উইকিপিডিয়া:আলোচনাসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultan (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎sobbanglay.com: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • আলোচনা শুরু করতে চাইলে প্রথমেই সংগ্রহশালায় খুঁজে দেখুন যে আগে এ বিষয়ে কোনো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কি না, করা হয়ে থাকলে নতুন আলোচনা করার সময় সেই আলোচনার সূত্র উল্লেখ করুন।
  • চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

  • অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার পরিভাষা, অনুবাদ, ও প্রতিবর্ণীকরণ সম্পর্কে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ ব্যবহার করুন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না
  • আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


প্রধান পাতা সংক্রান্ত প্রস্তাবনা

  • প্রস্তাবনা - ১

প্রধান পাতায় অতিরিক্ত বিষয়বস্তু, যেগুলো একজন পাঠককে অনুৎসাহিত করতে পারে- বাদ দিয়ে নতুন কাঠামো বা বিষয়বস্তু যোগ করার প্রস্তাব করছি। ওয়েব ডিজাইনের কিছু চর্চা থেকে বলছি- এই ধরণের জায়গায় একজন মানুষ বারবার যেতে উৎসাহিত বোধ করেন না। সেখান থেকে কোনো লিংকে ক্লিক করতে আগ্রহী হন না। আমি নিজেও খুব একটা ডেস্কটপ মোডের প্রধান পাতা ব্যবহার করিনি। মোবাইলে ইউজ করাকালে প্রধান পাতা ব্যবহার করা হত। সেখানে বিষয়বস্তু কমই ছিল।

  • প্রস্তাবনা - ২

প্রধান পাতায়- যেখানে "উইকিপিডিয়ায় স্বাগতম" লেখা হয়েছে; সেখানকার নিচের লোগোটা বাদ দেয়া যায়? বা অপ্যাসিটি (opacity) কমানো যায়? লোগোর গর্তের কারণে লেখাটা একেবারে অস্পষ্ট। ‍--আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১২:৫৩, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নোট: বিষয়গুলোর চর্চার জন্য অন্য ভাষার উইকিপিডিয়ার প্রধান পাতাগুলো দেখা যেতে পারে।— আ হ ম সাকিব (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রস্তাবের বিপরীতে অন্যান্য সদস্যদের মন্তব্য

 সমর্থন করছি৷ পাশাপাশি অতিরিক্ত প্রস্তাবনা পেশ করছি:

  • অতিরিক্ত প্রস্তাবনা ১

আজকের নির্বাচিত ছবি বাংলা উইকিপিডিয়ার প্রশাসকেরা সামলাতে পারে। নির্বাচিত ছবির জন্য আলাদা মনোনয়নের ব্যবস্থা করা যায় (আজাকির মত)

  • অতিরিক্ত প্রস্তাবনা ২

বিষয় অনুযায়ী বাংলা উইকিপিডিয়া, সম্পর্কিত সংস্থা, অবদানকারীর জন্য পাঠ্য, উইকিপিডিয়ার সহপ্রকল্প - এগুলো আরো ছোট করে নিচে নামিয়ে আনা যায়।

আশাকরি এগুলো করলে আরো ভালো হবে। মেহেদী আবেদীন ১৪:১৯, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আজাকি পর্যালোচনার জন্যই লোক পাওয়া যায় না, সেখানে প্রতিদিনের ছবি নির্বাচনের মনোনয়নের বিষয়টি খুবই অবাস্তব বলেই মনে হয়। আর নির্বাচিত ছবির পাতা তৈরির জন্য প্রশাসক হওয়ার প্রয়োজন নেই, যথাযথ নিয়ম মেনে আপনিও পাতা তৈরি করতে পারবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫০, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin; ভাই আপনার দ্বিতীয় প্রস্তাবনা আমার প্রথম প্রস্তাবের কাছাকাছি। তবে আমি পুরো কাঠামো নিয়ে আলাপ করেছি। আমার মনে হয়েছিল, বিষয়টি সেখানে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। বিষয় অনুযায়ী উইকিপিডিয়া আর সম্পর্কিত সংস্থা অংশ প্রায় বাদ দেয়ার প্রস্তাব ছিল আমার। সম্পর্কিত সংস্থা নিয়ে উইকিপিডিয়া:বৃত্তান্ত পাতায় উল্লেখ থাকতে পারে। বিষয় অনুযায়ী পাতার জন্যও ভিন্ন পাতা থাকতে পারে। (সহপ্রকল্প থাকার আবশ্যকতা রয়েছে)। উপরের তারিখ আর প্রকল্প পাতাগুলোর লিংকগুলোও একজন নতুন আগতের জন্য একেবারে চ্যালেঞ্জিং মনে হয়েছে। এরচেয়ে একটা অনুসন্ধান বক্স দেয়া যেত।
মোদ্দাকথা, পুরো লেআউট পরিবর্তন করে বিষয়বস্তু কমিয়ে একজন নতুন বা পুরাতন উভয় প্রকারের পাঠকের জন্য একটা আদর্শিক অবস্থানে আনার প্রস্তাবনা ছিল।
আপনার প্রথম প্রস্তাবনা নিয়ে কিছু বলবোনা। কারণ, আমি খুব অল্প সময় হয়েছে যে, পুনরায় সক্রিয় হয়েছি। সুতরাং এই অধ্যায় আমার কাছে অপরিচিত। -- আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১৮:৪০, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ার সমস্যাবলী

প্রথম সমস্যা

প্রথমতঃ যেই সমস্যাটি প্রকট ও যেই সমস্যার কারণে বাংলা উইকিপিডিয়ার গুণগত মান নিশ্চিত করা যায়না; সেটি হচ্ছে– অযাচিত অনুবাদ। এর কয়েকটি ধারা আছে–

  • যান্ত্রিক অনুবাদ। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি নতুন বা অনভিজ্ঞ ব্যবহারকারী দ্বারা হয়ে থাকে। তারা এমন এমন পাতায় যান্ত্রিক অনুবাদ করেন যে, পাতাটি তৈরি ভেবে সম্পাদকরা সেখানে বারবার যাননা; তদ্রুপ এটি অধিকমাত্রায় প্রদর্শিত হওয়ার ফলে উইকিপিডিয়ার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়। এজন্য বিশেষ:বিষয়বস্তু অনুবাদ পাতাটিতে অধিকারের জন্য একটি বিশেষ দল রাখার বা থাকার অনুরোধ জানাবো আমি। কারণ, ইতোমধ্যেই অনেক বেশি অপ্রয়োজনীয় পাতা এভাবে যান্ত্রিক অনুদিত হয়ে গিয়েছে।
  • ভাবানুবাদ না করতে আগ্রহী হওয়া। এটা গণহারে সকলের সমস্যা। আমরা কেন মনে করি যে, ইংরেজি উইকিপিডিয়ায় যা আছে, সেগুলো উদ্ধৃত তথ্যসূত্র থেকে সরাসরি কপিপেস্ট করা হয়েছে? সেখানেও তো উদ্ধৃত তথ্যের একটা ভাব উল্লেখ আছে। আমরা কেন ইংরেজি থেকে ভাবানুবাদ না করে সরাসরি শুধু শাব্দিক অনুবাদে আগ্রহী হই? তথ্যসূত্র আর বিষয়বস্তু সোজা রেখে কথা কমবেশি করলেও তো কোনো সমস্যা নেই। এটা উইকিপিডিয়া, এটা কোনো বই নয় যে- আপনি অনুবাদে শব্দ বা বাক্য বাদ দিলে খেয়ানত হবে। পুরো প্যারা পড়ার পর নিজের মত করে সাজিয়ে লেখলেও খুব সমস্যা নেই। আমার মনে হয়, সকল অনুবাদকের এই বিষয়টা অনুশীলনে মনোযোগ দেয়া উচিত।
  • অনুপযুক্ত টেমপ্লেট ব্যবহার। অনূদিত বা অপ্রয়োজনীয় টেমপ্লেটের যথেচ্ছ ব্যবহার। আমরা ইংরেজি উইকিপিডিয়ায় যখন দেখি এই টেমপ্লেট এই পাতার সাইডবারে বা নিচে ভালো দেখাচ্ছে; তখন আমরা একটা যেইসেই অনুবাদ করে (পাতা থাকুক বা না থাকুক) টেমপ্লেট তৈরি করে ফেলি। এটা শুধু অনভিজ্ঞরা নয়, আমিও এককালে প্রচুর করেছি। কিন্তু আমি সম্প্রদায়ের কাছে অনুরোধ করব; এই ধরণের অপ্রয়োজনীয় বা বিষয়বস্তু অনুপলব্ধ টেমপ্লেটগুলো সরিয়ে ফেলতে। কারণ, বাংলা উইকিপিডিয়ায় টেমপ্লেটের আবশ্যকতা এখনও খুব বেশি সৃষ্টি হয়নি। কারণ, আমরা মূল বিষয়বস্তু (নিবন্ধের মূল কন্টেন্ট) ততোটা সম্প্রসারিত করতে পারিনি। "আরও দেখুন" বিভাগ দ্বারা টেমপ্লেটের প্রয়োজনীয়তা কেটে যাচ্ছে। অহরহ টেমপ্লেট তৈরি ও অনুবাদ বন্ধ করে দেয়া দরকার। আর যেগুলো আছে সেগুলোতেও অপ্রয়োজনীয় বা অনুপলব্ধ লিংক না থাকার জন্য কমপক্ষে নীতিমালা থাকা উচিত।
  • অহরহ লিংকিং। লাল রঙের লিংকে ভরপুর বাংলা উইকিপিডিয়া। আমরা যখন অনুবাদ করছি, তখন প্রয়োজনে বা অপ্রয়োজনে যেখানেই ইংরেজি উইকিপিডিয়ায় লিংক বা দ্বিতীয় বন্ধনী ছিল আমরাও সেখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিংক করে দেই। অথচ, উইকিতে লিংকিংয়ের উদ্দেশ্য ছিল- পূর্বে থাকা প্রবন্ধে লিংক করা হবে। নিবন্ধ নেই অথচ লিংকে ভরপুর। সেখান থেকেই অসম্প্রসারিত নিবন্ধের শুরু হয়। এখানে আমার প্রস্তাবনা হচ্ছে, অনুবাদকরা কখনোই লিংক যুক্ত করবেন না। আর উইকিপিডিয়ার অনুপলব্ধ লিংক প্রয়োজনে অপসারণ করা হবে, প্রয়োজনে বট দিয়ে এই কাজটি করবে। তৈরী থাকা নিবন্ধগুলো লিংকিং করার জন্য প্রয়োজনে একটি দল কাজ করতে পারে। (যেহেতু ইতোমধ্যেই দৃশ্যমান সম্পাদনার সুবিধাটি উপলব্ধ এবং তাতে লিংক যুক্ত করা অত্যন্ত সহজ।)
    যেহেতু বাংলা উইকিপিডিয়ায় প্রায় একহাজারের মত মাসিক অবদানকারী থাকছেন, আর পাতা প্রদর্শনের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে; তাই সংখ্যা বৃদ্ধি থেকে মান বৃদ্ধি হওয়াটা আরো বেশি প্রয়োজনীয়। প্রয়োজনে সবচেয়ে কম নিবন্ধ তৈরি করে সবচেয়ে বেশি মান উন্নয়ন সম্পাদনা করার নিয়ে একটা প্রতিযোগিতা হতে পারে।

    দ্রষ্টব্য: আমি আরেকটা বিষয় যুক্ত করতে আগ্রহী হব, অনুবাদ নিয়ে ভাবনা মাথায় আসায় বিষয়টা মাথায় এল। বিষয়বস্তু অনুবাদ নামে বিশেষ পাতাটা কি সম্প্রদায়ের বিশেষ ব্যবহারকারী দলের জন্য একীভূত করার জন্য মিডিয়াউইকি সফটওয়্যারে আবেদন করা যায়? সবার অনুবাদ সবাই দেখতে ও উন্নয়ন করতে পারবে- তাহলে মনে হয় বিশ্বকোষীয় মানে আরেক পা এগিয়ে যাওয়া সহজ হত। আমি জানি, এটা বলার জন্য এটা উপযুক্ত স্থান নয়- তারপরও ইংরেজিতে দুর্বল ও মাথায় চাপ নিতে অনাগ্রহী হওয়ায় এখানে বলে দিলাম।

দ্বিতীয় সমস্যা

দ্বিতীয়তে যেই সমস্যাটির কথা উল্লেখ করতে অপছন্দ করব, সেটি হচ্ছে- উইকিপিডিয়ার অগোছালো অবস্থা। আমরা যারা নিয়মিত ব্যবহারকারী আছি; তারাও উইকিপিডিয়াকে গুছিয়ে আনছি না বা প্রতিনিয়ত আরো অগোছালো করে ফেলছি।
উদাহরণতঃ আমাদের একটা প্রবেশদ্বারও ঠিক নেই। প্রবেশদ্বার মানে যেখান থেকে কাজ শুরু করা হবে বা যেখান থেকে পাঠক পড়াশোনা শুরু করবে অথবা এককথায় বলা যেতে পারে, প্রবেশ করবে। এছাড়া কোনো প্রবেশদ্বারেই নিয়মিত ব্যবহারকারী নেই। হয়ত বলা হবে- প্রধান পাতাতেই নিয়মিত ব্যবহারকারী নেই। আসলে প্রধান পাতায় যেসব পরিবর্তন প্রয়োজন পড়ে; সেগুলো তেমন আবশ্যক নয়। আর এভাবে আসলে আমরা আগতদের উইকিপিডিয়ায় মনোযোগী করতে পারছিনা।
এটা আপনি ভাবতে পারেন, তারা ঝরে পড়ছে তাদের অধৈর্য্যের কারণে। কিন্তু তাদের অধৈর্য্য তাদের কাছে, অপরদিকে একটা অগোছালো পরিবেশে বেশিদিন টিকতে না পারা মানুষের মনস্তত্ত্বের পুরাতন রোগ বা গুণ। আমরা যদি নতুনদের একটি গোছানো পরিবেশ দিতে পারি যে, যার যেই বিষয়ে ঝোঁক; সে সেই প্রবেশদ্বার থেকে কাজ করবে- তাহলে উইকিপিডিয়ার অগ্রগতিতে আরো একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
এছাড়া নীতিমালা পাতার সমস্যা। নীতিমালা বুঝতে না পারা অনেক বড় সমস্যা। যেমন- আমি নিজেও একটা সমস্যা দেখার আগপর্যন্ত জানতাম, পেইড বা বেতনভুক্ত কাজ নিষিদ্ধ। পরবর্তীতে সমস্যাটি সামনে আসার পর জানতে পারলাম- বেতনভুক্ত কাজ নিষিদ্ধ না; তবে সম্প্রদায়কে জানিয়ে করতে হবে।
এখানে একটা বিষয় যোগ করছি, আমার কিন্তু নীতিমালা পাতা পড়ার বদভ্যাস (!) আছে। ইংরেজি একটু কম পড়ি। প্রয়োজন না পড়লে পড়িই না। সেজন্য এই নীতিমালা জানার ভাগ্য আমার দেরিতে হয়েছে। নীতিমালা না জানতে পারার কারণে কত অবদানকারী পড়ে যাচ্ছে- সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেনা। তদ্রুপ, উইকিতে অনেক বিষয় অনেকের পছন্দ নাও হতে পারে। যেমন- আমার মত একজন গোঁড়া মুসলিম হয়ত পর্নোগ্রাফি তারকার তথ্য এখানে না দেখতে চাইবেন অথবা একজন ধর্মপ্রাণ হিন্দু হয়ত এখানে মুহাম্মদ ও তার সাথীদের প্রশংসাগুলো না দেখতে চাইবেন; কিন্তু এখানে আসার পর এসব বিষয়কে কীভাবে সামলাতে হবে বা কীভাবে এই পর্যায়টির মোকাবেলা করতে হবে; সেটা নিয়ে কোনো নির্দেশনা গোছানোভাবে নেই। অথচ নীতিমালাগুলো বাংলায় বা ইংরেজিতে আছে। যেটা দেখে একজন প্রাথমিক ব্যবহারকারী সহজেই নিজেকে ভুলস্থানে আবিষ্কার করতে পারেন।
আমরা যারা রাস্তা তৈরি করতে ইচ্ছুক, তাদের জন্য উচিত হচ্ছে রাস্তায় মনোযোগী হওয়া। পথ দেখানো, পথ বাতলে দেয়াটা সহজ করা। আমি আশাবাদী যে, আমরা বর্তমানে যেভাবে কাজ করছি; সেভাবে দশ বছর কাজ করার পর যতটুকু পর্যন্ত যাওয়া সম্ভব- নীতিমালা ও নির্দেশাবলী পাতাগুলো সঠিকভাবে তৈরি করলে সেটা পাঁচ বছর অথবা দুই বছর সময়েই পাড়ি দেয়া সম্ভব হবে।

তৃতীয় সমস্যা

তৃতীয় সমস্যাটি আদতে প্রথম ও দ্বিতীয় সমস্যার একটা যৌথরূপ। সেটা হচ্ছে প্রধান পাতাগুলোর উন্নয়ন। এটার জন্য প্রস্তাবনা দিতে আমি ইতোমধ্যেই কাজ করছি। একটু সময় লাগলেও আমি আশা করছি খুব দ্রুতই একটা পর্যায়ে আনতে পারব; কিন্তু প্রধান পাতা দ্বারা আমি শুধু প্রধান পাতায় সীমাবদ্ধ থাকতে চাইব না; প্রধান পাতা থেকে যেসব পাতায় একজন প্রাথমিক পাঠক সহজেই চলে যাবেন- সেসব পাতাকেও ধার্য করব। এই ধারায় আসে-

  1. প্রধান পাতা
  2. প্রবেশদ্বার
  3. মৌলিক নীতিমালার পাতা
  4. ভালো নিবন্ধ ও নির্বাচিত নিবন্ধের সংখ্যাবৃদ্ধি
  5. নিবন্ধগুলোর লিংক

এসকল পাতাগুলোর উন্নয়নকে মূলে রেখে কাজ করা। তার অর্থ কি, একজন ব্যবহারকারী বা একটি দল সারাদিন এসব বিষয় নিয়ে পড়ে থাকবেন? অবশ্যই না। প্রথমতঃ এসকল পাতা ও বিষয়কে সহজ ও সুবিধাজনক করে “নির্বাচিত নিবন্ধের” মানে নিয়ে আসা। এরপর সেগুলোতে কোনো সমস্যা বা উন্নয়নের প্রয়োজন হলে যাতে কাজ হতে পারে সেজন্য একটা দল বা কমিটি থাকা। তারা হয়ত সবসময় সক্রিয় থাকবেন না। কিন্তু তাদের এই কার্যক্রম ও উন্নয়নের আবদার-আবেদন যাতে যথাসময়ে প্রয়োগ হয়; আর এক একজন অবদানকারীও যেন না ছুটে।

উপসংহার

লাল হরফ নিয়ে লিখতে গিয়ে কতকিছু লিখে ফেললাম। আমি জানিনা, এতো বড় লেখা কি ঠিক হল নাকি হল না। তবুও মোদ্দাকথা উপসংহারে টেনে ফেলি- আমাদের কাজগুলোকে গুছিয়ে করা উচিত। আমার কোনো প্রিয় মানুষ বলতেন, গুছিয়ে রাখলে ফকিরের ঘরও সুন্দর দেখা যায় আর গুছিয়ে না রাখলে রাজপ্রাসাদও ভূতের ঘর মনে হয়। -- আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ০৯:৫৯, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ সমস্যা আসলেই ব্যাপক সমস্যা। অনেকে গুগল অনুবাদের উপর একদম নির্ভর করে, অনুবাদের লাইন কী সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তা পড়েও দেখে না। এছাড়া বাংলার লেখা শৈলী ইংরেজি থেকে ভিন্ন, ফলে সবসময় হুবহু (আক্ষরিক) অনুবাদ করলেও হয় না, পড়তে তা পানসে লাগে। আপনার উল্লেখিত সমস্যা ছাড়াও আরও বহু বহু সমস্যা বাংলা উইকিতে আছে। কীভাবে এর সমাধান করা যায় তা আমি সত্যিই জানি না, কারণ যেই পরামর্শই দেই না কেন, তা বাস্তবায়ন করতে লোকজন লাগবে, আপনি আমিসহ বাংলা উইকিতে আছে মাত্র ১০-১৫ জন নিয়মিত উইকিপিডিয়ান যাদের পক্ষে উইকির সব কিছু দেখা আসলেই কষ্টের কাজ। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৭, ১০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথম প্রস্তাবনায় মোটামুটি সমর্থন করি কিন্তু আমি লাল সংযোগ এজন্য রাখি যে অত্যন্ত মৌলিক বিষয়ে নিবন্ধ নেই। এজন্য সেগুলোকে রেখে দিতে চাই। দ্বিতীয় প্রস্তাবনাও খুব প্রয়োজনীয় একটা বিশ্বকোষে সূচিপত্র না থাকাটা খুবই আজব। আর খারাপ সূচিপত্র থাকা আর না থাকা একই। আমার মনে হয় অ্যান্জেলিনা নিবন্ধটি প্রধান পাতা থেকে সরিয়ে দেওয়া উচিত অন্যগুলো ঠিকই আছে। আর তৃতীয় প্রস্তাবে সমর্থন জানাচ্ছি কিন্তু যেকোনো নীতিমালার পাতা যতো ছোটো রাখা সম্ভব ততই ভালো। আমরা কোনো সংবিধান বানাচ্ছি না একটা প্রকল্পে কাজ করছি সকলে মিলে। —মহাদ্বার আলাপ ০৭:৪০, ১৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মহাদ্বার! অ্যাঞ্জেলিনা জোলি নির্বাচিত থেকে কেন বাদ যাবে? আমি যদিও নিবন্ধটি পড়িনি, তবে পয়েন্টআউট করলে পড়তাম। -- ~ খাত্তাব , , ... ১৩:৫১, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • @আ হ ম সাকিব, আপনি যে কি একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়ে অবসরে চলে গেলেন, বুঝতে পারলাম না! আপনার প্রস্তাবনা গুলো পড়ছিলাম আর ভাবছিলাম আমি তাহলে একা নই, যদিও এখনো নবীশ, অন্যদের মতো করে সমস্যাগুলো নিয়ে আমিও ভাবছিলাম। এই বিষয়ে উইকিপিডিয়ার একজন অভিজ্ঞ স্বেচ্ছাসেবীর সাথে সাথে কথা হয়েছিল কিন্তু এখনও আমার কাজটি গুছিয়ে আনতে পারিনি। তাই, আমার প্রস্তাবনাটি তুলে ধরতে পারছি না। সত্যি বলতে উইকিপিডিয়ায় এত এত গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে যে, সেসব কারণে নতুন ব্যবহারকারীদের দিকে মনোযোগটা একটু কম হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। প্রথম সমস্যাটি আসলেই বেশ গুরুত্বপূর্ণ, কারণ এতে উইকিপিডিয়ার মানের ব্যাপারটি সরাসরি জড়িত। এক্ষেত্রে আপনার প্রস্তাবনায় আমার সমর্থন থাকলো। আর দ্বিতীয় এবং তৃতীয় সমস্যা দুটিকে আমি এক করে দেখার পক্ষপাতী। উইকিপিডিয়ার প্রধান পাতাগুলো দেখলে প্রথম যে ধাক্কা লাগে সেটি হলো, শুধু লেখা আর লেখা। এত লেখা থেকে সমসাময়িক সময়ের কারো পক্ষে প্রয়োজনীয় তথ্য উদ্ধার সম্ভব নয়। বিশেষ করে যদি বাংলাভাষী সাধারণ ব্যবহারকারীদের কথা চিন্তা করি। ব্যবহারকারীদের অধিকাংশ কম সময়ে অধিক তথ্যে আগ্রহী। তাদের জন্য তেমন করে সাজানো দরকার সব। যেমন, একটা ভুল বানানকে শুদ্ধ করতে একজন ব্যবহারকারীর সমস্ত নীতিমালা পড়াটা অনাবশ্যক। তাঁর শুধু জানা দরকার কিভাবে সম্পাদনাটি করা যেতে পারে এবং কি এড়িয়ে চলতে হবে। কিন্তু নবীন সম্পাদককে অনুল্লেখ্য সংশোধনের ক্ষেত্রেও বিভিন্ন উৎস পেরিয়ে তাকে দীর্ঘ নীতিমালা পড়ে সম্পাদনার জন্য পথটি এখনও বন্ধুর বলেই আমার ধারণা। যেটির উন্নতি সম্ভব। অপরপক্ষে, কোনো নবীন সম্পাদক যদি সম্পাদনার ব্যাপারে বিস্তারিত জানতে চায়, বা, কোনো স্পর্শকাতর অথবা বড় কোনো পরিবর্তন নিয়ে কাজ করতে চায়, তাকে তখন অতি অবশ্যই প্রয়োজনীয় নীতিমালা পড়িয়ে এনে সম্পাদনায় উৎসাহী করাটা শ্রেয়। এছাড়া এখনও সহজ শিক্ষামুলক ভিডিও'র অভাব রয়েছে বৈশ্বিক উইকিপিডিয়া প্রকল্প জুড়েই। বাংলা উইকিপিডিয়ায় এটি নিয়েও কাজ করার অনেক সুযোগ আছে। আমি নবীন সম্পাদকদের অন্তর্ভুক্ত করার এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই, কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তো প্রস্তাবনাটা তৈরী করাটা কিছুটা সহজ হবে। সারাংশ: সম্পাদনার ক্ষেত্রে নবীনদের উৎসাহী করতে তাদেরকে ধাপে ধাপে ছোট থেকে বড় ধরণের সম্পাদনার জন্য উৎসাহিত করা যেতে পারে। যেমন, ব্যবহারকারীর জন্য নীড়পাতা একটি যুগান্তকারী উপাদান। নীড়পাতাকে আরও উন্নত করার মাধ্যমে নবীন ব্যবহারকারিদেরকে উইকিপিডিয়ার প্রাথমিক সম্পাদনা থেকে শুরু করে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ধীরে ধীরে আরও গভীরে নিয়ে যাওয়া সম্ভব। আমি আশা করছি এভাবে 'ঝরে পড়া' রোধ করার মাধ্যমে, সম্পাদনায় আগ্রহী স্বেচ্ছাসেবী পাওয়া সম্ভব। ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ০৫:৩৭, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    উইকিপিডিয়া সবার সম্মিলিত উদ্যোগে উন্নয়নের একটি প্রকল্প। আশা করছি, কারুর অবসরে চলে যাওয়ার পরও তার সঠিক ও প্রয়োজনীয় প্রস্তাবনাগুলোকে বিবেচনা ও কাজে নিয়ে যাওয়ার মত লোকের সংখ্যা কম হবেনা। -- ~ খাত্তাব , , ... ১৮:৩৮, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপ ২০২২

সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপ ২০২২ শুরু হয়েছে!

এই জরিপটি হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সম্প্রদায়ের প্রযুক্তি দলটির আগামী বছরের মাঝে কী নিয়ে কাজ করা উচিত তা স্থির করা হয়। আমরা সবাইকে ২৩ জানুয়ারি-এর মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার জন্য, অথবা অন্যদের প্রস্তাবনায় মন্তব্য করে সেগুলিকে আরও উন্নত করতে সহায়তা করার জন্য আহ্বান করছি।

২৮ জানুয়ারি ও ১১ ফেব্রুয়ারি-এর মধ্যে সম্প্রদায়ের লোকজন এই প্রস্তাবগুলিতে ভোট দিবেন।

সম্প্রদায়ের প্রযুক্তি দল, উইকিমিডিয়ার অভিজ্ঞ সম্পাদকদের জন্য সরঞ্জাম সৃষ্টিতে বেশি মনোনিবেশ করে থাকে। আপনি যে কোনও ভাষায় প্রস্তাব লিখতে পারেন, এবং আমরা সেগুলি আপনার জন্য অনুবাদ করব। আপনাকে ধন্যবাদ, এবং আমরা আপনার প্রস্তাবগুলি দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছি! SGrabarczuk (WMF) (talk) ২০:৪৫, ১০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

WMF study: বাংলা উইকিপিডিয়ায় বেনামী সম্পাদনা সম্পর্কে আরও জানতে আমাদের সাহায্য করুন

বাংলা উইকিপিডিয়ার সকল সম্পাদককে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি!

উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্রোথ দল, ঠিক কি কারণে উইকিপিডিয়ার সম্পাদকদের একটি বড় অংশ অ্যাকাউন্টে প্রবেশ ব্যতীতই সম্পাদনা করে থাকে, সে সম্পর্কে বিস্তারিত ধারণা নেবার চেষ্টা করছে। এটি "আইপি সম্পাদনা" বা "বেনামী সম্পাদনা" নামেও পরিচিত।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সম্পাদকদের একটি সংক্ষিপ্ত সমীক্ষা (যা ৫ -১০ মিনিট সময় নিতে পারে) সম্পূর্ণ করে এই গবেষণায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমীক্ষার শেষে আপনি পরিচয় গোপন রেখে এই বিষয় সম্পর্কে একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে আগ্রহী হবেন কিনা তা জানতে চাওয়া হবে। সাক্ষাৎকারটি আমাদের গবেষণা সহযোগী জাহ্নবীর সাথে আয়োজিত হবে এবং সাক্ষাৎকারে নির্বাচিত স্বেচ্ছাসেবকদের জন্য একটি ছোট্ট শুভেচ্ছা উপহারের ব্যবস্থাও থাকছে।

গুগল ফর্মে হোস্টকৃত সমীক্ষার লিঙ্ক

গবেষণাটির গোপনীয়তা বিবৃতি

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যেকোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন। -- MRaish (WMF) (আলাপ) ২০:০২, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Hureo হল ভারত ভিত্তিক একটি ব্যবহারকারী গবেষণা সংস্থা, যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গবেষণা প্রকল্পটির দায়িত্ব গ্রহণ করছে। Hureo যেন অংশগ্রহণকারীদের ব্যক্তিগত তথ্য যত্নের সাথে রক্ষা ও ব্যবহার করে, তার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশন কিছু নীতিমালা আরোপ করেছে। আরো জানতে চাইলে Hureo এর গোপনীয়তা বিবৃতি দেখুন।

@MRaish (WMF): সমীক্ষার লিংক কাজ করছে না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:১৩, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya: My apologies! It should be working now (and apologies for the use of English) MRaish (WMF) (আলাপ) ২১:২৬, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ট্রাস্টি বোর্ডের নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আহ্বান করা হচ্ছে

বার্তাটি মেটা-উইকিতে আরও একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে।

ট্রাস্টি বোর্ডের নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আহ্বান করা হচ্ছে এবং এটি ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শেষ হবে।

এই প্রতিক্রিয়া আহ্বান উদ্যোগে, আন্দোলনের কৌশল ও শাসন দল একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করছে। আমাদের পদ্ধতির মধ্যে ২০২১ সালের প্রক্রিয়া থেকে সম্প্রদায়ের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। আলোচনাটি মূল প্রশ্নগুলিতে ফোকাস করবে। উদ্দেশ্য হল এই মূল প্রশ্নগুলি সম্পর্কে সম্মিলিত সংলাপকে অনুপ্রাণিত করা এবং সহযোগিতামূলক প্রস্তাব বিকশিত করা।

কথোপকথনে অংশ নিন

ধন্যবাদ,

আন্দোলনের কৌশল এবং শাসন CSinha (WMF) (আলাপ) ০৯:৫৮, ১২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আরবী নামকরণ ও পাতার নাম সংক্রান্ত

আমি আরবী নিবন্ধগুলো ইংরেজি হতেই অনুবাদ করছি। আমার নিজের অনুবাদের উপর ভরসা আছে। কথা হচ্ছে নামকরণ নিয়ে। আরবী নামগুলোর শুরুতে আল/আন/আস ইত্যাদি থাকে, যেগুলো বাংলায় ব্যবহার হয়না। ইংরেজরা তাদের ব্যাকরণ অনুসারে ব্যবহার করেন। কিন্তু আমি উইকিপিডিয়া আর কিছু ব্যাকরণবিমুখ লেখক ছাড়া আর কোথাও দেখিনি। এমন নামের শুরুতে আল-আন দিতে গেলে আসলে বিশাল ঝামেলা হয়ে যাবে। (যেমন: আমাদের মুঘলরা আরবি খুতবায় নিজেদের নামে আন/আল দিতেন। এখন সেগুলোও শোধরাতে হবে।) আবর দেখা যাচ্ছে, যাদের নাম প্রসিদ্ধ তাদের নামের আগে আল/আস ব্যবহৃত হচ্ছেনা। কিন্তু অপরিচিত লোকের নামের আগে আরবি বা ইংরেজি দেখে দেখে ব্যবহৃত হচ্ছে।
প্রয়োজন ছাড়া এই আল বা আন যুক্ত করার ব্যাপারে সম্প্রদায়ের নির্দেশিকা বা সিদ্ধান্ত কী? কোনো আলোচনা খুঁজে পাইনি এই সংক্রান্ত।

আরেকটা বিষয় ছিল, উসমানীয় বা মুসলিম শাসকরা নিজেদের নামের চেয়ে ভিন্ন উপাধিতে অনেক সময়ে বিখ্যাত হয়েছেন যে, মানুষ তাদেরকে সেই নামেই পরিচিত করেছে। যেমন: মুহাম্মাদ ফাতিহের বিষয়টাই ধরা যাক। তাকে ফাতিহ নামেই অধিকাংশ ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। এমনকি, বাংলায় তার একক ব্যক্তির উপর লিখিত যে কয়টি বই উপলব্ধ রয়েছে, সেগুলোর নামে ফাতিহ শব্দটিকেও মৌলিক হিসেবে নামকরণ করা হয়েছে। এখন গুগলে যারা মুহাম্মাদ ফাতিহকে চিনবেন, তারা উইকিপিডিয়ার পাতা থেকে উপকৃত হতে পারবেন না।
এই বিষয়টা নিয়ে আলাপ পাতায় একটা অনুচ্ছেদ ইতোমধ্যেই রয়েছে। কিন্তু সম্প্রদায়ের এসব বিষয়ে নির্দিষ্ট ও উল্লেখ করার মত নীতিমালা না থাকায় বিষয়টা নিয়ে ঝামেলায় পড়তে হয়। বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত। যদি কোনো আলোচনা বা নীতিমালা আমার চোখ ফাঁকি দেয়, সেটাও দেখানোর অনুরোধ থাকল। -- খাত্তাব হাসান (আলাপ) ০৬:০৫, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@খাত্তাব হাসান, উইকিপিডিয়ায় (বাংলা বা ইংরেজি যেকোনো) পাতার নামকরণের ক্ষেত্রে সেই ভাষার প্রচলিত নামকে প্রাধান্য দেওয়া হয়। ইংরেজির ক্ষেত্রে যেরকমটা হয়, আরবি নামটি কিছুটা পরিবর্তিত হয়ে যায়, পক্ষান্তরে বাংলার ক্ষেত্রে সরাসরি আরবি নামের প্রভাবটা বেশি। তাই বাংলায় প্রচলিত নাম অনেকটা আরবির অনুরূপ। তবুও, বিশেষভাবে আন, আসের বিষয়ে বলতে গেলে, বাংলায় সেগুলোকে আগের শব্দের সাথে -উন, -উস বিভক্তি আকারে যুক্ত হয়ে যেতে দেখা যায়।
ঐতিহাসিক নামের ক্ষেত্রে ইতিহাসবিদেরা তাদের গ্রন্থে ঐ ব্যক্তির রেফারেন্স দিতে যে নামটি ব্যবহার করেন, সেটিই বিবেচ্য হওয়া উচিত। আপনার উদাহরণ দিয়েই বলি, বাংলায় মুহাম্মাদ ফাতিহ নামটি অধিক প্রচলিত বিধায় এই নামটিই যথাযথ; আফতাব ভাই সম্প্রতি সেই নামে স্থানান্তরও করে দিয়েছেন। উইকিপিডিয়ার নীতিমালা এখানে স্পষ্ট, প্রচলিত এবং পণ্ডিতদের রেফারেন্স নামটিই নিবন্ধের নাম হবে। কাজেই এরকম নামের বিষয়ে কনফিউশন থাকলে অবশ্যই আলোচনা শুরু করবেন। -- — আদিভাইআলাপ০৯:৪৬, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আদিভাই! নীতিমালাটা ব্যাপক। আরবির সাথে খাস বা বৈশিষ্ট্যযুক্ত নয়। আরবি নামকরণের ব্যবহারটা কীভাবে সহজ করা যায়, এটা নিয়ে বিজ্ঞদের প্রচলিত একটা রীতি ইতোমধ্যেই বাংলায় রয়েছে। আমি আইয়ুবীয় রাজবংশ নিয়ে সামান্য পরিসরে কাজ করছি। কিছু নিবন্ধ রুক্ষ অনুদিত পেলাম, সাথে আল/আন মিলিত। আমি অবশ্য আল/আন ছাড়া অনুবাদ করছি। যেমন- মিশরের সুলতান নিবন্ধের সুলতানদের উপাধির তালিকা দেখতে পারেন। আবার আমার অবদান পাতায় সাম্প্রিতককালে অনুদিত কিছু নিবন্ধ পাবেন। কিন্তু কিছু নিবন্ধ ইতোমধ্যেই আল/আন দ্বারা ভরপুর। উদাহরণতঃ আস সালিহ আইয়ুব প্রবন্ধে তার ও বাকিদের নাম।
কথার কথা, আরবিতে যদি থাকে- আল-মালিক আন-নাসির; বাংলায় কেবল মালিকুন নাসির হওয়াই বিধেয়। যেমন: শেখ মুজিবুর রহমান নামের আরবি হবে: الشيخ مجيب الرحمن (বা আশ-শাইখ মুজিব আর-রহমান)। কিন্তু বাংলায় শেখ মুজিবুর রহমান হবে। আর এভাবেই সর্বক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। আবার কারো নাম যদি হয় আরবিতে, ابو الفضل (বা আবু আল-ফযল); আর সে যদি বাংলার হয়, তাহলে সহজেই তার নামের ব্যাপারে সিদ্ধান্তে আসা যাচ্ছে। আরবির নাম ইংরেজি হয়ে আসলেই সমস্যাটা দেখা দিচ্ছে।
অপরদিকে, ইমাদুদ্দিন বা নুরুদ্দিন জেনগি বা জিনকির নাম দেয়া হয়েছে, ইমাদউদ্দিন আর নুরউদ্দিন; ইমাদ আল-দিন বা নুর আল-দিন দিলে তাও কোনোভাবে মানা যায়, উদ কোথা থেকে এসেছে আমার জানা নেই। এভাবে আইয়ুবীয় আর উসমানীয়দের প্রায় নিবন্ধগুলোতেই সমস্যা রয়ে গেছে। এখন প্রচলিতের বিপরীতে বিজ্ঞদের ব্যবহারের বিষয় আছে, প্রতিটি নিবন্ধ আর নিবন্ধে উল্লেখিত ব্যক্তিদের নাম নিয়ে এভাবে পৃথক আলোচনা করতে গেলে মানোন্নয়নে সময় লাগবে। আমি সেজন্য একত্রে আলোচনা করতে চাচ্ছি, যাতে কম সময়ে সম্প্রদায়ের সাহায্যে কাজটা সহজে হয়ে যায়। -- ~ খাত্তাব , , ... ১০:১৩, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্যের অনুরোধ সম্পর্কে কিছু কথা

আমরা অনেকেই মন্তব্যের অনুরোধ পাতা নিজের নজর তালিকায় রাখিনা, বা রাখলেও মন্তব্যের অনুরোধ পাতায় তেমন অবদান রাখিনা! আমি সবাইকে অনুরোধ করছি মন্তব্যের অনুরোধ গুলোতে অবদান রাখতে, কেননা এই মন্তব্যের অনুরোধ আমাদের সম্প্রদায়ের কাজকে সহজ এবং সম্প্রদায়কে গঠনমূলক হতে সাহায্য করবে।

আগে আমাদের খুব বেশি সক্রিয় সম্পাদক না থাকলেও এখন মোটামুটি সম্পাদক সংখ্যা বেড়েছে। সকলকে মন্তব্যের অনুরোধ পাতা গুলোতে নিয়মিত সক্রিয় ভাবে অবদান রাখার এবং মতামত দেয়ার অনুরোধ করছি। ধন্যবাদ! জনি (আলাপ) ০৫:২১, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

চলচিত্রের উল্লেখযোগ্যতা নিয়ে নীতিমালাটি দেখুন যা মন্তব্য অনুযায়ী বানিয়েছি: [১] —মহাদ্বার আলাপ ০৮:৫৩, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন মন্তব্যের অনুরোধ

উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা সক্রিয়করণ : উইকিপিডিয়া নামস্থানের প্রায় ৮০ শতাংশ পাতা ইংরেজি বা মিশ্রিত ভাষায় লিখিত। দৃশ্যমান সম্পাদনায় সহজে অনুবাদ করা সম্ভব হয়। সেজন্য প্রকল্প নামস্থানে দৃশ্যমান সম্পাদনা সক্রিয় করতে অনুরোধ রেখেছিলাম। সক্রিয় ও আগ্রহী ব্যবহারকারীদের দৃষ্টি দেয়ার অনুরোধ থাকল। ~ খাত্তাব , , ... ১৮:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Subscribe to the This Month in Education newsletter - learn from others and share your stories

Dear community members,

Greetings from the EWOC Newsletter team and the education team at Wikimedia Foundation. We are very excited to share that we on tenth years of Education Newsletter (This Month in Education) invite you to join us by subscribing to the newsletter on your talk page or by sharing your activities in the upcoming newsletters. The Wikimedia Education newsletter is a monthly newsletter that collects articles written by community members using Wikimedia projects in education around the world, and it is published by the EWOC Newsletter team in collaboration with the Education team. These stories can bring you new ideas to try, valuable insights about the success and challenges of our community members in running education programs in their context.

If your affiliate/language project is developing its own education initiatives, please remember to take advantage of this newsletter to publish your stories with the wider movement that shares your passion for education. You can submit newsletter articles in your own language or submit bilingual articles for the education newsletter. For the month of January the deadline to submit articles is on the 20th January. We look forward to reading your stories.

Older versions of this newsletter can be found in the complete archive.

More information about the newsletter can be found at Education/Newsletter/About.

For more information, please contact spatnaik@wikimedia.org.


About This Month in Education · Subscribe/Unsubscribe · Global message delivery · For the team: ZI Jony (Talk), শনিবার ১৪:৪৫, ২০ এপ্রিল ২০২৪ (UTC)

সম্প্রদায়ের প্রযুক্তিকুশলীদের সাথে কথা বলুন

হ্যালো

We, the team working on the Community Wishlist Survey, would like to invite you to an online meeting with us. It will take place on ১৯ জানুয়ারি (বুধবার), 18:00 UTC on Zoom, and will last an hour. This external system is not subject to the WMF Privacy Policy. Click here to join.

আলোচ্যসূচী

  • Bring drafts of your proposals and talk to to a member of the Community Tech Team about your questions on how to improve the proposal

বিন্যাস ও কার্যপদ্ধতি

মিটিংটি রেকর্ড বা স্ট্রিম করা হবে না। অ্যাট্রিবিউশন ছাড়া বাকি নোটগুলি মেটা-উইকিতে নেওয়া হবে এবং প্রকাশ করা হবে।

আমরা ইংরেজি, ফরাসি, পোলিশ, স্প্যানিশ, জার্মান এবং ইতালীয় ভাষায় জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিতে পারব। আপনি যদি আগে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তবে সেগুলি সম্প্রদায়ের ইচ্ছাতালিকা জরিপের আলাপ পাতায় যোগ করুন বা sgrabarczuk@wikimedia.org ঠিকানায় পাঠান।

নাটালিয়া রদ্রিগেজ (কমিউনিটি টেক ম্যানেজার) এই মিটিংটি সঞ্চালনা করবেন।

আমন্ত্রণ লিংক

আশা করি আমরা আপনাকে দেখতে পাব! SGrabarczuk (WMF) (talk) ১৭:৩৮, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আন্দোলন কৌশল ও অনুশাসন খবর - প্রকাশন ৫

আন্দোলন কৌশল ও অনুশাসন খবর
প্রকাশন ৫, জানুয়ারী ২০২২সম্পূর্ণ সংবাদটি পড়ুন


আন্দোলন কৌশল ও অনুশাসন খবরের পঞ্চম সংখ্যায় আপনাকে স্বাগতম (পূর্বে সর্বজনীন আচরণবিধি সংবাদ হিসাবে পরিচিত ছিল)! পুনর্নির্মাণ সংবাদটি আন্দোলনের খসড়া সনদ, সর্বজনীন আচরণবিধি, আন্দোলন কৌশল বাস্তবায়ন সম্পর্কিত অনুদান, বোর্ড নির্বাচন এবং আন্দোলন কৌশল ও অনুশাসন সম্পর্কিত অন্যান্য বিষয় সংবাদ বিতরণ করে।

সংবাদটি ত্রৈমাসিক বিতরণ করা হবে, আর কিছু হালনাগাদ সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিক হিসাবে সাবস্ক্রাইবারদের কাছে সরবরাহ করা হবে। আপনি যদি এই হালনাগাদ পেতে চান তবে এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

  • ট্রাস্টি বোর্ডের প্রতিক্রিয়া আহ্বান - আসন্ন উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনের বিষয়ে আপনার মতামত জানাতে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিক্রিয়ার আহ্বান ১০ জানুয়ারি ২০২২ শুরু হয়েছে এবং ১৬ ফেব্রুয়ারী ২০২২ শেষ হবে। (আরও পড়ুন)
  • সর্বজনীন আচরণবিধি অনুসমর্থন - ২০২১ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্প্রদায়কে সর্বজনীন আচরণবিধি নীতি কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। প্রয়োগকারী নির্দেশিকার সংশোধিত খসড়াটি মার্চ মাসের মধ্যে সম্প্রদায়ের ভোটের জন্য প্রস্তুত হওয়া উচিত। (আরও পড়ুন)
  • আন্দোলনের কৌশল বাস্তবায়ন সম্পর্কিত অনুদান - যেহেতু আমরা বেশ কয়েকটি প্রস্তাব পর্যালোচনা করে চলেছি, আমরা আপনাকে আরও প্রস্তাব জমা দিতে উত্সাহিত করি যা আন্দোলনের কৌশল সংক্রান্ত সুপারিশ থেকে একটি নির্দিষ্ট উদ্যোগকে লক্ষ্য করে। (আরও পড়ুন)
  • সংবাদটির নতুন দিকনির্দেশ - UCoC সংবাদপত্রকে MSG সংবাদপত্র করার রূপান্তর প্রক্রিয়াতে আপনি ফ্যাসিলিটেটর টিমের সাথে এর নতুন নির্দেশগুলি কল্পনা এবং সিদ্ধান্ত নিতে অংশ নিতে পারেন। (আরও পড়ুন)
  • ডিফ ব্লগস - উইকিমিডিয়া ডিফ-এ MSG সম্পর্কে পড়ুন। (আরও পড়ুন)

CSinha (WMF) (আলাপ) ০৭:৪০, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

এবং আরেকটি প্রকল্প যা নিয়ে আমরা কেউ জানি না

মেটাতে ব্রাউজ করার সময় এই প্রকল্পটি খুঁজে পেলাম। বাংলা উইকি নিয়ে মশকরা শুরু হয়েছে মনে হচ্ছে। প্রায় লক্ষ্য করি বাংলা উইকি নিয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনে এমন বিশাল অঙ্কের অবাস্তব প্রস্তাব দেওয়া হয়। উইকিমিডিয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ব্যবহারকারীর দল টাকার অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারে না, প্রতিযোগিতা চালানোর জন্য, পুরস্কার পাঠানোর জন্য অর্থের জন্য অন্যের মুখ চেয়ে বসে থাকে ও কত কত মিতব্যয়ী হয়ে সংগঠন দুটিকে চলতে হয়। আর এনারা এসে এমন অবাস্তব প্রস্তাব করে! সম্প্রদায়কে স্বোচ্ছার হতে ও মন্তব্য করতে আহ্বান করছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৭, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • আমার মনে হয় অনুমোদিত সংগঠন হিসেবে এখন এই ব্যাপারগুলো নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারীদের দলের পক্ষ থেকে সম্প্রদায়ের আপত্তিগুলোর কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা উচিত। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৬, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • গবেষণার প্রস্তাবনা দেখে মনে হচ্ছে, প্রস্তাবকারীদের অন্যান্য উৎসে এই ধরণের গবেষণার অতীত অভিজ্ঞতা আছে। তাই, সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও নতুন উৎস থেকে গবেষণার জন্য অনুদান আহ্বান করছেন। তবে গবেষণা অনুদানের চেয়ার 'LZia'-র কথা শুনে মনে হয়েছে, আসলেই যে কেউ চাইলেই আবেদন করতে পারে। এতে মনে হয় না দোষের কিছু আছে। কিন্তু এভাবে যদি সম্প্রদায়ের সাথে আলোচনা না করে কেউ সরাসরি অনুদানের জন্য তহবিল চাইতে পারে, সেটা কি সঠিক বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় এই ধরণের অনুদানের জন্য অবশ্যই একটা শর্ত থাকা উচিত যেন সম্প্রদায়ের মতামত সেই প্রস্তাবনার সাথে অন্তর্ভুক্ত থাকে। অন্তত, সম্প্রদায়ের কোনো প্রশাসক দলকে যেন অবহিত করা হয়, সেই শর্তটি অবশ্যই প্রস্তাবনার সাথে থাকা আবশ্যিক করা উচিত। অথবা, তহবিল অনুমোদনের আগে মেটাউইকি যেন সম্প্রদায়ের সাথে আলোচনার প্রস্তাব উত্থাপন করে, এমন কিছু হলেও অন্তত থাকা দরকার। গবেষণার প্রস্তাবনা নিয়ে আমার মতামত অনুদানের পাতায় উল্লেখ করে দিয়েছি। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতের জন্য গবেষণা প্রস্তাবনার সাথে যেকোনো একটি ধাপে সম্প্রদায়ের সম্পৃক্ততার শর্তটি যোগ করার কথা আমাদের মেটাউইকি'র কাছে তুলে ধরা উচিত। ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ২১:৩৩, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিকমন্সে ছবি আপলোডের জন্য অনুরোধ

বেশ কিছু নিবন্ধ আছে যেগুলোর জন্য কমন্সে ছবি অনুপস্থিত। উইকিপিডিয়ানদের মাঝে কেউ পারলে নিচের নিবন্ধগুলোর জন্য ছবি তুলে আপলোড করার জন্য অনুরোধ করছি, উল্লেখ্য যে ছবিগুলো ইংরেজি উইকিপিডিয়াতেও ব্যবহার করা হবে:

যদি কেউ এমন কোন উইকিপিডিয়ান চিনে থাকেন যিনি এসব নিবন্ধের জন্য ছবি তুলে কমন্সে আপলোড করতে পারবেন তাকে এখানে পিং করে দেওয়ার জন্যেও অনুরোধ রইলো।

মেহেদী আবেদীন ০৯:০৪, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সুরসপ্তকের ছবি শ্রীঘ্রই পাওয়া যাবে আশা করি, কোন হালনাগাদ রাফিশাকিল (আলাপ · অবদান) ১১:০২, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আমার দল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সুরসপ্তকের ছবি নেয়ার চেষ্টা করছি; কিন্তু ইতোমধ্যেই আমাদের ওপর প্রচুর কাজের চাপ পড়ে গেছে। এই মুহূর্তে আমাদের হাতে থাকা প্রকল্পগুলোতে পুরোদমে কাজ করেও সামাল দিতে পারছি না। আজকেই পুরোটা সকাল বাইরে ছিলাম ড্রোন ভিউ তৈরির কাজে। তার ওপর কোভিড পরিস্থিতিও বেশ বড় একটি চিন্তা, আমাদের মা বাবারা আমাদের বাসা থেকে বের হতে দিতে চাইছেন না। এক কথায় হাজারটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, শুধু ড্রোন ওড়ানোর অনুমতির জন্যই গত এক সপ্তাহ ঘুরতে হয়েছে আমাকে। একটা পরামর্শ চাইব, শুধু সুরসপ্তকের ছবি নেয়ার জন্য তো এতো আয়োজন করে ওখানে যাওয়া কঠিন হবে; এয়ারপোর্টের ওই দিকে আর কি কি স্থাপনার ছবি নেয়া যেতে পারে? যেন গেলে একসাথে সবগুলোরই ছবি নিয়ে আসতে পারি। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৫৩, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi: আপনার নিরাপত্তার স্বার্থে আমি আপনার বর্তমান ঠিকানা জানতে চাইবো না। তবে এয়ারপোর্টের দিকে বলতে এর আশেপাশের সীমানা কতটুকু বোঝানো হচ্ছে সেটা বললে আমার জন্য নিবন্ধের নাম বলতে সুবিধা হয়। মেহেদী আবেদীন ১৩:০৬, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
মেহেদী আবেদীন ভাই, আমার দলটা আসলে নটর ডেম কলেজের একটা ক্লাব থেকে কলেজের ছাত্রদের নিয়ে গঠিত একটা দল; আমরা নটর ডেম কলেজের আশেপাশে থেকেই যাত্রা শুরু করবো; ধরুন ট্রেনে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে ছবি তুলে আবার ট্রেনেই ব্যাক করা যেতে পারে। এর ভেতর যা যা করা সম্ভব আরকি। কবের ভেতর করতে পারবো, তার নিশ্চয়তা দিতে পারছি না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকদের একটি বড় অংশ কোভিড পজিটিভ এবং সে কারণেই আমাদের সবরকম কাজ মারাত্মক ধীর হয়ে গেছে। আর আমাদের আরো কিছু পরিকল্পনা ছিল, যেমন আমরা হয়তো পার্ক বা বোটানিক্যাল গার্ডেন গুলোয় গিয়ে ছবি তোলার কাজ করতে পারি। তাছাড়া আমার দলের চিত্রগ্রাহক ব্যবহারকারী:Roudra007 ইতোমধ্যেই তার সুন্দরবন ভ্রমণের কিছু ভালো ছবি আপলোড করা শুরু করেছে, যেগুলো এখানে পাওয়া যাবে; ও একটু একটু করে কমন্সে ছবি আপলোড দেয়া শিখছে, তাই খুব ধীরগতিতে আপলোড দিচ্ছে। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৪:০১, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi: আপনি যখন সুরসপ্তকের ছবি তুলবেন তখন তার সাথে এমইএস মোড়, জিয়া কলোনি, রেডিসন হোটেল, এবং এলাকাগুলোর রোডের ছবি তুলতে পারেন। ট্রেন যদি উত্তরার দিকে থামে তবে হজ ক্যাম্পের দিকে কিছু ছবি তুলতে পারেন। আপনার চেনাজানা উত্তরার ফটোগ্রাফার উইকিপিডিয়ান থাকলে এখানে পিং করার জন্য অনুরোধ রইল। মেহেদী আবেদীন ১৪:৩৬, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi আমি যে জিনিস নিয়ে খটমট করি :P কমন্সের ছবির শিরোনাম বাংলায় না দেওয়া হলেও, অন্তত পক্ষে আল্লার ওয়াস্তে কমন্সের ছবিতে যেন বাংলা বিবরণ যোগ করা হয়। এটা আমার অনুরোধ। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান ভাই, আমি বাংলা ব্যবহারের গুরুত্ব জানি এবং নিজেও সবাইকে সবার আগে সেটা করতেই উৎসাহিত করি। কিন্তু আপনি চিন্তা করুন, হয়তো এই ছবিগুলোর বাংলা বিবরণ যুক্ত করে দেবার মতো সম্পাদক পাওয়া কঠিন হবেনা। আমি হয়তো আমার দলের দুই তিনজনকেই একাজে প্রশিক্ষণ দিতে পারি। কিন্তু তার থেকেও জরুরী, এই ছবিগুলো সবার আগে সংগ্রহ করা। এরকম ছবি আপনি সচরাচর পাবেননা। আমাকে দলটা একটু গুছিয়ে উঠতে সময় দিন, দেখবেন একটা সময় সব গুছিয়ে কাজ করবার মতো দক্ষতা পেয়ে যাবে ওরা। এখনও ওরা শিখছে। ধরুন, ওকে আমি সবে কমন্সে ছবি আপ দেয়া শিখালাম। ও যদি আনন্দ পায়, ছবি আপ দিতে থাকুক; আনন্দটা জরুরী। তারপর একটা সময় আমি ওকে অনুরোধ করতে পারি যে, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমার মনে হয় অখানে বাংলায় একটা বিবরণ যোগ করে দেয়া উচিত। সত্যি কথা বলতে প্রথমেই বাংলা টাইপিং আর বাংলায় লেখা শেখানোর জন্য জবরদস্তি করতে গিয়ে আমি প্রচুর সদস্য হারিয়েছি (কম করে হলেও ১০ জন) আমার দল থেকে, যারা হয়তো একটা সময় খুব ভালো স্বেচ্ছাসেবা দিতে পারতো। তাই আমি একটু ধীরেসুস্থে মাথা ঠান্ডা করে এগোচ্ছি। আশা করছি সবাই পাশেই থাকবেন। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৫:২৪, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi: সমস্যা হল যদি শুরুর সময়ে না শিখানো হয়, তবে পরে সেই অভ্যাস পরিবর্তন করা কঠিন। এক সময় এই বাংলা উইকিতেই, পুরাতনরা ছবি আপলোডের সময় ইংরেজি উইকির বিবরণ কপি-পেস্ট করত ও নতুরা এসে পুরাতনদের অনুসরণ করত। সবার এই অভ্যাস দূর করতে আমার অনেক কাঠ-খড় পোড়াতে হয় ও অনেক পুরানদের কপি-পেস্ট করা বিবরণ বাংলা করতে অনেক সময় ব্যয় করতে হয়। এমনকি, এই মুহূর্তে কমন্সে আমার দুইজনের নাম মনে পড়ছে যাদের বাংলা লেখার সরঞ্জাম থাকা সত্ত্বেও ও তাদের বেশ কয়েববার অনুরোধ করা সত্ত্বেও তারা বাংলা বিবরণ যোগ করছেন না।
আমি বলছি না জোর করা হোক। কিন্তু যখন কমন্সে আপলোড করা শিখানো হয়, সেই সময়ে এই বিষয়টি তাদের শিখানো জরুরী, কীভাবে করতে হয় তা দেখিয়ে দেওয়া জরুরী। আরেকটা সমস্যা হল, সম্ভবত কমন্সে তাদের সবার ইন্টারফেসের ভাষা ইংরেজিতে রয়েছে, ফলে আপলোডের তৃতীয় ধাপে যে বাংলা বিবরণ যোগ করা যায় তা অনেকে জানেও না। এখানে ক্লিক করে যে আপলোডের সময় বাংলা বিবরণ যোগ করা যায় তা তাদের শিখানো জরুরী। শিখানোর পর ও অনুরোধ করার পরেও যদি তারা বাংলা বিবরণ যোগ না করে, তবে তা তাদের ব্যাপার। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৭, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান ভাইয়া, আপনার কথারও যুক্তি আছে। আমি খেয়াল রাখবো এটা করা যায় কিনা। আসলে একজন সম্পূর্ণ নতুন মানুষকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেয়ার সময় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে; এবং সেই সবগুলো নিয়ামকের সমন্বয় করে আমাদের এমনভাবে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা লাগে যেন মানুষটা ভয় পেয়ে চলে না যান। প্রচুর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে এখানে। আশা করি কাজ করতে করতে যখন সম্প্রদায়ের হাতে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আর তথ্য-উপাত্ত এসে জমা হবে, তখন আর এগুলো নিয়ে খুব বেশি কষ্ট করা লাগবেনা। আর মেহেদী আবেদীন ভাইয়া, কিছুক্ষণ আগেই বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা এসেছে। যেহেতু আমরা নটর ডেম কলেজ কর্তৃপক্ষের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের ভেতর কাজ করি এবং আমাদের সমস্ত কাজের জন্য তাঁদের কাছে জবাবদিহি করতে বাধ্য; তাই আমাদেরও সমস্ত আউটডোর কাজ স্থগিত করা ছাড়া আর কোনো উপায় নেই। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৯:০১, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Namaskar

Nomoskar, ami english wikipedia theke aschi. Ekhane likhte chai. Ki bhabe suru korbo, ar ki korbo, kicchu bujhte parchi na. Ekhane konta ki setao bujhte parchi na. Jemon dhorun english wikipedia e te teahouse bole ekta jayga ache. Ekhane seta kothay jani na. Doya kore sahajyo korun amay. Dhanno bad. -- Itcouldbepossible (আলাপ) ০৫:৫২, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Itcouldbepossible: স্বাগতম, উইকিপিডিয়া:চাঘর দেখুন।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:০২, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিবিদ্যালয় নাকি উইকিবিশ্ববিদ্যালয়?

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



উইকিপিডিয়ার সহপ্রকল্প উইকিবিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে প্রশ্ন ছিল। নামকরণটি কে কীভাবে করল? নামটি উইকিবিদ্যালয় হওয়াটাই যথার্থ ছিল। প্রসঙ্গতঃ হিন্দিতে উইকিবিদ্যালয় নামেই প্রকল্পটি চূড়ান্ত হয়েছে। উইকিবিশ্ববিদ্যালয় নামটি বড়। প্রয়োজনে উইকিভার্সিটি (বাংলায় ভার্সিটি বহুল প্রচলিত) নাম দেয়া যেতে পারত।

এখানে কেন বলছি

কারণ, উইকিবিশ্ববিদ্যালয়ের সহপ্রকল্প হিসেবে এখানেই সর্বাধিক টেমপ্লেট ও প্রধান পাতায় যুক্ত হয়েছে। বেটা ভার্সিটির এক বা দুইটি পাতাতেই কেবল নামটি যুক্ত করা হয়েছে। আর উইকিমিডিয়া বাংলা সম্প্রদায়ের অধিকাংশই এই আলোচনাসভায় সরব। -- ~ খাত্তাব , , ... ১৬:৩৫, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • প্রকল্পের ধরণ/বিষয়বস্তু অনুযায়ী বিশ্ববিদ্যালয় ই উপযুক্ত বলেই আমার মনে হয়। প্রচলিত বাংলা শব্দ বিদ্যমান থাকতে ভার্সিটি ব্যবহারের কোন যোক্তিকতা নেই —শাকিল (আলাপ · অবদান) ০৪:০৫, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil বিষয়বস্তু আসলে প্রাক-প্রাথমিক থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় বা আরো উচ্চতর বিষয়সমূহ। বিশ্ববিদ্যালয় দীর্ঘ নাম; সেজন্যই দেশীয়রাও ভার্সিটিই কথ্যরূপে বেশি ব্যবহার করেন। যেমন, ঢাকা ভার্সিটি বা চিটং (চিটাগাং) ভার্সিটি। অথবা ভার্সিটিতে আসুন ইত্যাদি। ভার্সিটি এক হিসেবে বাংলা শব্দই। কারণ, ইংরেজিতে ইউনিভার্সিটির সংক্ষিপ্ত হচ্ছে ইউনি। ভার্সিটি ভারতবর্ষে বা বেশিরভাগ বাংলাতেই অধিক ব্যবহৃত। আর প্রকল্পের নাম সংক্ষিপ্ত হওয়াই বিধেয়। নইলে ভাবুন, উইকিএনসাইক্লোপিডিয়া নাম হলে কত সমস্যা হত। হিন্দিতেও উইকিবিদ্যালয়ই ব্যবহৃত হয়েছে। যেখানে, ইউনিভার্সিটির হিন্দি হচ্ছে বিশ্ববিদ্যালয়। -- ~ খাত্তাব , , ... ০৪:২০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @খাত্তাব হাসান ইংরেজির প্রসঙ্গ বাংলাতে টানলে হবে না, তারা তাদের সুবিধামত নাম দিয়েছে, আমরা যেই কারণে উইকিবুক ব্যবহার না করে উইকিবই ব্যবহার করছি, উইকিসোর্স ব্যবহার না উইকিসংকলন ব্যবহার করছি, সেই একই কারণে আমাদের বাংলা শব্দ বিশ্ববিদ্যালয় ব্যবহার করার ক্ষেত্রে ছোট-বড় নাম সমস্যা সৃষ্টি করবে বলে আমি মনে করি না। বিদ্যালয় হবে নাকি বিশ্ববিদ্যালয় হবে সেটা নিয়ে বিশদ আলোচনা হতেই পারে —শাকিল (আলাপ · অবদান) ০৫:১০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil প্রসঙ্গ টানিনি; উদাহরণ দিলাম। সহজ ও উদ্দেশ্য পূর্ণ হয় এমন নাম হওয়াই বিধেয়। -- ~ খাত্তাব , , ... ০৭:১৪, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

Wikimedia Wikimeet India 2022 Postponed

Dear Wikimedians,

We want to give you an update related to Wikimedia Wikimeet India 2022. Wikimedia Wikimeet India 2022 (or WMWM2022) was to be conducted from 18 to 20 February 2022 and is postponed now.

Currently, we are seeing a new wave of the pandemic that is affecting many people around. Although WMWM is an online event, it has multiple preparation components such as submission, registration, RFC etc which require community involvement.

We feel this may not be the best time for extensive community engagement. We have also received similar requests from Wikimedians around us. Following this observation, please note that we are postponing the event, and the new dates will be informed on the mailing list and on the event page. Although the main WMWM is postponed, we may conduct a couple of brief calls/meets (similar to the Stay safe, stay connected call) on the mentioned date, if things go well.

We'll also get back to you about updates related to WMWM once the situation is better. Thank you MediaWiki message delivery (আলাপ) ০৭:২৭, ২৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Nitesh Gill

on behalf of WMWM

Centre for Internet and Society

Test started

Please see উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২১/১১-১২#A/B test for New Discussion Tool. This started today. Thank you for your patience. -- Whatamidoing (WMF) (আলাপ) ০৩:৫৮, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

১৮ পেরিয়ে বাংলা উইকিপিডিয়া - প্রত্যাশা ও প্রাপ্তি

সুধী,

২০২২ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া ১৮ বছর পূর্ণ করেছে। এই ১৮ বছর শেষে বাংলা উইকিপিডিয়া নিয়ে আমাদের কী প্রত্যাশা ছিল, তার কতখানি অর্জন করতে পেরেছি এবং সামনের দিনে আমাদের আরো কী করা প্রয়োজন তা নিয়ে সংক্ষিপ্ত আত্মমূল্যায়ণধর্মী আলোচনা।

তারিখ: ২৯ জানুয়ারি, ২০২২, শনিবার

সময়: সন্ধ্যা ৭টা হতে ৮টা (বাংলাদেশ), ৬:৩০টা হতে ৭:৩০টা (ভারত)

এছাড়াও আপনার স্থানীয় সময় দেখতে পারেন এখানে: https://zonestamp.toolforge.org/1643461216

আলোচনায় থাকবেন:

  1. সুব্রত রায় – প্রশাসক ও সর্বোচ্চ নিবন্ধ সৃষ্টিকারী, বাংলা উইকিপিডিয়া
  2. গৌতম রায় – সহকারী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. জয়ন্ত নাথ – প্রশাসক, বাংলা উইকিপিডিয়া; পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দলের পরিচালন পর্ষদের সদস্য
  4. নাহিদ সুলতান – প্রশাসক, বাংলা উইকিপিডিয়া; সাবেক সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
  5. অংকন ঘোষ দস্তিদার – বাংলা উইকিপিডিয়ান; সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

আলোচনাটি অনলাইন দেখা যাবে এই লিংকে: https://www.facebook.com/events/263104699277589/

ধন্যবাদান্তে,

মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:১২, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ডেস্কটপেও চালু হলো "একটি ছবি যুক্ত করুন"

প্রিয় সবাই, আপনারা জানেন যে গত নভেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যটি নবাগতদের নীড়পাতার মাধ্যমে চালু হয়েছিল (এ সংক্রান্ত পূর্বের আলোচনা: [১], [২])। প্রাথমিকভাবে কেবলমাত্র মোবাইল সংস্করণের জন্য চালু হলেও সম্প্রতি ডেস্কটপ সংস্করণেও এ বৈশিষ্ট্যটি চালু হয়েছে। নবাগতদের নীড়পাতায় 'পরামর্শকৃত সম্পাদনা' অংশে মধ্যম সম্পাদনার ধরনে "একটি পরামর্শকৃত ছবি যুক্ত করুন"-এ ক্লিক করার মাধ্যমে এ বৈশিষ্ট্যটি ব্যবহার করা সম্ভব হবে। নতুন এ বৈশিষ্ট্যটি সহজ অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে, যা উইকির সহপ্রকল্প এবং উইকিউপাত্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছবিবিহীন নিবন্ধে ছবির পরামর্শ দেবে। নবাগতরাও যেন নিবন্ধে সহজে ছবি যুক্ত করতে পারেন এবং আগ্রহের সাথে অবদান রাখতে পারেন, সেই উদ্দেশ্যেই এই বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে।

এই বৈশিষ্ট্য যেভাবে কাজ করবে:

  • নতুন অ্যাকাউন্ট তৈরি করা ৪০% নবাগত স্বয়ংক্রিয়ভাবে (default) কাজ হিসেবে "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্য পাবে, ৪০% নবাগত বৈশিষ্ট্যটি পাবেন না, ২০% নবাগত আগের মতই গ্রোথ বৈশিষ্ট্য পাবে না।
  • ২৯শে নভেম্বর এ বৈশিষ্ট্য যখন প্রথম চালু হয়, তার পর থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করা ৪০% নবাগতদের দল এ বৈশিষ্ট্য লাভ করবেন।

এ বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মতামত, অভিজ্ঞতা জানান আমাদের। ধন্যবাদ!

দ্রষ্টব্য: আপনার পছন্দের নিম্নভাগে "নবাগতদের নীড়পাতা" শীর্ষক অংশ নির্বাচনের মাধ্যমে আপনি নবাগতদের নীড়পাতা চালু করতে পারবেন। ― Ankan (WMF) (আলাপ) ১৩:২৪, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সকলকে শুভেচ্ছা। “আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু” এই স্লোগান নিয়ে আজ থেকে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২। এই প্রতিযোগিতা ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চলবে। বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে ১,১৭,৩৯৪টি নিবন্ধ রয়েছে; কিন্তু অনেক নিবন্ধই শুরু হয়েছে অল্প দুই/একটি বাক্য দিয়ে। এধরনের অসম্পূর্ণ/ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহকে সম্পূর্ণ করে বাংলা উইকিপিডিয়ার মান বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।

এই প্রতিযোগিতা আয়োজন করেছে উইকিমিডিয়া বাংলাদেশ। এছাড়া পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে। সকলে অংশগ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলির মান বৃদ্ধিতে সাহায্য করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Vector 2022

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

Hi everyone,

On Tuesday, February 1, the Wikimedia Foundation Web team made a technical change. It split the Vector skin from having two versions to being presented as two separate options in the list of skins in preferences. This change was intended to be purely technical and have no effects on your end. If everything had gone as planned, you would have had to go to preferences to notice the difference.

However, the change had a bug which switched some people from their selected interface of legacy Vector (2010 version) to the new Vector (2022 version). They saw this even though they had explicitly requested the older version of the skin. We apologize for this inconvenience. To switch back to legacy Vector (2010 version), please go to the appearance tab in your preferences and select the option under the skin section (আবরণ).

If you are interested in the changes we are making, would like to learn more, or leave feedback about our new version of the interface, please see our project page.

আপনাকে ধন্যবাদ! SGrabarczuk (WMF) (আলাপ) ০২:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, ফেব্রুয়ারি ২০২২

সুপ্রিয় বাংলা উইকিপিডিয়ানবৃন্দ,

ফেব্রুয়ারি মাসের আসন্ন অনলাইন আড্ডায় আপনাদের স্বাগত জানাই। অনলাইন আড্ডাটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি, শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা হতে রাত ৯:৩০ পর্যন্ত এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট হতে রাত ৯টা পর্যন্ত। আড্ডায় অংশগ্রহণের জন্য এবং বিস্তারিত জানতে দেখুন: wmbd:আড্ডা:বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, ফেব্রুয়ারি ২০২২

(আসল ইমেইল) -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

CIS - A2K Newsletter January 2022

Dear Wikimedians,

Hope you are doing well. As a continuation of the CIS-A2K Newsletter, here is the newsletter for the month of January 2022.

This is the first edition of 2022 year. In this edition, you can read about:

  • Launching of WikiProject Rivers with Tarun Bharat Sangh
  • Launching of WikiProject Sangli Biodiversity with Birdsong
  • Progress report

Please find the newsletter here. Thank you MediaWiki message delivery (আলাপ) ০৮:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Nitesh Gill (CIS-A2K)

উইকিপিডিয়ায় সম্পাদনার টিউটোরিয়াল তৈরি

সুধী,

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত "বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, ফেব্রুয়ারি ২০২২"-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নবাগত উইকিপিডিয়ানদের জন্য কিছু টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হবে। ভিডিওগুলোয় কীভাবে উইকিপিডিয়ায় সম্পাদনা করতে হয় বা কীভাবে নিবন্ধ তৈরি/অনুবাদ/মানোন্নয়ন করতে হয় ইত্যাদি বিষয় দেখানো হবে।

এসব টিউটোরিয়াল তৈরির জন্য (স্ক্রিপ্ট লেখা, ভিডিও (স্ক্রিন রেকর্ড) করা, অডিওতে কণ্ঠ দেওয়া ইত্যাদি ক্ষেত্রে) স্বেচ্ছাসেবক প্রয়োজন। যারা সাহায্য কর‍তে আগ্রহী তারা অনুগ্রহপূর্বক আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন।

যোগাযোগ: https:// m.me/myselftahmid

-- তাহমিদ (আলাপ) ০৭:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Tahmid; আমি ফেসবুকে বা কোনো সোশ্যালে নেই। কোনো করার মত কাজ থাকলে আমাকে ইমেইল করতে পারেন। -- ~ খাত্তাব , , ... ০৮:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান: আচ্ছা, প্রয়োজন অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করবো। — তাহমিদ (আলাপ) ০৮:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: অনেকগুলো ভিডিও বানিয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আশা করি বাংলা উপাখ্যান(ক্যাপশন) দিবেন। —মহাদ্বার আলাপ ০৮:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Greatder: ঐ ভিডিওগুলোয় অডিও নেই। নতুন ভিডিওগুলোয় ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সব টপিক দেখানো হবে আর অডিও যোগ করা হবে। আর ডেস্কটপ আর মোবাইলের জন্য আলাদা টিউটোরিয়াল ভিডিও তৈরির পরিকল্পনা করা হয়েছে। — তাহমিদ (আলাপ) ০৯:১২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
চাইলে ডাবিং করতে পারেন। মোবাইল ও ডেস্কটপে আলাদা ভিডিওর সিদ্ধান্তকে স্বাগত জানাই, প্রয়োজন হলে আমি ক্যাপশন করে দিব। ম্যাটারমোস্টে বার্তা দিতে পারেন। —মহাদ্বার আলাপ ১১:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Tahmid: সম্ভবত হলে, অডিওতে কণ্ঠ দেওয়ার আগে স্ক্রিপ্টের খসড়া উইকিতে আপনার উপপাতায় বা কোথাও প্রকাশ করিয়েন। তাহলে যাদের ফেসবুক নেই তারাসহ সকলে বিভিন্ন পরামর্শ দিতে পারবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@তাহমিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগের জন্য। এই ধরণের কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। সময়ের অভাবে বাস্তবায়ন করা হয়ে ওঠেনি। এই প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো স্তরেই আমি অবদান রাখতে পারি। আমার অভিজ্ঞতা বলে, স্ক্রিপ্ট তৈরী করে এরপর পরীক্ষামূলক ডাটা/পাতা তৈরী করে, তারপর স্ক্রিন রেকর্ড করা যেতে পারে। স্ক্রিন রেকর্ডের সাথে সাথে ভয়েস ওভার যেমন করা যেতে পারে, আবার, স্ক্রিন রেকর্ডের পরেও ভয়েস ওভার যোগ করা যেতে পারে। তবে, স্ক্রিন রেকর্ডের পরে ভয়েস ওভার যোগ করাটা বেশ সুবিধাজনক। পুরো প্রকল্পের ভিডিওগুলোতে সামঞ্জস্য আনতে একই ধরণের ভিডিও সম্পাদনা এবং স্ক্রিনে একই ধরণের অ্যানিমেশন/শিরোনাম/বর্ণনা থাকলে সেটি দেখতে নান্দনিক হবে। যে কোনো ধরণের প্রয়োজন হলে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। আপনাকে অশেষ ধন্যবাদ! — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ১৪:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

sobbanglay.com

এই ওয়েবসাইটটা কি নির্ভরযোগ্য? আমার মতে অনির্ভরযোগ্য, কিন্তু প্রায় ৭৫+ নিবন্ধে ব্যবহার হয়েছে (বেশিরভাগই ব্যবহারকারী:Siman96 যোগ করেছেন)। উৎসটা মুছতে আমাকে অনেকগুলো পাতায় সম্পাদনা করতে হবে, তাই প্রথমে নিশ্চিত হতে চাই, অন্যদের মতামত চাই। — AKanik 💬 ০৬:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাদেরকে ধন্যবাদ। আমি কাজ শুরু করেছি (যেমন এখানে)। আমি সময় নিয়ে করব। আপনারাও করতে পারেন, সময় থাকলে। — AKanik 💬 ১২:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

'সববাংলায়' এ প্রত্যেক তথ্য সম্পাদকমণ্ডলী ভেরিফাই করে। আমি নিজে সম্পাদকমন্ডলীর একজন। সববাংলায়-এর তথ্য যাচাই করার সময় উইকিতে যে তথ্য নেই, সেই তথ্য আমি এখানে যোগ করে থাকি যাতে উইকিরও মানোন্নয়ন ঘটে। সববাংলায় শুধুমাত্র একটি তথ্যভিত্তিক সাইট। এখানে প্রকাশিত সকল তথ্য দক্ষ সম্পাদকমন্ডলী দ্বারা পরীক্ষিত এবং সঠিক। উইকির মানোন্নয়নের জন্য এভাবে তথ্য বাড়ানো যদি আপনাদের ঠিক মনে না হয়, তাহলে এরপর থেকে আর উইকির তথ্য সম্প্রসারণে মনোনিবেশ করবো না। সববাংলায়-এর তথ্য যাচাই-এর কাজ আমাকেই করতে হয়, তাই একইসঙ্গে উইকির মানোন্নয়নও করার চেষ্টা করতাম সাধ্যমতো। কিন্তু আপনাদের আপত্তি থাকলে করবো না। এ ব্যাপারে আপনাদের মতামত জানান। -- Siman96 (আলাপ) ০৫:১১, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Siman96: ধন্যবাদ। আপনার মানোন্নয়নে বাধা দিব না, শুধু সববাংলায় সূত্রটি অপসারণ করব, যার কারণ উপরে আলোচনা হয়েছে। (আর শুধু আপনাদের ওয়েবসাইট নয়, আরও ওয়েবসাইট অনির্ভরযোগ্য তালিকাভুক্ত হয়েছে ও হবে।) আপনার দেয়া কিছু তথ্যযোগও অবশ্য বাতিল করেছি যার কারণ আপনাদের ওয়েবসাইটের সাথে হুবহু মিল ছিল (আপনাদের ওয়েবসাইটে লেখা "All rights reserved", অন্যদিকে উইকিপিডিয়া হল সিসি-বাই-এসএ ৩.০)। হুবহু না দিয়ে তথ্য যোগ করলে কপিরাইট সমস্যাও থাকবে না। — AKanik 💬 ০৮:১২, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সববাংলায় সাইটে প্রকাশিত একাধিক তথ্য মুদ্রিত গ্রন্থ ও একাধিক ওয়েবসাইটের তথ্য দ্বারা পরীক্ষিত, সমস্ত তথ্যসূত্রকে লেখার নিচে দেওয়া হয় না কারণ সেই লিস্ট অহেতু লম্বা হবে বলে। কিন্তু আপনাদের দাবি অনুযায়ী যদি সববাংলায় সাইটটিকে যদি নির্ভর‍যোগ্য মনে না হয়, সেক্ষেত্রে এই সাইটে প্রকাশিত তথ্যকেও নির্ভরযোগ্য ধরা যায় না৷ কিন্তু সেটা তো বাতুলতা। দ্বিতীয়ত আমাদের সাইটে কোনো ক্লিক বেইট নিউজ করা হয় না বা ভ্রান্ত খবর প্রচার করে ট্রাফিক বাড়ানোর চেষ্টা করা হয় না। কপিরাইটের কথাটা মানলাম এবং সেটি যদি কারণ হয় সেক্ষেত্রে আমি সরাসরি কপি না করে নিজের ভাষায় তথ্য আপডেট করতেও রাজি, কিন্তু সাইটকে অনির্ভরযোগ্য কেনই বা বলা হচ্ছে, সেই পক্ষপাতদুষ্ট মনোভাব মানতে পারছি না। ফলে সাইট যদি অনির্ভরযোগ্য হয়, তাহলে আমার উইকির মানোন্নয়নের কোনো ভিত্তিই থাকে না। অনুরোধ করব খোলা মনে সাইটের লেখাগুলি পড়ে দেখবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। -- Siman96 (আলাপ) ১৬:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
পক্ষপাতের কি হল? এখানে উইকিপিডিয়ার সবাই WP:RS অনুসারে নির্ভরযোগ্য কিনা যাচাই ও মন্তব্য করবেন। এভাবে সিদ্ধান্ত নেয়া হবে। উইকিপিডিয়া সম্প্রদায় যদি আপনার উৎসকে নির্ভরযোগ্য গণ্য করার সিদ্ধান্ত নেয়, আমার তো আপত্তি নেই। আমি নীতিমালা যতটুকু বুঝেছি তাতে আপনাদের ব্লগকে তথ্যসূত্র হিসেবে না দিয়ে, আপনারা ব্লগের তথ্য যেসব সূত্র থেকে সংগ্রহ করেন, সেগুলোকেই উইকিপিডিয়ায় তথ্যসূত্র হিসেবে দিবেন। নিজেদের ব্লগের লেখা যদি নিজেরাই উদ্ধৃতি দেই উইকিপিডিয়ার নিয়মে যাচাইযোগ্য থাকে না। এছাড়া আপনাদের ব্লগে অনেক স্থানে উইকিপিডিয়াকে সূত্র হিসেবে ব্যবহার করেছেন। উইকিপিডিয়া নিজেই নিজেকে অনির্ভরযোগ্য বলে এবং উইকিপিডিয়া থেকে তথ্য নেয়ায় আপনাদের ব্লগও অনির্ভরযোগ্য। — AKanik 💬 ১৮:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Siman96 সুধী, বাংলা বিশ্বকোষে আপনার আগ্রহ এবং অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ দিতে চাই। এই বিশ্বকোষ আপনার মতো সম্পাদকদের অবদানে প্রতিমুহূর্তে সমৃদ্ধ হচ্ছে। বাংলা উইকিপিডিয়া একটি নির্ভরযোগ্য উৎস কিনা, সেটি উইকিপিডিয়ার নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু, এখানে 'সববাংলায়' উৎসটিকে তথ্য সূত্র হিসেবে অনুত্তীর্ণ বলা হচ্ছে, তার যেসব কারণ আমার চোখে ধরা পড়েছে তা তুলে ধরছি।
  • প্রথমত, উইকিপিডিয়ায় নির্ভরযোগ্য উৎস বলতে সম্প্রদায় যেসব শর্তসমূহে একমত হয়েছেন, সেইসব শর্তের আলোকে উৎসটি উত্তীর্ন নয়। আপনার যদি মনে হয় নির্ভরযোগ্য উৎসের কোনো ধারায় 'সববাংলায়' উত্তীর্ন তাহলে সেটি উল্লেখ করতে পারেন।
  • দ্বিতীয়ত, এই উৎসটি উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে উৎস হিসেবে নির্দেশ করে থাকে। সেক্ষেত্রে উইকিপিডিয়ার কোনো উৎস হিসেবে এই উৎসটি দ্ব্যর্থহীনভাবে অনুত্তীর্ণ।
  • তৃতীয়ত, আপনি নিজেই যদি 'সববাংলায়' সম্পাদক হয়ে থাকেন, তাহলে এই উৎসটি নিয়ে আপনার মতামত বা আলোচনা উইকিপিডিয়ায় স্বার্থের সংঘাতের সূচনা করবে।
এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে 'সববাংলায়' একটি নির্ভরযোগ্য এবং যাচাইযোগ্য উৎস, তাহলে উৎসটি নির্ভরযোগ্যতার কোন কোন শর্ত পূরণ করে, সেটি উল্লেখ করতে পারেন। বাংলা উইকিপিডিয়ায় এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে আপনার প্রয়াসকে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ)আলাপঅবদান ১৯:০২, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমরাও বাংলা উইকির তথ্য নির্ভরযোগ্য নয় বলে বাংলা উইকির তথ্য ব্যবহার করি না। ইংরেজি উইকির ক্ষেত্রেও সেই সকল তথ্যই নেওয়া হয় যা বই বা অন্য কোনো সূত্রেও সেই একই বিষয়ের উল্লেখ আছে। তবে আপনাদের যখন এত সমস্যা তাহলে আর আমি আমার মূল্যবান সময় অপচয় করে অনির্ভরযোগ্য উইকিকে নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা করব না বরং সেই সময়টা আমাদের সাইটের উন্নতি সাধনেই ব্যয় করব যার ফলে বাংলাভাষায় নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে সববাংলায়কে আরও উন্নত করা যায় এবং বাংলাভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করা যায়। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। -- Siman96 (আলাপ) ০৪:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সুধী, উইকিপিডিয়ার বিষয়বস্তু সবসময় নির্ভরযোগ্য হবে এটা উইকিপিডিয়া নিজেও দাবী করে না। যে প্রক্রিয়ায় নিবন্ধগুলো তৈরি করা হয় কোন প্রকার পূর্বপর্যবেক্ষণ ব্যতীত তাতে এ দাবী মানায়ও না। কিন্তু চেষ্টা করা হয় সব সময় এবং যারা তথ্য ব্যবহার করবেন তাদের নিজ দায়িত্বে তথ্যসূত্র ঘেটে তারপর তথ্য ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয় এবং এজন্যই উপরের দাবিত্যাগ পাতাটি রয়েছে। নিজের ওয়েবসাইট বা নিজে যুক্ত এরকম ওয়েবসাইট বারংবার নিবন্ধে ব্যবহার করে অপানি মোটাদাগে আসলে স্প্যামিং করছেন। এরপূর্বেও অন্য অ্যাকাউন্ট থেকে লিংকটি যুক্ত করা হয়েছে। উক্ত অ্যাকাউন্টের অবদান অনুসারে সন্দেহ করা যায় ওই অ্যাকাউন্টটিও ওয়েবসাইটের সাথে যুক্ত। নিজের ওয়েবসাইটের লিংক স্প্যামিং ব্যতীত উইকিপিডিয়ার অন্য সবারমত সম্পাদনা করতে আপনাকে স্বাগতম। তবে দয়া করে পুনরায় লিংকটি যুক্ত করবেন না। সেক্ষেত্রে এটি কালোতালিকাভুক্ত হতে পারে এবং আপনার অ্যাকাউন্টে বাধা প্রদান করা হতে পারে। -- ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

কুমিল্লার উইকিপিডিয়ান

কুমিল্লা শহরে যদি কোন উইকিপিডিয়ান থেকে থাকেন তবে নবসৃষ্ট মাতৃ ভাণ্ডার নিবন্ধের জন্য কমন্সে ছবি আপলোডের অনুরোধ করছি। ঐতিহ্যবাহী এই দোকানের একটি ছবিই যথেষ্ট। মেহেদী আবেদীন ১৫:২২, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

[ঘোষণা] নেতৃত্ব উন্নয়ন টাস্ক ফোর্স

প্রিয় সম্প্রদায়ের সদস্যরা,

দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন সুপারিশ ইঙ্গিত দেয় যে নেতৃত্বের বিকাশে সাফল্যের জন্য আমাদের আন্দোলনের বিশ্বব্যাপী সমন্বিত প্রযত্নের ​প্রয়োজন রয়েছে।

সম্প্রদায় উন্নয়ন দল একটি বৈশ্বিক এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্ব উন্নয়ন টাস্ক ফোর্স (উদ্দেশ্য এবং কাঠামো) তৈরী করতে সহায়তা করছে। টাস্ক ফোর্সের উদ্দেশ্য হল নেতৃত্ব উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

দলটি নেতৃত্ব উন্নয়ন টাস্ক ফোর্সের দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আহ্বান করছে। এছাড়াও, যদি কোনও সম্প্রদায়ের সদস্য এই ১২-সদস্যের টাস্কফোর্সের অংশ হতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রতিক্রিয়ার সময় ২৫ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

প্রতিক্রিয়া কোথায় ভাগ করবেন?

#১ আগ্রহী সম্প্রদায়ের সদস্যরা আলোচনা পৃষ্ঠায় তাদের প্রতিক্রিয়া যুক্ত করতে পারেন।

#২ আগ্রহী সম্প্রদায়ের সদস্যরা Google Meet মাধ্যমে ১৮ ফেব্রুয়ারী, শুক্রবার একটি আঞ্চলিক আলোচনায় যোগ দিতে পারেন।

তারিখ এবং সময়

ধন্যবাদ, CSinha (WMF) (আলাপ) ০৮:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]