাকাউন্ট থেকে এই অধিকার সরানো হলে আপনি আমার মতো যারা নিয়মিত ব্যবহারকারী তারা সুবিধা পাবেন। এখন যদি বিদ্যমান কোন দলে (নিরীক্ষক দলে ইতিমধ্যে রয়েছে) অধিকার যোগ করা হয় তাহলে তাদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ (অধিকার পাওয়ার ক্ষেত্রে) করা হতে পারে। অনেকে আছেন তারা সম্পাদনা পরীক্ষা করায় আগ্ৰহী নন হয়তো, কিন্তু রোলব্যাক করেন। আমার মনে করি এইরকম বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত —শাকিল (আলাপ · অবদান) ০২:৫১, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • সব স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীরই এই অধিকারটি থাকায়, সাম্প্রতিক পরিবর্তন পাতায় আমি বুঝতে পারি না, সম্পাদনাটা অভিজ্ঞ কেউ পরীক্ষিত হিসেবে চিহ্নিত করেছেন, নাকি নতুন স্বয়ংনিশ্চিতকৃত হওয়া কেউ করেছেন। অভিজ্ঞ কেউ পরীক্ষা করলে আমি এড়িয়ে যেতাম, কিন্তু তা নিশ্চিত করতে না পেরে সেগুলোও অনেকসময়ই পুনরায় পরীক্ষা করি। এতে সময় অপচয় হয়। আপনার (উইকিমিডিয়া কমন্সের মত) সমাধানটিও করা যায়, তবে আমার এই সমাধানটি বেশি পছন্দ - "স্বয়ংনিশ্চিতকৃত থেকে এই অধিকার অপসারণ করে রোলব্যাকার দলের সাথে তা যুক্ত করা এবং রোলব্যাকার দলকে টহলকারী দলে নামকরণ" (মেটা উইকির মত)। যেহেতু পরীক্ষিত করা ও বাতিল করা দুটোই টহলকারীদের কাজ। — AKanik 💬 ০১:২৪, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Ahmad Kanik এক্ষেত্রে কাওকে অধিকার দেওয়ার বিষয়টি একটু জটিল হয়ে যাবে না? রোলব্যাক থাকলে তো সেসময় অধিকার দেওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় বিবেচনা করা লাগতে পারে —শাকিল (আলাপ · অবদান) ০২:৪৪, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    তখন যদি কাউকে সম্পাদনা/নতুন পাতা পরীক্ষিত হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে বিশ্বাস করা না যায়, তাকে "টহলকারী" অধিকার দেয়া হবে না। তারা রোলব্যাকের জন্য সহায়ক স্ক্রিপ্ট ব্যবহার করবেন। — AKanik 💬 ০৩:১২, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil: আচ্ছা জটিল হবে বলতে বুঝলাম অধিকার পাবার মানদন্ড রোলব্যাকারদের থেকে কম রেখে অধিক সংখ্যক ব্যবহারকারীকে এই অধিকার দিতে আলাদা দলটি তৈরি করতে চান। করা যায়, আপত্তি নেই। অন্তত একেবারে নতুন স্বয়ংনিশ্চিতকৃতদের ভুল পরীক্ষণ থেকে রক্ষা পাওয়া যাবে। — AKanik 💬 ০৫:৩০, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • বাংলা উইকিপিডিয়ায় পেট্রোল দল গঠনের প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় পর্যবেক্ষক দল গঠিত হলে তা ভাল ফল দিবে বলে আমার বিশ্বাস। তবে আমার মনে হয়, স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদের সংখ্যা বেশি হওয়ায় তারা যত অবদান রাখতে পারতেন, পর্যবেক্ষক দল যদি সক্রিয় না থাকেন, তাহলে তারা এতটা অবদান রাখতে পারবেন না। কিন্তু বাংলা উইকিপিডিয়া বিশ্বের বৃহত্তম উইকিপিডিয়া সমূহের একটি হওয়ায় এখানে অধিক সক্রিয়তা প্রয়োজন। তাই পর্যবেক্ষক দলের অধিক সক্রিয়তা এবং অভিজ্ঞতা নিশ্চিত করা দরকার। তদুপরি, নির্দিষ্ট সময় পর পর পর্যবেক্ষক দলের নিস্ক্রিয় সদস্যদের অপসারণ করে তার স্থলে বেশি অবদান রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
এ প্রসঙ্গে আমার একটি অভিমত রয়েছে। উইকিপিডিয়ার সক্রিয় সদস্য, যারা শুধুমাত্র উইকিপিডিয়া নিবন্ধে অবদান রাখেন (যেমন:আমি!) তাদের এ সকল প্রশাসনিক কার্যক্রম সম্বন্ধে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা উচিত, যেন তারাও উইকিপিডিয়ায় তাদের সক্রিয়তা দিয়ে অবদান রাখতে পারেন। -সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ০৫:৪৩, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • @ইশতিয়াক আব্দুল্লাহ: আমি আপনাকে নিশ্চিত করতে চাই, এই পরিবর্তন স্বংয়নিশ্চিতকৃত ব্যবহারকারীদের অবদান রাখতে কোন বাধা দিবে না বা অবদান রাখায় এর কোন প্রভাব পড়বে না। এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে শুধুমাত্র নির্দিষ্ট দলের ব্যবহারকারী বাদে অন্য কেও কোন সম্পাদনা [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] করতে পারবেন না। আর প্রশিক্ষণ বলতে অবদান রাখা নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় কর্মশালা হয় সেগুলোতে যোগদান করতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ০৬:০৮, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • দু-একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য নতুন দল গঠন করার পক্ষে আমি নই, সমস্যা যেহেতু নতুন স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদেরকে নিয়ে হচ্ছে আমি তাদের স্বয়ংনিশ্চিতকৃত অধিকার আরো দেরিতে দেওয়ার পক্ষে। ক্যাপচার উত্তর দিতে যেহেতু নতুন ব্যবহারকারীদের কঠিন লাগে তাই নতুন একাউন্টটির বয়স ৪দিন+ ১০টি সম্পাদনা হলেই ক্যাপচার উত্তর না দিয়েও সম্পাদনা প্রকাশ করার সুবিধা দেওয়া উচিত। ১০টি সম্পাদনা করেই পাতা স্থানান্তর+ অর্থ সুরক্ষিত পাতা সম্পাদনা +ফাইল আপলোড+ অন্যদের সম্পাদনা পরীক্ষিত করতে পারা বেশি সুবিধা পেয়ে যাওয়ার মত, তাই এর অপব্যবহার হচ্ছে, নতুন ব্যবহারকারীগণ অনেকটা না জেনে/বুঝেই এটি করছেন। তাই নতুন একাউন্টটি থেকে ২০০ সম্পাদনা হলে তখন স্বয়ংনিশ্চিতকৃত অধিকার দেওয়া যেতে পারে। এরপর ব্যবহাকারীর প্রতি বিশস্ততা প্রকাশ পেলে + ৩০এর অধিক নিবন্ধ তৈরি করলে+ ২০০০এর অধিক সম্পাদনা করলে, এরপর তাকে যদি স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার দেওয়া হয়, তাহলে টহল দেওয়ার কাজ অনেকটাই কমে যাবে, যেমনটা (Ahmad Kanik ভাই বললেন, সব স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীরই এই অধিকারটি থাকায়, পরীক্ষিত অভিজ্ঞ না নতুনরা করেছে সেটি বুঝা যায় না, সব পরিক্ষা করতে সময় অপচয় হয়।
আমি দেখেছি একজনের ৯০০০+ ভালো সম্পাদনা অথচ তার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি নাই, তার সম্পাদনা আমাকে পরীক্ষিত করতে হয়, আমার নজরতালিকা টহল দেওয়ার সময়)।
এখন আসি অধিকার অপসারণের প্রসঙ্গ নিয়ে, অসংখ্য ব্যবহারকারী স্বয়ংক্রিয় পরীক্ষক + রোলব্যাকার + নিরীক্ষক এরকম অধিকার নিয়ে ২ বছর> ৩বছর> ৪বছর> ৫বছরেও বেশি সময় ধরে কোন সম্পাদনা করেন না অর্থাৎ নিস্ক্রিয় ব্যবহারকারী অধিকারধারীগণ কিন্তু তাদের অধিকার থেকে যায় যা অপসারণ করা হয় না। বাংলা উইকিপিডিয়া ৬০+ নিরীক্ষক+ রোলব্যাকার রয়েছে কিন্তু সক্রিয় রয়েছেন অর্ধেকের মত। তাই একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা করা যায় কিনা যে ১/২/৩+ বছর ধরে কোন সম্পাদনা না করলে তার অধিকার স্বয়ংক্রিয় ভাবে অপসারণ হয়ে যাবে? পরিবহন মন্ত্রী💌✒️ ১০:৪৮, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো সোহানুর রহমান কোন ব্যবহারকারীর ৯০০০+ সম্পাদনা হলেই কেনো তার স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার থাকতে হবে? আশা করছি আপনি ইতিমধ্যে সেই অধিকার দেওয়ার মানদণ্ড জানেন, তাই এরূপ প্রশ্ন করাটা অমূলক। দূই বছর ধরে নিস্ক্রিয় এমন অ্যাকাউন্ট থেকে অধিকার অপসারণ করা হয়ে থাকে, প্রক্রিয়াটি নিয়মিত নয় বিধায় হয়তো আপনার চোখে পড়েনি যদিও আমাদের অধিকারসহ নিস্ক্রিয় ব্যবহারকারী খুবই কম। এরপর আশা যাক স্বয়ংনিশ্চিতকৃত অধিকার দেরিতে দেওয়ার ক্ষেত্রে, আপনি যেরকম বললেন এমনটা হলো মূল সমস্যা সমাধান না করে গাছ কেটে ফেলার মতো বিষয়। স্কিপ ক্যাপচা বাদে অন্যানগূলো দেরিতে দিতে বলছেন সেটা করতে চাইলেও নতুন ব্যবহারকারী দল তৈরি করা সম্ভব নয়, তাছাড়া পেট্রোল বাদে অন্যানগুলো হলো বেসিক বিষয় যা সম্পাদনা করতে/অবদান রাখতে কাজে লাগে আমরা অব্যশই সেগুলো কারোর থেকে বিনা কারণে সেগুলো কেড়ে নিতে পারি না। বিশ্বের কোন উইকিতেই অটোমেটিক পেট্রোল অধিকার দেওয়া হয়না, আমাদের কেনো দিতে হবে। আমি পর্যালোচনা করা ছাড়া এই অধিকার দেওয়ারও বিরোধী তাছাড়া এর সমস্যাগুলো বিচ্ছিন্ন নয় বরং এগুলো অবিচ্ছিন্ন নিয়মিত ঘটনা। —শাকিল (আলাপ · অবদান) ১২:২৬, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: ভাই অল্প সময়ের ভিতর কয়েকটা নাম পেলাম, @Anupamdutta73: ৯০০০+ সম্পাদনা ৪০০+ নিবন্ধ তৈরি করেছেন,
@মো. মাহমুদুল আলম: ৫০০০+ সম্পাদনা ৫০০+ নিবন্ধ তৈরি করেছেন,
@Gc Ray: ১২০০০+ সম্পাদনা ৪০০+ নিবন্ধ তৈরি করেছেন আরো অনেকেই আছেন, তাদের এখনো নীতিমালা না বুঝার কথা নয়। তারপরেও তারা স্বয়ংক্রিয় পরীক্ষক হতে পারেননি কেন তা আমার বোধগম্য নয়?
আবার,
@Motiur Rahman Oni: ৫বছর থেকে সম্পাদনা করেননা
@Nirvik12: @Rafaell Russell: উনারা ৩বছর থেকে সম্পাদনা করেননা
@TanvirH: @St.teresa: উনারা ২বছর থেকে সম্পাদনা করেননা আরো অনেকেই আছেন, কিছু বাঁধাপ্রাপ্ত ব্যবহারকারী আছে ১ বছরের বেশি থেকে সম্পাদনা করেননা কিন্তু তাদের নিরীক্ষক /রোলব্যকার /স্বয়ংক্রিয় পরিক্ষক কারো ৩ টি কারো ২ টি আরো ১ টি অধিকার এখনো রয়েছে। তাই আমি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চাচ্ছিলাম ১/২/৩ বছর সম্পাদনা না করলে যাতে অধিকার বাতিল হয়?
আর গাছ কাটা আপনিই শুরু করেছেন দুই একজন অপব্যবহারকারীকে আটকাতে আপনি পুরো স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী দলের কাছ থেকে অধিকার কেড়ে নিতে চাচ্ছেন? তাই আমি বলেছি অধিকার কেড়ে নেওয়ার চেয়ে কিছুদিন পর/২০০ সম্পাদনার পর যাতে তারা এই অধিকার পায়। ততদিনে তারা নীতিমালা অনেকটাই শিখে যাবে, তাই নয় কি? পরিবহন মন্ত্রী💌✒️ ১৪:৩২, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো সোহানুর রহমান: পুরো স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী দলের কয়জন এই অধিকার ব্যবহার করেন? আপনি নিজেই একজায়গায় (লিংক দিচ্ছি না) বলেছিলেন আপনি সম্পাদনা পরীক্ষা করতে আগ্রহী নন অথচ আপনার এই অধিকার ছিলো, তাহলে এটা আপনার কেনো প্রয়োজন ছিলো? তাছাড়া বিষয়টা মোটেই এমন নয় যে স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীরা এই অধিকার কোনভাবেই পরবর্তীতে পাচ্ছেন না, যাদের পরীক্ষা করার আগ্ৰহ রয়েছে তারা আবেদন করবেন এবং তার অবদান ভালো হলে প্রশাসকরা অধিকার যোগ করে দিবেন। আপনাকে আমি প্রস্তাবনা আর এখানের মন্তব্যগুলো পড়তে অনুরোধ করছি, আমি মোটেই দুইএকজনকে আটকানোর জন্য বলিনি বরং পুরো সম্প্রদায়ের একটা অংশ যাতে এই প্রক্রিয়ায় আগ্ৰহী হয় ও মিডিয়াউইকি পেট্রোল অধিকারের যথাযথ ব্যবহার হয় সেটাই বলেছি —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫২, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: নতুন ব্যবহারকারীরা অনেকেই না জেনে/ভয়ে সম্পাদনা পরিক্ষা করেন না। আবার অনেকেই কৌতূহল বসত দুই একটি কাজ করেন তখনই কিছু ভূলের সৃষ্টি হয়। ভূল না করে শিখা সম্ভব নয়। আমি নতুনদের হয়ে কথা বলছি আর আপনি আমার সম্পাদনা পরিক্ষা না করার উদাহরণ দিচ্ছেন, আমি উইকিতে আসার ৪ দিন পর থেকেই নিবন্ধ তৈরিতে মনোনিবেশ করেছি যা এখনো করে চলেছি, আমার মত (আরো অনেকেই আছেন) যারা শুধু নিবন্ধ তৈরি করে, সম্পাদনা পরিক্ষা কম করে। আবার অনেকেই নিবন্ধ তৈরি কম করে সম্পাদনা ও অন্যান্য কাজ বেশি করে। তাই অন্তত পক্ষে নিজের নজরতালিকায় পরিবর্তন পরীক্ষিত করতে স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদের এই অধিকার থাকা প্রয়োজন। পরিবহন মন্ত্রী💌✒️ ১৫:৪১, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো সোহানুর রহমান স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার এটা থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয়, সম্পাদনা পরীক্ষা করার আগ্ৰহ থাকলে যেকোন স্বয়ংক্রিয় পরীক্ষক এই অধিকারের আবেদন করবেন, স্বয়ংক্রিয় পরীক্ষকগণ যেহেতু অভিজ্ঞ সম্পাদক ও প্রস্তাবিত ব্যবহারকারী দলের মানদণ্ড মোটামুটি সহজ কাজেই তারা সহজেই সম্পাদনা পরীক্ষা করার জন্য অধিকার পেয়ে যাবেন বলে ধরা যায়। তাছাড়া আপনাকেও কিছু বিষয় বুঝতে হবে, সবকিছু নতুনদের জন্য নয়, সম্পাদনা পরীক্ষা, নতুন তৈরি পাতায় টহল দেওয়াও তারা শুরুতেই পারবেন না —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫১, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো সোহানুর রহমান আমি একটা বিষয় যুক্ত করছি মাত্র। সম্পাদনা বেশি করার সাথে উইকি নীতিমালায় দক্ষ হওয়ার সম্পর্ক নেই। আমি উপরে মাহমুদুল আলম, জিসি রায় ও একজনের উদাহরণ দিলেন, প্রথম দুইজন আমার ঘনিষ্ঠ-পরিচিত সম্পাদক, আমার নিকটে তাদের হাতে-খড়ি হয়েছে। এদের নীতিমালা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই, তাই এদের স্বয়ংনিশ্চিতকৃত অধিকারের প্রয়োজন নেই। তাদের সম্পাদনা রিভিউয়ের প্রয়োজন আছে। আমার মতে অনেক সম্পাদনা থাকলেও, নীতিমালা সম্পর্কে যাদের পর্যাপ্ত ধারণা থাকবেনা তাদের সম্পাদনা রিভিউয়ের প্রয়োজন আছে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:১০, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: ভাই নিস্ক্রিয় ব্যবহারকারীদের অধিকার কেরে নেওয়ার ব্যপারে আপনি কিছু উত্তর দেননি। নতুনদের আগ্রহী করে তোলার জন্য কিছু সুবিধা রাখতে হবে। 'সবকিছু নতুনদের জন্য নয়' আপনার কথার সাথে আমিও একমত তাই নতুনদের স্বয়ংনিশ্চিতকৃত অধিকার ১০০/২০০ সম্পাদনা পর দিলেই ভালো হয়। পরিবহন মন্ত্রী💌✒️ ১৬:২৮, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো সোহানুর রহমান: অধিকার দেওয়া বা অপসারণ করা প্রশাসকদের দায়িত্ব, তারাই এক্ষেত্রে সিদ্ধান্ত নিবেন, আমি একটি তালিকা তৈরি করেছি, যারা সর্বশেষ ৮০০দিন ধরে কোন সম্পাদনা করেননি। আপনি এই তালিকা ধরে প্রশাসকদের এব্যাপারে বার্তা দিতে পারেন। 'স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী' কিন্তু কোন ব্যবহারকারী দল নয় :) —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪৩, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ানগণ, এই বিষয়গুলো লক্ষ্য করুন -
  • স্বয়ংক্রিয় পরীক্ষক সম্পাদনা সংখ্যার ভিত্তিতে প্রদান করা উচিত মনে হলে তা নিয়ে আলোচনাসভায় আলোচনা করা যেতে পারে। এখানে এবিষয়ে আলোচনা অপ্রাসঙ্গিক যেহেতু স্বয়ংনিশ্চিতকৃত(autoconfirmed), স্বয়ংক্রিয় পরীক্ষণ(autopatrol) এক নয়।
  • অব্যবহৃত অধিকার অপসারণের জন্য আলোচনা প্রশাসকদের আলোচনাসভায় করা উচিত। এখানে এবিষয়ে আলোচনা অপ্রাসঙ্গিক।
যাহোক সম্পাদনা পরীক্ষিত করার অধিকারটি কাদের থাকা উচিত, সেব্যাপারে মতামতের জন্য ধন্যবাদ। — AKanik 💬 ০৩:৪৯, ১৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  •  মন্তব্য ...প্রশাসকগণ আবেদনের ভিত্তিতে এই অধিকার প্রদান করবেন... এর পরিবর্তে প্রশাসকগণ অবদান বা আবেদনের ভিত্তিতে হলে কাজটি যথাযথ হয়। তবে আমার এখনও মনে হচ্ছে, কোনও ব্যবহারকারী দলে- হতে পারে স্বয়ংক্রিয় পরীক্ষক বা নিরীক্ষকে অধিকারটি যোগ করা৷ অথবা এই দলগুলোর প্রতি অনাস্থা থাকলে অন্যান্য বড় উইকির ন্যায় দায়িত্বটি প্রশাসকদের কাছে প্রদান করা। পৃথক একটি ব্যবহারকারী দল গঠন প্রয়োজনীয় বা উপযোগী মনে হচ্ছে না। ~ খাত্তাব ( | | ) ১০:৪২, ১৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান: নিরীক্ষক অধিকারের সাথে ইতোমধ্যে patrol যুক্ত আছে। বিশেষ:দলগত অধিকারের তালিকা দেখুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:২৩, ২০ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya: সেটা দেখেছি। কথা হচ্ছে স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদের অধিকারটি দেওয়া নিয়ে।
 মন্তব্য পাশাপাশি, স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদের থেকে অধিকারটি কেড়ে নিতে সেই পরিমাণ অভিযোগ প্রয়োজন। কারণ, বাংলা উইকিপিডিয়ায় লোকবলের অভাব রয়েছে। আর উদাহরণ দেয়া পাতাটির পাতা দর্শন সর্বমোট ১৫০ হবে। আমার ধারণামতে পাতার দর্শন অধিক হলে ধ্বংসটা বিদ্যমান থাকত না। আর আরেকটি দল যুক্ত হলে সেই কাজটি সঠিকভাবে করা হবে কিনা; সেটারও নিশ্চয়তা প্রয়োজন। দেখা গেল, নতুন পাতা তৈরি হয়ে অপরীক্ষিত থেকে যাচ্ছে বা পরীক্ষা করার হার কমে গেছে- তাহলে এই কাজটি করা কতটুকু প্রয়োজন? ~ খাত্তাব ( | | ) ১৫:১৬, ২১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান আমি পরশুদিন চার বছর আগের ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করেছি। প্রায়ই দুই-তিন বছরের পুরনো পাতায় দ্রুত অপসারণ ট্যাগ দিতে হয়। এই পাতাগুলো অভজ্ঞদের দ্বারা পরীক্ষিত হওয়া উচিত নয়? স্বয়ংনিশ্চিতকৃতদের পাতা পরীক্ষার অধিকার কোনো কন্টেন্ট উইকিতে থাকা উচিত নয়। মোটামুটি সব মাঝারি আকারের উইকিতেই patrol অধিকারকে খুব গুরুত্বপূর্ণ অধিকার ভাবা হয়, আমরাই শুধু এব্যাপারে নমনীয়। আপনি নিজেই বলেছেন, কিছু উইকিতে শুধু প্রশাসকরা পরীক্ষা করতে বলছেন। তাহলে স্বয়ংনিশ্চিতকৃতদের থেকে এই অধিকার সরিয়ে নিতে আপত্তি কিসের? হ্যাঁ, ব্যাকলগ বাড়ার একটি সম্ভাবনা থাকে। এজন্য অন্য কোনো অধিকারের সাথে যুক্ত না করে নতুন অধিকারে যুক্ত করলে পাতা পরীক্ষা করার হার বৃদ্ধি পাবে বলেই আমার মনে হয়। আরেকটি দল যুক্ত হলে সেই কাজটি সঠিকভাবে করা হবে কিনা; সেটারও নিশ্চয়তা প্রয়োজন। কী কাজ? আমি বুঝিনি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৩৮, ২১ মে ২০২২ (ইউটিসি

সমর্থন[সম্পাদনা]

  1. দৃঢ় সমর্থন প্রস্তাবক যথার্থই বলেছেন। ≈ MS Sakib  «আলাপ» ১০:০৩, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  2. সুন্দর প্রস্তাবনা। দৃঢ় সমর্থন–ধর্মমন্ত্রী (আলাপ) ১৪:৪৪, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  3. আবেদন অনুসারে দৃঢ় সমর্থন। — আদিভাইআলাপ০৪:১৮, ১৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  4. @Yahya: পরীক্ষণের কাজ, ব্যাকলগ বেড়ে যাওয়া... এটাই উদ্দেশ্য ছিল। যাইহোক, আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল- বিষয়টা জটিল। যেহেতু ধ্বংসপ্রবণতার হার দেখা যাচ্ছে, তাই দল গঠন ও জটিলতা পাড়ি দেওয়ায়  সমর্থন করছি। ~ খাত্তাব ( | | ) ১৬:০৯, ২১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  5.  সমর্থন - নতুন অধিকার নিয়ে আমার কার্পণ্য নাই। ⋯Aishik Rehman (আলাপ) ১৬:৪৩, ১৯ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  6. দৃঢ় সমর্থন - তবে অধিকার প্রদানের ক্ষেত্রে মূল নামস্থানে কমপক্ষে ১০০০ এর পরিবর্তে ৫০০ সম্পাদনা দিলে ভালো হয়। সাজিদ আলাপ ১০:৩৮, ২০ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  7. আপত্তি নেই।  সমর্থন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৪০, ২১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  8.  সমর্থন - মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) - ১৬:০৮, ২২ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  9.  সমর্থনSHEIKH (আলাপন) ২২:৫১, ২২ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  10.  সমর্থন -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:৩১, ২৩ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বিরোধিতা[সম্পাদনা]

  1.  বিরোধিতা এখনকার অধিকারকারী দলের কাজ ও যোগ্যতা একটু পরিবর্তন করেই এর সুষ্ঠ সমাধান সম্ভব। পরিবহন মন্ত্রী💌✒️ ১০:৪৮, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]